এ যেন অবাক করা কাণ্ড। আইসল্যান্ড ক্রিকেট ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেট টিম বেছে নিয়েছে। তাতে প্রথম একাদশ নেই বিরাট কোহলির নাম। তাঁকে দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে। ভারতের অন্যতম সেরা প্লেয়ারকে প্রথম একাদশে না রাখা হলেও, টেস্ট দলের প্রথম একাদশে বিজয় হাজারেকে রাখা হয়েছে। যা নিয়ে পড়ে গিয়েছে তীব্র শোরগোল।
কোহলির নাম কেন নেই, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সেই সঙ্গে সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরদের সঙ্গে বিজয় হাজারের নাম দেখে হতবাক সকলে।
আইসল্যান্ড ক্রিকেটের তরফে যে একাদশ বেছে নেওয়া হয়েছে তাতে রয়েছে সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিজয় হাজারে, মহেন্দ্র সিং ধোনির নাম। এ ছাড়াও অলরাউন্ডার হিসেবে রয়েছেন কপিল দেব। রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে রাখা হয়েছে দুই স্পিনার হিসেবে। আর জাভাগাল শ্রীনাথ এবং জসপ্রীত বুমরাহ দুই পেসারকে রেখে দল তৈরি করা হয়েছে।
তবে শ্রীনাথকে ভারতের সর্বকালের সেরা টেস্ট দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। শ্রীনাথের চেয়ে নেটিজেনরা মহম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে এগিয়ে রাখছেন।
মজার বিষয় হল, কোহলিকে দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে। ১৩ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে চন্দ্রশেখরকে। রবীন্দ্র জাদেজাকে ১৪ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। ১৫ নম্বর প্লেয়ার হিসেবে রয়েছেন জাহির খান। ১৬ এবং ১৭ নম্বরে রাখা হয়েছে যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ এবং হরভজন সিং-কে।
প্রসঙ্গত, আইসল্যান্ড ক্রিকেটের এই টিমে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তৈরি হয়েছে বিতর্ক। যা নিয়ে নেটপাড়াতেও আলোড়ন পড়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।