একদিনের ক্রিকেটে কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে হল কেন? এর উত্তরে বোর্ডের তরফ থেকে এক রকম উত্তর পাওয়া গিয়েছে। অন্যদিকে অন্যরকম যুক্তিও ভেসে আসছে। নানা মহল থেকে উঠে আসছিল নানা কথা। বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছিল ভারতীয় দলের সাজঘরেও অনেকেই কোহলিকে পছন্দ করছেন না। তবে এই তথ্য মানতে চাননা অধিনায়ক কোহলির পুরানো সতীর্থ অশোক দিন্দা। তাঁর মতে এসব বাজে কথা। নেতা কোহলিকে খুব কাছ থেকে পেয়েছেন। ২০১৪ এবং ২০১৫, দু’ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন বাংলার এই পেস বোলার।
নিজের অভিজ্ঞতা থেকে দিন্দা জানিয়েছেন একেবারে অন্য কথা। দিন্দা বলেন, ‘দু’ বছর ওকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম। এক বারের জন্যও মনে হয়নি ওর থাকাটা সাজঘরে সমস্যা তৈরি করছে। বরং উল্টোটা। ও অত্যন্ত মিশুকে, চনমনে মানুষ। ওর সঙ্গে থাকা মানে কোনও সমস্যা হওয়ার কথাই নয়। যদি সত্যিই কেউ এরকম বলে থাকেন, সেটা একেবারে বাজে কথা। হয়ত প্রচারের আলোয় থাকার জন্য এ রকম বলা হচ্ছে। কোহলি সে রকম মানুষই নয়।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে একজনকেই অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু কোহলি আগেই নিজে থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তাই তাঁকে আর একদিনের ক্রিকেটে অধিনায়ক রাখা হয়নি। মহারাজের কথাকেই সমর্থন করেছেন দিন্দা। তাঁর মতে ক্রিকেটের কারণেই দায়িত্ব বদল করা হয়েছে। ক্রিকেটীয় কারণেই একদিনের ক্রিকেটে বিরাটের জায়গায় রোহিতকে আনা হয়েছে। দিন্দা বলেন, ‘আমার মনে হয়, সম্পূর্ণ ক্রিকেটীয় কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে সত্যিই তো ট্রফি দিতে পারেনি। আমার ধারনা শুধু সেই কারণেই ওকে সরানো হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।