এর আগেও বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট নিয়ে মাইকেল ভন নানা বিতর্কিত মন্তব্য করেছেন। ফের তিনি কোহলিকে খোঁচা দিলেন। কোহলি এবং উইলিয়ামসনের তুলনা টানতে গিয়ে ভারত অধিনায়ককে ঘুরিয়ে ‘অভদ্র’ও বললেন।
নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে ভন বলেন, ‘উইলিয়ামসন ভারতীয় হলে ওকেই সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও তো ভারতের ক্রিকেটার নয়। আবার এই নিয়ে কিছু বললে, সোশ্যালমিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। বিরাটকেই সেরা ক্রিকেটার বলতে হবে। এতে বেশি লাইক পড়ব। ফলোয়ারের সংখ্যা বাড়বে। তবে আমার মতে, ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। যে ভাবে ও খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর চুপ থাকতেই দেখেছি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। তার আগে দুই দলের অধিনায়কের মধ্যে তুলনা চলছে। তুল্যমূল্য বিচার করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই ভনকে জিজ্ঞেস করা হলে, তিনি বিরাটকে রীতিমতো ব্যঙ্গ করেন। তিনি আরও বলেছেন, ‘উইলিয়াসনের সাফল্য নেহাৎ কম নয়। এ কথা নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে বলার জন্য বলা নয়। আমার মতে, তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা উইলিয়ানসই। এবং বিরাট কোহলিরই সমকক্ষ। তবে বিরাটের মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।’