বাংলা নিউজ > ময়দান > কলকাতায় হবে সৈয়দ মুস্তাকের নক-আউট, আমদবাদে বিজয় হাজারে, ইরানি ট্রফিতে ২ ম্যাচ

কলকাতায় হবে সৈয়দ মুস্তাকের নক-আউট, আমদবাদে বিজয় হাজারে, ইরানি ট্রফিতে ২ ম্যাচ

কলকাতায় হবে সৈয়দ মুস্তাকের নক-আউট, আমদবাদে বিজয় হাজারে, ইরানি ট্রফিতে ২ ম্যাচ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

এবার ইরানি ট্রফির দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচটি হবে অক্টোবরে। দ্বিতীয় ইরানি ট্রফির ম্যাচ হবে আগামী বছরের মার্চে।

শুভব্রত মুখার্জি

করোনা আবহে গত দুই বছর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের ঘরোয়া ক্রিকেট। ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি পর্যন্ত এক বছর আয়োজন করা সম্ভব হয়নি। তবে সেইসব ঘটনা দূরে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে উদ্যোগী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই। সেই লক্ষ্যেই চলতি মরশুমের ইরানি ট্রফির সূচি ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। 

এবার ইরানি ট্রফির দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচটি হবে অক্টোবরে। শুরু হবে ১ অক্টোবর থেকে। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। সেই ম্যাচে অবশিষ্ট ভারতের মুখোমুখি হবে ২০১৯-২০ সালের রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। যা খেলা হবে রাজকোটে।

উল্লেখ্য বছর তিনেক বাদে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফিরছে ইরানি ট্রফির ম্যাচ। ২০১৯ সালে শেষবার খেলা হয়েছিল ইরানি ট্রফির ম্যাচ। তারপরে করোনা বাধ সাধায় আর এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সেই বছর রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। বাংলা দলকে হারিয়ে সেবার রঞ্জি ট্রফি জিতেছিল তারা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগে সেবার রঞ্জি ট্রফি জিতেছিল সৌরাষ্ট্র। তাই প্রথম সৌরাষ্ট্র ইকানি ট্রফিতে খেলার সুযোগ পাবে।

অন্যদিকে শেষবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইরানি ট্রফির ম্যাচ হবে আগামী বছরের মার্চে। ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত ইন্দোরে খেলা হবে।

তারইমধ্যে বিসিসিআইয়ের তরফে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি কোথায় খেলা হবে, তা ঘোষণা করা হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের নক-আউট খেলা হবে কলকাতায়। অন্যদিকে, আমদবাদে ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের নক-আউট পর্বের ম্যাচ খেলা হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন