শুভব্রত মুখার্জি: ২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক গেমসের আসর। ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ের প্রস্ততিতে ব্যস্ত সমস্ত অ্যাথলিটরা।এইবারেই ভারত তাদের ইতিহাসে সবথেকে বড় স্কোয়াড পাঠাতে চলেছে। সেই দলে কলকাতা বা পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে একেবারে শেষ বেলায় যুক্ত হলেন অনুষ আগরওয়ালা। প্যারিসে তিনি যাবেন কি যাবেন না সেই নিয়ে একটা সন্দেহ ছিল। তবে শুক্রবার সমস্ত সন্দেহের অবসান ঘটে গিয়েছে।প্যারিস যেতে কোর্টের দরজায় যেতে হয়েছিল তাঁকে। সেই লড়াই তিনি অবশেষে জয়ী হয়ে ফিরেছেন। আদালতের নির্দেশেই এবার ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্যারিসের বিমানে বসতে চলেছেন তিনি।
আরও পড়ুন…. মিশন T20 WC 2024-এর পরে কোথায় ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা! Wimbledon-এ ড্যাশিং লুকে ধরা দিলেন হিটম্য়ান
এবারের অলিম্পিকে রয়েছেন বিশ্বের ১০,৫০০ অ্যাথলিট। যার মধ্যে এখন পর্যন্ত ভারতের রয়েছেষ ১১৩ জন অ্যাথলিট। যাদের মধ্যে এতদিন পর্যন্ত একমাত্র বাঙালি অ্যাথলিট আভা খাটুয়া। যদিও তিনি তাঁর কেরিয়ারের স্বার্থে বাংলা ছাড়তে বাধ্য হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতা তথা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ আরও দুই ক্রীড়াবিদ। তাঁদেরই অন্যতম ইকুয়েস্ট্রিয়ানের অনুষ আগরওয়ালা। দেশের জন্য খেলার বিষয়ে অলিম্পিক্সের কোটা আগেই জিতেছিলেন তিনি। তবে তাঁকে প্যারিস পাঠানো নিয়ে একটা জট তৈরি হয়েছিল। এবার তাঁকেই প্যারিসে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া। উল্লেখ্য গত হাংঝু এশিয়ান গেমসে ভারতের হয়ে যে দল ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতেছিল সেই দলের অন্যতম সদস্য ছিলেন অনুষ। দলগত ইভেন্টেও তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ। ২৪ বছরের কলকাতার ছেলে এবার পা রাখছেন প্যারিস অলিম্পিক্সেও। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে তাঁর নাম প্রস্তাব করেছে ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া।
আরও পড়ুন…. সাইনা নেহওয়ালকে নিয়ে রসিকতা, পরে চাপের মুখে পোস্ট ডিলিট করে ক্ষমা চাইলেন KKR তারকা
অনুষের লড়াই বেশ কঠিন ছিল। প্যারিসে যাওয়ার অন্যতম দাবিদার ছিলেন শ্রুতি ভোরা। তিনি অনুষের নির্বাচনের মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁর আবেদন খারিজ করেছে। এরপরেই ইকুয়েস্ট্রিয়ানের কর্তারা অনুষের নাম পাঠিয়ে দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাছে। বিষয়টি আদালতে থাকায় নাম পাঠাতে দেরি হচ্ছিল।তার উপরে অলিম্পিক একেবারে দোড়গোড়ায় রয়েছে। ফলে এই রায় স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে অনুষ এবং ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।