বাংলা নিউজ > ময়দান > বাংলা পেল আরও এক গ্র্যান্ড মাস্টার- দেশের ৭৮তম কৌস্তভ চট্টোপাধ্যায়

বাংলা পেল আরও এক গ্র্যান্ড মাস্টার- দেশের ৭৮তম কৌস্তভ চট্টোপাধ্যায়

কৌস্তভ চট্টোপাধ্যায়।

ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপে ১০ নম্বর রাউন্ডে বাংলারই আর এক গ্র্যান্ড মাস্টার মিত্রাভ গুহর সঙ্গে ড্র করেন কৌস্তভ। একই সঙ্গে গ্র্যান্ড মাস্টার হিসেবে নিজের জায়গা পাকা করে নেন তিনি।

দেশের ৭৮তম গ্র্যান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তভ চট্টোপাধ্যায়। ১৯ বছরের কৌস্তভ বাংলার দশম গ্র্যান্ড মাস্টার। ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপে ১০ নম্বর রাউন্ডে বাংলারই আর এক গ্র্যান্ড মাস্টার মিত্রাভ গুহর সঙ্গে ড্র করেন কৌস্তভ। একই সঙ্গে গ্র্যান্ড মাস্টার হিসেবে নিজের জায়গা পাকা করে নেন তিনি।

আরও পড়ুন: জার্মানিতে খেলতে গিয়ে হেনস্থার শিকার ভারতের গ্র্যান্ডমাস্টার

১৯৯১ সালে বাংলা থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু আবার বিশ্বনাথন আনন্দের পরে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এর পর ২০০৩ সালে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও সন্দীপন চন্দ, ২০০৬ সালে নীলোৎপল দাস, ২০১০ সালে দীপ সেনগুপ্ত, ২০১৩ সালে সপ্তর্ষি রায়চৌধুরি, ২০১৬ সালে দীপ্তায়ন ঘোষ, ২০১৮ সালে সপ্তর্ষি রায় ও ২০২১ সালে মিত্রাভ গুহ এই রাজ্য থেকে গ্র্যান্ড মাস্টার হয়েছেন। সেই তালিকায় নাম জুড়ল কৌস্তভেরও।

গত বছরের শেষ দিনে গ্র্যান্ড মাস্টার হয়েছেন ১৯ বছরের কৌস্তভ। ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশে আয়োজিত শেখ রাসেল জিএম ২০২১ সালে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছিলেন। এর পর গত বছর নভেম্বরে কৌস্তভ এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জিএম নর্ম আদায় করে নেন। ফাইড রেটিংয়ে অগস্ট মাসে ২৫০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছিলেন কৌস্তভ।

আরও পড়ুন: দাবাতে ভারতের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে- তরুণদের পারফরম্যান্সে খুশি বিশ্বনাথন আনন্দ

কৌস্তভ গ্র্যান্ডমাস্টার হওয়ার খুশি এ রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তিনি বলেছেন, ‘মিত্রাভর পরে আরও এক জন গ্র্যান্ড মাস্টার পেলাম আমরা। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় দাবার জনপ্রিয়তা কতটা। ছোট ছোট ছেলেমেয়েরা এগিয়ে আসছে। তারাও দাবাড়ু হতে চাইছে। আশা করছি আগামী দিনে বাংলা থেকে আরও গ্র্যান্ড মাস্টার আমরা পাব যারা দেশের নাম উজ্জ্বল করবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন