বাংলা নিউজ > ময়দান > KS Bharat in IND vs AUS test: ফেললেন ললিপপ ক্যাচ, ধরতে পারলেন না বল, প্রথম ৬ ওভারেই ভুলের পর ভুল কেএস ভরতের

KS Bharat in IND vs AUS test: ফেললেন ললিপপ ক্যাচ, ধরতে পারলেন না বল, প্রথম ৬ ওভারেই ভুলের পর ভুল কেএস ভরতের

কেএস ভরতের সেই ক্যাচ মিস। (ছবি সৌজন্যে টুইটার)

KS Bharat in IND vs AUS test: ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে ট্র্যাভিস হেডের সহজ ক্যাচ ছাড়েন কেএস ভরত। ওটা পাড়ার ক্রিকেটের ভাষায় একেবারে ‘ললিপপ’ ক্যাচ ছিল। সেইসঙ্গে উইকেটের পিছনে আরও কয়েকটি ভুল করেন ভরত।

আমদাবাদ টেস্টে দলে তাঁর দলে থাকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। তা সত্ত্বেও আস্থা রেখেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেই ভরসার মর্যাদা রাখতে পারলেন না কেএস ভরত। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিনের সকালে একেবারে ভয়ংকর সময় কাটল ভারতীয় উইকেটকিপারের। কার্যত পাটা পিচে সহজ ক্যাচ ফস্কালেন। যা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেইসঙ্গে উইকেটের পিছনে কয়েকটি ভুল করেন ভরত।

বৃহস্পতিবার আমদাবাদ টেস্টের শুরুতে প্রথমে একেবারে লাইন পাচ্ছিলেন না মহম্মদ শামি। কমপক্ষে দুটি বল পিচে পড়ে কার্যত দ্বিতীয় স্লিপের দিক থেকে চলে যায়। একটি বল ভালোভাবে ধরে নেন ভরত। অনেকের মতে, শামির বলে যে বাই রান হয়েছে, তাতে বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে ভরতের নড়াচড়া আরও ভালো হওয়া দরকার ছিল। বিশেষত শামির যে বলটা লেগের দিকে চলে গিয়েছিল, সেটা ভরত ধরতে না পারায় পুরো বিষয়টি আরও চোখে পড়েছে। বাকিগুলোয় ‘বেনিফিট অফ ডাউট’ পেলেও ওই বলটা অবশ্যই ভরতের ধরা উচিত ছিল বলে মত সংশ্লিষ্ট মহলের। 

(India vs Australia ম্যাচের লাইভ আপডেট দেখুন - এখানে ক্লিক করুন)

তারইমধ্যে ট্র্যাভিস হেডের সহজ ক্যাচ ছেড়ে দেন ভরত। ওটা পাড়ার ক্রিকেটের ভাষায় একেবারে ‘ললিপপ’ ক্যাচ ছিল। ষষ্ঠ ওভারের শেষ বলটা পঞ্চম স্টাম্পে বলটা রাখেন উমেশ যাদব। ভিতরের দিকে না ঢুকে বলটা বাইরের দিকে বেরিয়ে যায়। হেড পুরো বেকায়দায় পড়ে যান। কোমরের কাছে ব্যাটের কাণায় বল লেগে উইকেটের পিছনে চলে যায়। যে ক্যাচটা ফস্কে বসেন ভরত।  ব্যাটের কাণায় বলটা লাগার পর উইকেটের পিছনে যেভাবে তিনি নড়াচড়া করেন, তখনই মনে হচ্ছিল যে ক্যাচটা না ফস্কে যায়। ঠিক সেটাই হয়। সহজতম সুযোগ নষ্ট করেন ভরত। 

আরও পড়ুন: PM Modi in IND vs AUS: বিরাট ও রোহিতের পাশে দাঁড়িয়ে ‘জন গণ মন’ গাইলেন মোদী, গমগম করল আমদাবাদের মাঠ

তারপরই চতুর্থ টেস্টে ভরতকে ভারতের প্রথম একাদশে রাখা নিয়ে বিতর্ক জিইয়ে উঠেছে। ভরতকে দলে রাখা নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, 'বিভিন্ন মহলে আলোচনা চলছিল যে উইকেটকিপিংয়ের দক্ষতার জন্য ইশান কিষানের পরিবর্তে কেএস ভরতের খেলা উচিত। আর তারপর বাই হজম করছে কেএস ভরত এবং একটি সহজ ক্যাচ ফেলবেন। এরকম দারুণ ব্যাটিং উইকেটে ব্যাটারকে কোনও সুযোগ দেওয়া উচিত নয়।' অনেকেই ঋষভ পন্তের মিস করতে থাকেন। যে ঋষভের দুর্ঘটনার কারণেই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ভরত। কিন্তু ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। এবার উইকেটকিপিংয়েও ডোবাচ্ছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন