বাংলা নিউজ > ময়দান > ২২ বছরের রেকর্ড ভাঙলেন, বাংলাদেশের বিরুদ্ধে নজির কুলদীপের

২২ বছরের রেকর্ড ভাঙলেন, বাংলাদেশের বিরুদ্ধে নজির কুলদীপের

কুলদীপ যাদব (AP)

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়েছেন কুলদীপ। খরচ করেছেন ১১৩ রান। আর এই তালিকাতেই দ্বিতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের স্পিনার সুনীল যোশি। ২০০০ সালে ঢাকাতে তিনি নিয়েছিলেন ৮টি উইকেট।

শুভব্রত মুখার্জি: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। দুই টেস্টের সিরিজে তাঁরা ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে ১-০ ফলে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ ভারতের জন্য প্রশস্ত করেছে এই জয়। আর এই জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 'চায়নাম্যান' স্পিনার কুলদীপ যাদব। গোটা ম্যাচে তিনি নিয়েছেন আটটি উইকেট। আর এর মধ্যে দিয়েই তিনি ভারতীয় দলের টেস্ট ইতিহাসে গড়ে ফেলেছেন এক নয়া নজির। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা পারফরম্যান্স হল কুলদীপের।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়েছেন কুলদীপ। খরচ করেছেন ১১৩ রান। আর এই তালিকাতেই দ্বিতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের স্পিনার সুনীল যোশি। ২০০০ সালে ঢাকাতে তিনি নিয়েছিলেন ৮টি উইকেট। তবে তাঁকে খরচ করতে হয়েছিল ১৬৯ রান। উল্লেখ্য বর্তমানে ভারতীয় সিনিয়র দলের অন্যতম নির্বাচক যোশি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অমিত মিশ্র। ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। দিয়েছিলেন ১৫৮ রান। কুলদীপ যাদবের পারফরম্যান্স এদিন ছাপিয়ে গেল সকলকে।

প্রথম ইনিংসে কুলদীপ যাদব পাঁচটি উইকেট নিয়েছিলেন। ১৬ ওভার বল করে ৬টি মেডেন করেন তিনি। দিয়েছিলেন ৪০ রান। মুশফিকুর রহিম (২৮), শাকিব আল হাসান (৩), নুরুল হাসান (১৬), তাইজুল ইসলাম (০) এবং এবাদত হোসেনকে (১৭) প্যাভিলিয়নে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি ৭৩ রান দিয়ে পেয়েছেন ৩টি উইকেট। ২০ ওভারে মধ্যে তিনটি মেডেন ওভারও করেন কুলদীপ। দ্বিতীয় ইনিংসে লিটন কুমার দাস (১৯), শাকিব আল হাসান (৮৪) এবং এবাদত হোসেনকে (০) ফেরান তিনি। ভারত প্রথম ইনিংসে ৪০৪ রান করে। তাঁদের হয়ে সর্বোচ্চ স্কোর করেন চেতেশ্বর পূজারা (৯০)। দ্বিতীয় ইনিংসে ভারত ২৫৮/২ রান করে ডিক্লেয়ার করে দেয়। শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা দুজনেই শতরান করেন। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রান অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের শতরানে ৩২৪ রান করে আউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ১৮৮ রানের বড় ব্যবধানে জয় পায় ভারতীয় দল।

বন্ধ করুন