চোটের কারণে রাহুল দ্রাবিড়ের ভারতের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। বহু দিন ধরেই চোট সমস্যায় ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি ফিট হয়ে ওঠায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছিলেন কুশল পেরেরা। কিন্তু আবারও সেই চোটের কারণেই বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন কুশল পেরেরা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১০ উইকেটে বিশ্রি ভাবে হেরেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে কুশল পেরেরাই সর্বোচ্চ ৩৯ রান করেছিলেন। সম্ভবত রান নেওয়ার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ম্যাচের পরেই জানা যায়, বিশ্বকাপে অংশ গ্রহণ করাটাই শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যানের পক্ষে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
দলের চিকিৎসক জানিয়েছেন, ‘এটাকে স্প্রিন্টার চোট বলা হয়ে থাকে। দৌড়ে রান নেওয়ার সময়ে হয়তো চোট লেগে থাকতে পারে। এই ধরনের চোট দ্রুত সারে না। বহু দিন রিহ্যাবে থাকতে হয়।’ চিকিৎসকের কথাতেই পরিষ্কার, বিশ্বকাপে কার্যত অনিশ্চিত কুশল পেরেরা। এই হ্যামস্ট্রিং চোট আগে থেকেই রয়েছে কুশলের। বিশ্বকাপের আগে নতুন করে একই ধরনের চোট পেয়ে হতাশ কুশল পেরেরা।
শ্রীলঙ্কার ব্যাটিং-এ অন্যতম বড় ভরসা তিনি। বিশ্বকাপে যদি তাঁকে না পাওয়া যায়, সেটা নিঃসন্দেহে লঙ্কানদের কাছে বড় ধাক্কা হবে। তবে শ্রীলঙ্কা টিম তাঁর ফিট হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।
শুধু কুশল পেরেরা নন, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার লাহিরু মাদুশঙ্কাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময়ে চোট পান মাদুশঙ্কা। জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে বিকল্প ক্রিকেটারদের নাম ঘোষণা করবে শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।