করোনার পর এ বার চোটের হানা শ্রীলঙ্কা শিবিরে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। এ দিকে একই কারণে একদিনের সিরিজে পাওয়া যাবে না দলের ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোকে। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট এমনটাই জানিয়েছে।
জানা গিয়েছে, অনুশীলনের সময়ে কুশল পেরেরার ডান কাঁধে চোট লাগে। আর বিনুরা ফার্নান্দোর বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘কুশল জেনিথ পেরেরা চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন না। অনুশীলনের সময়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান ডান কাঁধে চোট পান। আর ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন বৃহস্পতিবার প্র্যাক্টিসে। তিনি শুধু একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।’
এর আগে করোনা আতঙ্ক হানা দিয়েছিল শ্রীলঙ্কা শিবিরে। যার জেরে ভারতের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৩ জুলাই থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ১৮ জুলাই থেকে সিরিজ শুরু হবে। শেষ হওয়ার কথা ২৯ জুলাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।