বাংলা নিউজ > ময়দান > বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে পারবেন না এমবাপে

বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে পারবেন না এমবাপে

এমবাপে। ছবি- রয়টার্স 

আজ থেকে প্রায় ১১ দিন হয়ে গেল বিশ্বকাপ ফাইনাল খেলা হয়েছে। যেখানে অনবদ্য খেলেন এমবাপে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনাকে একাই কাঁপিয়ে দেন তিনি। মেসিদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে দুইবার ফ্রান্সকে সমতায় ফিরিয়েছিলেন

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের ফাইনালে অনবদ্য হ্যাটট্রিক করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। প্রায় একার কাঁধে সেদিন রাতে দলকে টেনেছিলেন তিনি। লিওনেল মেসির সঙ্গে একেবারে সমানে সমানে টক্কর হয়েছিল এমবাপের বলা যেতে পারে। নিজের সবটুকু দিয়ে লড়াই করেও সেদিন অবশ্য বিশ্বকাপ জেতার স্বাদ ফ্রান্স পায়নি। ফাইনালের সেই হার এখনও ভুলতে পারেননি এমবাপে। সেকথা স্পষ্ট জানালেন তিনি। পাশাপাশি এটা জানাতে ও ভুললেন না এই হারের যন্ত্রণা কোনওদিন ভোলারও নয়।

প্রসঙ্গত আজ থেকে প্রায় ১১ দিন হয়ে গেল বিশ্বকাপ ফাইনাল খেলা হয়েছে। যেখানে অনবদ্য খেলেন এমবাপে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনাকে একাই কাঁপিয়ে দেন তিনি। মেসিদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে দুইবার ফ্রান্সকে সমতায় ফিরিয়েছিলেন। করেন তাঁর হ্যাটট্রিকও। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিশ্বকাপ ট্রফি আর এবার জিততে পারেননি এমবাপে।

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও বিশ্বকাপ জিততে পারেননি এমবাপে। সেই যন্ত্রণা এখনও যেন রয়েছে তাঁর মধ্যে। তিনি একেবারেই ভুলতে পারেননি তা। উল্লেখ্য বুধবার রাতে পিএসজির হয়ে লিগ ম্যাচে 'স্ট্রাসবুর্গে'র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কিলিয়ন। ম্যাচের ৯৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ২–১ ব্যবধানে এনে দেন এমবাপেই। ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি মেনে নিতে পেরেছেন বিশ্বকাপ ফাইনালের ওই হার?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমবাপে জানান ‘ফাইনালের হার আমি কখনওই মেনে নিতে পারব না। আমি পিএসজিতে কোচ ও সতীর্থদের বলেছি। জাতীয় দলের ব্যর্থতার জন্য ভুগবে না পিএসজি। এটাই আশা‌র ফ্রান্সের হারের জন্য পিএসজি দায়ী নয়। যে কারণে আমি সর্বোচ্চ দম নিয়ে, ইতিবাচকভাবে ফিরেছি।'

প্রসঙ্গত ২৪ বছর বয়সি এমবাপে ২০১৮ সালেই বিশ্বকাপ ট্রফি জেতেন। এবার কাতারে লুসাইলের আইকনিক স্টেডিয়ামে তাঁর প্রতিপক্ষ ছিলেন পিএসজি সতীর্থ আর্জেন্তিনার লিওনেল মেসি। এমবাপে আরও জানান ফাইনালের পরেই মেসির সঙ্গে কথা হয় তাঁর। তিনি জানান 'ম্যাচের পর মেসির সঙ্গে আমার কথা হয়। তাঁকে অভিনন্দন জানিয়েছি। কারণ, গোটা কেরিয়ার জুড়ে সে এটার পেছনেই দৌড়েছে। আমার জন্যও ব্যপারটা একই রকম। তবে আমি এবার পারিনি।'

বন্ধ করুন