শুভব্রত মুখার্জি: জমে উঠেছে স্প্যানিশ লা লিগায় খেতাবি লড়াই। ত্রিমুখী এই লড়াইয়ে গ্রানাডার কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে জয়ের মুখ দেখল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই মাদ্রিদের এই জয়ের ফলে একেবারে শেষ ল্যাপে এসে টানটান উত্তেজনাতে জমে উঠল লা লিগার খেতাবি লড়াই। বা বলা ভাল জমে উঠেছে শিরোপার লড়াই।
এই লড়াইয়ে মাদ্রিদের দুই ক্লাবের আরেক প্রতিদ্বন্দ্বী অবশ্যই বার্সেলোনা। সেভিয়াও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারাল রিয়াল। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত কোনও গোল হয়নি। তবে এরপরেই রঙ বদলে যায় ম্যাচের। ৭৬ ও ৮০ মিনিটে গোল দুটি করেন এডের মিলিটাও ও ক্যাসেমিরো। ফলে ২-০ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের ছেলেরা।
এদিনের অপর ম্যাচে মার্কোস লরেন্তের গোলে এলচের মাঠে তাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শেষ দিকে পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারেনি এলচে। এদিনের জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকল অ্যাটলেটিকো। সমানসংখ্যাক ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রইল রিয়াল মাদ্রিদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।