বাংলা নিউজ > ময়দান > LaLiga: মেসির রেকর্ড, সুয়ারেজের নজির, অনন্য মাইলস্টোন বার্সেলোনার

LaLiga: মেসির রেকর্ড, সুয়ারেজের নজির, অনন্য মাইলস্টোন বার্সেলোনার

ভিয়ারিয়ালের রক্ষণ ভাঙছেন মেসি। ছবি- টুইটার।

ভিয়ারিয়ালের বিরুদ্ধে একই ম্যাচে স্থাপিত হল বার্সার একাধিক নজির।

লকডাউনের পর তিনটি ম্যাচ ড্র করে লিগ খেতাবের দৌড়ে বার্সেলোনাকে পিছিয়ে পড়তে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। ভিয়ারিয়ালকে হারিয়ে আপাতত জিদানদের তাড়া করছেন বটে মেসিরা, তবে রিয়াল পয়েন্ট না খোয়ালে মেসিদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার কোনও সুযোগ নেই।

বার্সেলোনার জয়:- লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ৪-১ গোলে পরাজিত করে ভিয়ারিয়ালকে। লকডাউনের পর সাত ম্যাচে মেসিদের এটি ৪ নম্বর জয়। বার্সেলোনার হয়ে এই ম্যাচে গোল করেন সুয়ারেজ, গ্রিজম্যান ও আনসু ফাতি। একটি গোল পাউ তোরেসের আত্মঘাতী। ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন জেরার্ড মোরেনো। মেসি একবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি।

মেসির রেকর্ড:- লিওনেল মেসি গোল না করলেও ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচেই দুরন্ত রেকর্ড গড়েন। ম্যাচে তিনি গোল করান সুয়ারেজ ও গ্রিজম্যানকে দিয়ে। দু'টি গোলের পাস বাড়ানোর সুবাদে লা লিগার এক মরশুমে সবথেকে বেশি ১৯টি অ্যাসিস্টের রেকর্ড গড়েন অর্জেন্তাইন তারকা। এর আগে ২০১০-১১ ও ২০১৪-১৫ মরশুমে লিগে ১৮টি করে গোলের পাস বাড়িয়েছিলেন মেসি। ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে নতুন নজির স্থাপন করেন বার্সা অধিনায়ক।

সুয়ারেজের নজির:- ভিয়ারিয়ালের বিরুদ্ধে একটি গোলের সুবাদে সুয়ারেজ বার্সেলোনার হয়ে সবথেকে বেশি গোল করার নিরিখে যুগ্মভাবে তিন নম্বরে উঠে এলেন। তিনি ছুঁয়ে ফেললেন বার্সার হয়ে লাদিসলাউ কুবালার করা ১৯৪টি গোলের রেকর্ড। মরশুমের শুরুতেই সুয়ারেজ টপকে গিয়েছেন জোসেপ স্যামিটায়ারের ১৮৪টি গোলের রেকর্ড। সুয়ারেজের সামনে রয়েছেন কেবল সিজার রডরিগেজ (২৩২) ও লিওনেল মেসি (৬৩০)।

বার্সার মাইলস্টোন:- ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৪টি গোলের সুবাদে বার্সেলোনা ১১১ বছরের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলিয়ে ৯ হাজার গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেলে। ১৯০৯ সালের ৫ এপ্রিল রোমা ফর্নস বার্সেলোনার হয়ে প্রথম গোল করেছিলেন। ১১১ বছর পরে আনসু ফাতি করলেন ক্লাবের ইতিহাসে ৯০০০ লম্বর গোল।

লিগ টেবিলে অবস্থান:- অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলে ৭ পয়েন্টে পিছনে ফেলে দিয়েছিল বার্সেলোনাকে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয় তুলে নিয়ে বার্সেলোনা ব্যবধান কমিয়ে ৪ পয়েন্ট করে। আপাতত ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৭। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ৩৪ ম্যাচে সংগ্রহ করেছে ৭৩ পয়েন্ট। লিগে দু'দলের বাকি রয়েছে আর মাত্র ৪টি করে ম্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.