জাফনা কিংস টানা তৃতীয়বারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। এটি উল্লেখযোগ্য যে জাফনা কিংস দল ইতিমধ্যে ২০২০ এবং ২০২১ সালে এলপিএল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার শিরোপা জিতেছে। কলম্বো স্টারস দলকে ২ উইকেটে পরাজিত করে। কলম্বো স্টারস এবং জাফনা কিংস আর এর মধ্যে এলপিএল সিরিজের ফাইনালটি বর্তমানে প্রেমাদাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ম্যাচের টস জিতে জাফনা কিংস দল কলম্বো স্টারস দলকে প্রথমে ব্যাট করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রথমে ব্যাট করে কলম্বো স্টারস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে।
কলম্বো স্টারসের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দিনেশ চান্দিমাল এবং অপরাজিত ৪৭ রান করেন রবি বোপারা। জাফনা কিংসের হয়ে থিসারা পেরেরা, মহেশ থেকশানা, দুনিথ ওয়েললাগে, বিনুরা ফার্নান্দো ১টি করে উইকেট নেন। ফাইনালে জাফনা কিংস ১৬৪ রান করলেই টানা তৃতীয়বার LPL (লঙ্কা প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হত আর সেই লক্ষ্য নিয়েই মাঠে নামে তারা। এরপর জাফনা কিংস দল ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে লক্ষ্যে পৌঁছে যায় ও এই ম্যাচে জয়লাভ করে।
আবিষ্কা ফার্নান্দো ৫০ রান এবং সাদিরা সামারাবিক্রমা ৪৪ রান করেন। কলম্বো দলের হয়ে লাকমল ৩টি ও হাওয়েল ২টি উইকেট শিকার করেন। জাফনা কিংস দল খুব কঠিন লড়াইয়ের পর ম্যাচটি জিততে সক্ষম হয়। এই জয়ের ফলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল জাফনা কিংস। ম্যাচ সেরার পুরস্কার পান আবিষ্কা ফার্নান্দো এবং সিরিজ সেরার পুরস্কার পান সাথিরা সামারাবিক্রমা।
আরও পড়ুন… IPL 2023 PBKS Players List: রেকর্ড ১৮.৫০ কোটিতে স্যাম কারানকে কিনেও পার্সে ১২.২০ কোটি বাঁচাল পঞ্জাব
এই ম্যাচে কলম্বো স্টারস দলের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন চান্দিমাল। ৪০ বলে তিনি করেন ৪৯ রান। বোপারা ৩৩ বলে ৪৭ রান করেন। ৯ বলে ১৫ রান করেন নবি। আসালাঙ্কা ২৩ বলে ৩১ রান করেন। এরপরে জাফনা কিংসের হয়ে ব্যাট করতে নেমে গুরবাজ ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। আবিষ্কা ফার্নান্দো ৪৩ বলে করেন ৫০ রান। সাদিরা সামারাবিক্রমা ২৭ বলে ৪৪ রান করেন। তবে একটা সময়ে ১৫ ওভারে ১৪৬ রানে চার উইকেট থেকে ১৯ ওভারে সাত উইকেট হারিয়েছিল জাফনা কিংস। একটা সময়ে জয়ের জন্য চাপে পড়ে গিয়েছিল জাফনা কিংস। তবে শেষ পর্যন্ত বিনুরা ফের্নান্দো জয় নিশ্চিত করেন এবং দলকে চ্যাম্পিয়ন করেন।