বাংলা নিউজ > ময়দান > 'জাদুময় কণ্ঠ হৃদয় থাকবে', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ বাবর, শোয়েবরা

'জাদুময় কণ্ঠ হৃদয় থাকবে', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ বাবর, শোয়েবরা

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্দ বাবর আজম। (ছবি সৌজন্যে, টুইটার এবং পিটিআই)

রবিবার সকালে প্রয়াত হয়েছেন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ‘ভারতের নাইটি্ঙ্গল’-কে স্মরণ করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।

রবিবার টুইটারে বাবর বলেন, 'একটা সোনালী যুগের অবসান হল। তাঁর (লতা মঙ্গেশকর) জাদুময় কণ্ঠ এবং স্মৃতি লাখ-লাখ মানুষের হৃদয়ে জ্বলজ্বল করবে। এক অতুনীয় আইকন। শান্তিতে ঘুমান লতা মঙ্গেশকরজি।' একইসুরে শোয়েব বলেন, ‘২০১৬ সালে আমার শেষ ভারত সফরে তাঁর ((লতা মঙ্গেশকর)) সঙ্গে ফোনে কথা বলার সুযোগ হয়েছিল। মেহদি হাসান সাব এবং ম্যাডাম নুর জেহানের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছিলেন। দ্বিতীয় কোনও লতা মঙ্গেশকর হবেন না।’

রবিবার সকালে প্রয়াত হন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮ টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মুক্ত হয়েছিলেন 'ভারতের কোকিলকণ্ঠী'। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামধানি জানান, ‘মাল্টি অর্গ্যান ফেলিয়োরের জেরেই মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের। কোভিডে আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভরতি ছিলেন। করোনা মুক্ত হয়েছিলেন। কিন্তু করোনা পরবর্তী জটিলতার জেরে স্তব্ধ হল তাঁর যাত্রা।’

সেই খবরে পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। সরস্বতী পুজোর পরদিন ‘সুরের সরস্বতী’-র প্রয়াণে শোকস্তব্ধ পুরো দেশ। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। মোদী বলেন, ‘‌লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি, তা আমার কাছে সম্মান। ওঁর সঙ্গে যোগাযোগের স্মৃতি অবিস্মরণীয়। গোটা দেশের সঙ্গে আমিও লতা দিদির প্রয়াণে শোকাহত। ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওঁ শান্তি। গোটা দেশ আজ শোকস্তব্ধ।’‌ শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লেখেন, ‘ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম।’‌

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.