শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডের মাটিতে চলতি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে ভারতকে। নিজেদের শেষ গ্রুপে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলে ভারত চলে যেত সেমিফাইনালে। যা আর সম্ভব হল না মূলত প্রোটিয়া ব্যাটার লরা উলভার্টের অনবদ্য ব্যাটিংয়ে। তার ৮০ রানের দুরন্ত ইনিংস শুধুমাত্র ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল না। এই ইনিংসে ভর করে লরা উলভার্টও গড়ে ফেললেন এক বিরল নজির। মহিলা বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম ওপেনার ব্যাটার যিনি পাঁচটি অর্ধশতরান বা তার থেকেও বেশি রানের স্কোর করতে সক্ষম হলেন।
এদিন ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করতে সক্ষম হয়। ওপেনার স্মৃতি মন্ধানা ৭১ এবং শেফালি ভার্মা ৫৩ রানের দুই অসাধারণ ইনিংস খেলেন। প্রথম উইকেটে ভারতের শুরুটাও খুব ভাল হয়েছিল। ১৫ ওভারেই উঠেছিল ৯১ রান। তারপরেই আউট হন শেফালি বর্মা। পরবর্তীতে অধিনায়িকা মিতালি রাজ ৮৪ বলে ৬৮ এবং হরমনপ্রীত কৌর ৪৮ রান করেন। তবে শেষ দিকে তাড়াতাড়ি উইকেট হারানোর ফলে ভারত কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ১০-১৫ রান আগেই থেমে যায়।
জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার লি'র উইকেট কম রানে হারালেও। গুডঅল এবং লরা উলভার্টের জুটি দক্ষিণ আফ্রিকাকে টানতে থাকেন। ৭৯ বলে ৮০ রানের এক দুরন্ত ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন লরা। সেই ভিতের উপরে দাঁড়িয়েই প্রোটিয়াদের জয় সুনিশ্চিত করেন মিগনন ডুপ্রেজ। তিনি ৫৫ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আর ৮০ রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে লরা গড়ে ফেললেন এক বিরল নজির। আসুন একনজরে দেখে নেওয়া যাক ওপেনার হিসেবে একটি বিশ্বকাপে করা লরার পাঁচটি অর্ধশতরানের ইনিংসকে :
১) ৭৫ রান বনাম পাকিস্তান
২) ৭৭ রান বনাম ইংল্যান্ড
৩) ৬৭ রান বনাম নিউজিল্যান্ড
৪) ৯০ রান বনাম অস্ট্রেলিয়া
৫) ৮০ রান বনাম ভারত
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।