বাংলা নিউজ > ময়দান > Laver Cup: বিগ থ্রি অনুপস্থিত, তাও নাগাড়ে চতুর্থবার খেতাব জিতল টিম ইউরোপ

Laver Cup: বিগ থ্রি অনুপস্থিত, তাও নাগাড়ে চতুর্থবার খেতাব জিতল টিম ইউরোপ

লেভার কাপ জয়ী টিম ইউরোপের তারকারা। ছবি- টুইটার (@LaverCup)।

আন্দ্রে রুবলভ-আলেকজান্ডার জেরেভ জুটি নিজেদের ডাবলস ম্যাচ জিতে ইউরোপের জন্য খেতাব সুনিশ্চিত করেন।

গত বছর করোনার জেরে লেভার কাপ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর ফের স্বমহিমায় আয়োজিত হয় কিংবদন্তী রড লেভারের নামাঙ্কিত লেভার কাপ। টুর্নামেন্টের ধারা অব্য়াহত রেখে ফের একবার টিম ওয়াল্র্ডকে হারিয়ে বস্টনে কাপের দখল নিজেদের কাছেই রাখল টিম ইউরোপ।

এবারের টুর্নামেন্টে দেখা মেলেনি বিগ থ্রি রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচের। রজার-রাফা নিজের চোট সারাতে ব্যস্ত এবং জকোভিচও যুক্তরাষ্ট্র ওপেনে পরাজয়ের পর এই টুর্নামেন্টে নামেননি। তবে তাঁদের অনুপস্থিতিতে তরুণ তুর্কিদের সুবাদে টুর্নামেন্টে নিজেদের দাপট অব্যাহত রাখল টিম ইউরোপ। তিনদিনব্যাপী টুর্নামেন্টের শেষ দিনে চারটির মধ্যে যে কোন একটি ম্যাচ জিতলেও খেতাব তাদের নামে হয়ে যেত। এমন পরিস্থিতিতে আন্দ্রে রুবলভ এবং আলেকেজান্ডার জেরেভ নিজেদের ডাবলস ম্য়াচ জিতে খেতাব সুনিশ্চিত করেন।

রাইলি ওপেলকা এবং ডেনিস শাপাভালোভের জুটিকে জেরেভ-রুবলভ জুটি ৬-২, ৬-৭ (৪), ১০-৩ ব্যবধানে পরাজিত করেন। ফলে ১৪-১ স্কোরলাইনে খেতাব জেতে ইউরোপ। শুক্রবার প্রতিটা জয়ের জন্য লেভার কাপে এক পয়েন্ট, শনিবার দুই পয়েন্ট এবং রবিবারে তিন পয়েন্ট করে দেওয়া হয়। যে দল প্রথমে এইভাবে ১৩ পয়েন্টে পৌঁছাবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।

টুর্নামেন্টে দাপুটে জয়ের পর জেরেভ কোর্টেই সাক্ষাৎকারে জানান, ‘স্কোরলাইন ১৪-১ দেখালেও অনেক সময়ই দুই দিকেই এটা যেতে পারত। আমরা গোটা সপ্তাহ জুড়ে এই জয়ের জন্য প্রচুর খেটেছি। এর ফলে আমরা অনেকেই একে অপরকে ভাল করে চেনার সুযোগ পাই। পরের বছর লন্ডনের জন্য আর তর সইছে না।’ অপরদিকে, টিম ওয়াল্র্ডের নিক কির্গিয়স জানান এটিই তাঁর শেষ লেভার কাপ ছিল। অজি তারকা নিজের সিঙ্গেলস এবং ডাবলস, উভয় ম্যাচেই পরাজিত হন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন বৈদিক মন্ত্র পড়ে সমকামী বিয়ে মেনে নিল ভারতের এই প্রতিবেশী দেশ ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি Anti-aging Tips: ৫০ বছর বয়সেও আপনাকে ২৫ বছর বয়সী দেখাবে, এই টিপস মানুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.