বাবার দেখানো পথেই হাঁটছে লক্ষ্মীরতন শুক্লার ছেলে। ১২ বছরের অগস্ত্য শুক্লা এ বার সই করল মৌড়ি স্পোর্টিং ক্লাবে। সিএবি-র অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতার জন্য হাওড়ার মৌড়ির স্পোর্টিং ক্লাবে সই করানো হল লক্ষ্মীর ছেলেকে।
বাবা বাংলার তারকা ক্রিকেটার। সাফল্যের সঙ্গে তিনি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন বহু বছর। বাংলাকে নেতৃত্বও দিয়েছেন। জাতীয় দলের জার্সিতেও বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। আইপিএলেও লকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এখন তিনি কোচের ভূমিকায় রয়েছেন। বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ লক্ষ্মী।
আরও পড়ুন: অরুণ লালকে কোচ পদ থেকে সরানোর প্ল্যান নেই, দাবি সিএবি-র
২০১৫ সালে বাংলার হয়ে শেষ বার মাঠে নেমেছিলেন লক্ষ্মী। তাঁর প্রায় ২০ বছরের লম্বা ক্রিকেট কেরিয়ার। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৬২১৭ রান। রয়েছে ন’টি শতরানও। বল হাতে ১৭২টি উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ম্যাচে। অলরাউন্ডার হিসেবে দীর্ঘ দিন বাংলার দলকে সাফল্য এনে দিয়েছেন লক্ষ্মী।
মাঝে চুটিয়ে রাজনীতিও করেছেন তিনি। তবে এখন রাজনীতির পাট চুকিয়ে লক্ষ্মী ফের ক্রিকেটে মন দিয়েছেন। কোচ হয়ে। আর বাবার তত্ত্বাবধানে ছেলে অগস্ত্য ক্রিকেটে নিজের পথ চলা শুরু করল। তবে লক্ষ্মী চান, তাঁর বাচ্চা ছেলেটি এখন শুধুই মন দিয়ে ক্রিকেট খেলুক। কোনও রকম মাতামাতি চাইছেন না লক্ষ্মী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।