ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত প্রাক্তন টেনিস তারকা ক্রিস এভার্ট। শুক্রবার নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন কিংবদন্তি এই টেনিস তারকা। ৬৭ বছরের ক্রিস ইএসপিএন (ESPN)-এ জানান, গত মাসেই তিনি জানতে পারেন, তাঁর শরীরের বাসা বেঁধেছে ক্যানসার। তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই সপ্তাহ থেকেই কেমোথেরাপি শুরু করেছেন তিনি। ক্রিস বলেন, ‘আমি এতদিন জীবনটাকে বেশ ভালোভাবে উপভোগ করেছি। কিন্তু, এখন আমার সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। একটাই সান্ত্বনা যে, ক্যানসার যাতে আর ফিরে না আসে তার জন্য কেমোথেরাপি চলছে।’
উল্লেখ্য, ক্রিস এভার্টের বোন জিন এভার্টেরও ওভারিয়ান ক্যানসার ছিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ৬২ বয়সেই তিনি মারা যান। প্রত্যেককে সচেতন হওয়ার বার্তা দিয়ে এভার্ট বলেন, ‘নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন। রোগ নিয়ে পরিবারের ইতিহাস জানুন এবং শরীর সুস্থ রাখুন। শরীরে কোনও রকম পরিবর্তন লক্ষ্য করলে সেই সম্পর্কে সচেতন হন। কোনও ভাবেই অবহেলা করবেন না।’
ক্রিস এভার্ট এককভাবে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছেন তিনি। তাছাড়া, ১৯৯৫ সালে ইন্টারন্যাশনাল হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন। গত মাসে তার ক্যান্সার ধরা পড়ে এবং এই সপ্তাহ থেকে তার কেমোথেরাপি শুরু হয়। এভার্টের এই বার্তার পরে নেটিজেনরা কিংবদন্তি টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন। সকলেই এভার্টের দ্রুত আরোগ্য কামনা করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।