কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি ফের ধরা পড়লেন একই ফ্রেমে। বাইশ গজে দু'জনেই দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপ। আসলে, কপিল ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এমন কী বলিউড স্টার রণবীর সিং-ও এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
হরিয়ানার গুরুগ্রামে শুক্রবার এক আমন্ত্রণমূলক গলফের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ১৯৮৩ এবং ২০১১ সালে দেশকে ওডিআই বিশ্বকাপ দেওয়া দুই অধিনায়ক। গলফের প্রতি কপিলের ভালোবাসা সর্বজনবিদিত। কপিলের মতোই গলফ খেলতে পছন্দ করেন জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কও এমএস ধোনিও। সুযোগ পেলেই গলফ খেলেন তিনি। প্রসঙ্গত, কপিলের নেতৃত্বে ১৯৮৩ ওডিআই বিশ্বকাপ এবং ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।
ধোনির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল লিখেছেন, ‘ক্রিকেটারেরা যখন গলফারে পরিণত হয়ে যায়।’ এই পোস্ট দেখে বেশ খুশি নেটিজেনরা।

অতীতেও প্রাক্তন ক্রিকেটার কেদার যাদবের সঙ্গে গলফ কোর্সে দেখা গিয়েছে ধোনিকে। ২০১৯ সালে তিনি প্রাক্তন সিএসকে ক্রিকেটার যাদব এবং কপিলের সঙ্গেই একটি গলফের কোর্সে হাজির ছিলেন মাহি।
আরও পড়ুন: ধোনিকে অভিশাপ দিই- ইরফানের হয়ে সরব ভক্ত, মন জয় করা উত্তর ভারতের প্রাক্তনীর
আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ধোনির গলফের শট নিচ্ছেন। আর সেই শটটি তাঁর ব্যাটিংয়ের মতোই একেবারে নিখুঁত শট ন।
রণবীর সিং লিখেছেন 'ওয়াও'
কপিল গলফ কোর্স থেকে তাঁর ছবি আপলোড করার পরপরই বলিউড অভিনেতা রণবীর সিং প্রতিক্রিয়া জানান। রণবীর হার্ট ইমোজি দিয়ে 'ওয়াও' মন্তব্য করেছেন। এই মাসের শুরুতেই কপিল এবং এমএস ধোনি উভয়েই কার্লোস আলকারাজ গার্সিয়া এবং জানিক সিনারের মধ্যে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন। আর্থার অ্যাশে স্টেডিয়ামের স্ট্যান্ডে দেখা গিয়েঠিল কপিল ও ধোনিকে। প্রসঙ্গত, গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় দীর্ঘতম টাই হিসেবে যে ম্যাচটি ইতিহাসে লেখা থাকবে, সেটিই উপভোগ করেছিলেন দুই বিশ্বজয়ী অধিনায়ক। ৫ ঘন্টা ১৫ মিনিট ধরে চলেছিল ম্যাচের লড়াই। আর এ বার একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছে দু'জনকে।
আরও পড়ুন: দীপ্তির মতো বিতর্কে জড়িয়েছিলেন কপিলও, দিলেন সহজ সমাধান সূত্র
দীপ্তি শর্মা বিতর্কে কপিলও বিবৃতি দিয়েছেন
ইংল্যান্ডের বিরুদ্ধে চার্লি ডিনের রান আউটের কারণে বিতর্কিত দীপ্তি শর্মা বিতর্কে কপিল দেবও তাঁর মতামত প্রকাশ করেছিলেন। ইংল্যান্ডের চার্লি ডিনকে মানকাড আউট করাকে ঘিরে দীপ্তিকে নিয়ে বিতর্ক এখনও শেষ হচ্ছে না। এই প্রসঙ্গ কপিল বলেন, ‘এমন পরিস্থিতিতে, প্রতি বার তীব্র বিতর্কের পরিবর্তে আমি অনুভব করি - একটি সহজ নিয়ম থাকা উচিত। ব্যাটসম্যানদের তাদের রান থেকে বঞ্চিত করা উচিত। এটিকে শর্ট রান হিসাবে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এটি একটি ভালো সমাধান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।