ইডেনে ১৬ সেপ্টেম্বর ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রকেটের নতুন মরশুম। যদিও চার দলের মূল টুর্নামেন্ট শুরু হবে পরের দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে।
মোট চারটি শহরে অনুষ্ঠিত হবে চার দলের এই টি-২০ টুর্নামেন্ট। ইন্ডিয়া ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, মনিপাল টাইগার্স ও ভিলওয়ারা কিংস, এই চারটি দল অংশ নেবে এবছর লেজেন্ডস লিগ ক্রিকেটে। চার দলের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন যথাক্রমে গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং ও ইরফান পাঠান।
খাতায়-কলমে সব দলকেই তুল্যমূল্য দেখাচ্ছে। তবে তারকার উপস্থিতির নিরিখে বীরেন্দ্রে সেহওয়াগের গুজরাত জায়ান্টসের জৌলুস কিছুটা বেশি। টুর্নামেন্ট শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক চার দলের হয়ে কোন কোন তারকা মাঠে নামবেন।
ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড: গৌতম গম্ভীর (ক্যাপ্টেন), ফারভেজ মাহরুফ, জ্যাক কালিস, জন মুনি, রজত ভাটিয়া, রবি বোপারা, মিচেল জনসন, লিয়াম প্লাঙ্কেট, মাশরাফি মোর্তাজা, পঙ্কজ সিং, আসগর আফগান, হ্যামিল্টন মাসাকাদজা, রস টেলর, দীনেশ রামদিন (উইকেটকিপার), প্রসপার উতসেয়া ও প্রবীণ তাম্বে।
গুজরাত জায়ান্টস স্কোয়াড: বীরেন্দ্র সেহওয়াগ (ক্যাপ্টেন), ক্রিস গেইল, ড্যানিয়েল ভেত্তোরি, এল্টন চিগুম্বুরা, যোগিন্দর শর্মা, কেভিন ও'ব্রায়েন, স্টুয়ার্ট বিনি, মিচেল ম্যাকক্লেনাঘান, অশোক দিন্দা, ক্রিস ট্রেমলেট, লেন্ডল সিমন্স, রিচার্ড লেভি, মানবিন্দর বিসলা (উইকেটকিপার), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), অজন্তা মেন্ডিস ও গ্রেম সোয়ান।
মনিপাল টাইগার্স স্কোয়াড: হরভজন সিং (ক্যাপ্টেন), দিমিত্রি মাসকারেনহাস, লান্স ক্লুজনার, ভিআরভি সিং, রায়ান সাইডবটম, ব্রেট লি, পরবিন্দর আওয়ানা, মহম্মদ কাইফ, রীতেন্দর সোধি, ফিল মাস্টার্ড (উইকেটকিপার), রমেশ কুলুবিতরানা (উইকেটকিপার), মুথাইয়া মুরলিধরন, ড্যারেন স্যামি, কোরি অ্যান্ডারসন ও ইমরান তাহির।
ভিলওয়ারা কিংস স্কোয়াড: ইরফান পাঠান (ক্যাপ্টেন), সমিত প্যাটেল, শেন ওয়াটসন, টিম ব্রেসনান, ইউসুফ পাঠান, ফিডেল এডওয়ার্ডস, টিনো বেস্ট, সুদীপ ত্যাগী, এস শ্রীসন্ত, নিক কম্পটন, ওয়েস শাহ, উইলিয়াম পটারফিল্ড, ম্যাট প্রায়র (উইকেটকিপার), নমন ওঝা (উইকেটকিপার) ও মন্টি পানেসর।