বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket 2022: যোধপুরে মরু ঝড় শেন ওয়াটসনের,পার্থিবের গুজরাটকে হারিয়ে ফাইনালে ইরফানরা

Legends League Cricket 2022: যোধপুরে মরু ঝড় শেন ওয়াটসনের,পার্থিবের গুজরাটকে হারিয়ে ফাইনালে ইরফানরা

শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ইরফান পাঠানের ভিলওয়ারা।

রবিবার রাতে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে ভিলওয়ারা কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। ভিলওয়ারা কিংস এই ম্যাচে খুব অল্পের জন্য হেরে গিয়েছিল। তবে সোমবার রাতে এলিমিনেটরে গুজরাট জায়ান্টসকে হারিয়ে ফাইনালে ওঠে ভিলওয়ারা কিংস। ফাইনালে ইন্ডিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে।

লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সোমবার পার্থিব প্যাটেলের গুজরাট জায়ান্টসকে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভিলওয়ারা কিংস। ফাইনালে তারা ইন্ডিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে।

রবিবার রাতে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে ভিলওয়ারা কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। ভিলওয়ারা কিংস এই ম্যাচে খুব অল্পের জন্য হেরে গিয়েছিল। তবে সোমবার রাতে এলিমিনেটরে গুজরাট জায়ান্টসকে হারিয়ে ফাইনালে ওঠে ভিলওয়ারা কিংস।

আরও পড়ুন: ইউসুফের গায়ে হাত তোলার বড় শাস্তি পেলেন না জনসন, শুধু জরিমানা আর সতর্ক করা হল

টসে জিতে ব্যাট করতে নেমে ক্রিস গেইল (৩ বলে ৫ রান) এবং পার্থিব প্যাটেলের (৫ বলে ৯ রান) উইকেট দ্রুত হারায় গুজরাট। স্বাভাবিক ভাবেই দল চাপে পড়ে যায়। তবে তিলকরত্নে দিলশনের ২৬ বলে ৩৬ এবং যশপাল সিংয়ের ৩৫ বলে ৪৩ রানের হাত ধরে প্রাথমিক চাপ সামলায় গুজরাট জায়ান্টস। পরে কেভিন ও'ব্রায়েন ২৪ বলে ৪৫ রান করে গুজরাটকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। আটে নেমে জীবন মেন্ডিস ১০ বলে ২৪ রান করেন। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ করে গুজরাট জায়ান্টস।

ভিলওয়ারার শ্রীসন্থ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ফিদেল এডওয়ার্ডস, মন্টি পানেসর, রাহুল শর্মা, সুদীপ ত্যাগী, টিম ব্রেসনান।

আরও পড়ুন: শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লেজেন্ডস লিগ থেকে ছিটকে গেলেন হরভজনরা

১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভিলওয়ারার দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড এবং মর্নে ভ্যান উইক শুরু থেকেই ঝড় তুলেছিলেন। ১৮ বল ৩১ করেন ভ্যান উইক। ৪৩ বলে ৬০ করেন পোর্টারফিল্ড। তবে শেন ওয়াটসনের ২৪ বলে অপরাজিত ঝড়ো ৪৮-ই ফাইনালে পৌঁছে দেয় ভিলওয়ারাকে। ২টি চার এবং ৫টি ছক্কার সৌজন্য় ২০০ স্ট্রাইকরেট নিয়ে চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন ওয়াটসন। যার সুবাদে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় ইরফান পাঠানের টিম। এ ছাড়াও ইউসুফ পাঠান ১১ বলে ২১ করেন। ১৩ বলে ২৩ করেন ইরফান পাঠান। ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ভিলওয়ারা।

গুজরাট জায়ান্টসের শ্রীসন্থ অরবিন্দ ২ উইকেট নিয়েছেন। এ ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন কেপি আপান্না এবং গ্রেম সোয়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.