দিল্লিতে শনিবার বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হয়নি। ফলে রবিবার লেজেন্ডস লিগের সপ্তম ম্যাচ কিছুটা জলদি শুরু করেন উদ্য়োক্তারা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে গুজরাট জায়ান্টস দল। রান তাড়া করতে নেমে হাতে ৬ উইকেট নিয়ে ৭ বল বাকি থাকতেই খুব সহজে ম্যাচ জিতে যায় ইন্ডিয়া ক্যাপিটালস দল। লিগ টপার গুজরাটকে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল তারা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট দল দুরন্ত শুরু করে। আয়ারল্যান্ড প্রাক্তন তারকা কেভিন ওব্রায়েনের সঙ্গে এদিন ইনিংস ওপেন করেন শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার তিলকরত্নে দিলশান। ৫.১ ওভারেই গুজরাটের বোর্ডে উঠে গিয়েছিল ৪৭ রান। ১৩ বলে ২৩ রানের ধুন্ধুমার ইনিংস খেলে আউট হয়ে যান কেভিন ওব্রায়েন। ওই ৪৭ রানেই পতন ঘটে দ্বিতীয় উইকেটের। কোন রান না করেই আউট হন লেন্ডল সিমন্স। এরপর গুজরাটের মিডল অর্ডার ব্যাটিং কার্যত খেই হারায়। তা সত্ত্বেও একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন দিলশান। থিসারা পেরেরা ৫,মনবিন্দর বিসলা ০,রিচার্ড লেভি ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে চাপে পড়ে যায় গুজরাট। দিলশান ৫৯ বলে ৭৫ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গত দেন গ্রেম সোয়ান। ২০ বলে ২৬ রান করেন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করতে সমর্থ হয় গুজরাট।ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন প্রবীন তাম্বে এবং অ্যাসলে নার্স।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়া ক্যাপিটালস। তাদের শুরুটা দুর্দান্ত ছন্দে হয়। আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন সলমন মায়ার এবং গৌতম গম্ভীর। ১১ বলে ১৪ রান করে দলীয় ৪৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান গৌতম গম্ভীর। ২৩ বলে ৪১ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন জিম্বাবোয়ের মায়ার। অপর জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হ্যামিলটন মাসাকাডজা এদিন দুরন্ত একটি অর্ধশতরানে দলের জয় নিশ্চিত করেন। ৩৪ বলে ৫০ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ১টি ছয়ে। ফলে ৭ বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে সহজ জয় তুলে নিল ইন্ডিয়া ক্যাপিটালস। গুজরাটের হয়ে অজন্তা মেন্ডিস ২৬ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট। এই জয়ের ফলে ৩ ম্যাচ শেষে পাচ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল গুজরাট। আর সমসংখ্যক ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের পয়েন্ট দাড়াল ৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।