LLC T20: ৪০ বলে ৮০, ইউসুফ পাঠানের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেলেন শোয়েব আখতাররা
Updated: 21 Jan 2022, 12:08 AM IST- ইউসুফ ও ইরফান, দুই পাঠান ভাই এশিয়া লায়ন্সের বিরুদ্ধে ম্যাচ জেতালেন ইন্ডিয়া মহারাজাসকে।
ফের ব্যাট-বল হাতে মাঠে ফিরছেন সাম্প্রতিক অতীতের মহাতারকারা। সেহওয়াগ, যুবরাজ, আফ্রিদি, আখতারদের লড়াই দেখতে কে না পছন্দ করবেন! লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজস সম্মুখসমলে এশিয়ান লেজেন্ডসের। ইরফান ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
এশিয়া লায়ন্সের ৭ উইকেটে ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাহারাজাস ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেট জয় নিশ্চিত করে মহারাজাস। ইউসুফ পাঠান ৮০, মহম্মদ কাইফ অপরাজিত ৪২, নমন ওঝা ২০, স্টুয়ার্ট বিনি ১০ ও ইরফান পাঠান ১০ বলে অপরাজিত ২১ রান করেন। লায়ন্সের হয়ে ১টি করে উইকেট নেন শোয়েব আখতার ও উমর গুল।
১৯ ওভারেই স্কোর লেভেল করে ফেলে ইন্ডিয়া মহারাজাস। তাদের স্কোর ৪ উইকেটে ১৭৫। সুতরাং শেষ ওভারে জিততে মাত্র ১ রান দরকার ইন্ডিয়ার।
১৬.৫ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ইউসুফ পাঠান। ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮০ রান করে ক্রিজ ছাড়েন পাঠান। ইন্ডিয়া মহারাজাস ১৫১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইরফান পাঠান। জয়ের জন্য ৩ ওভারে ২৪ রান দরকার ইন্ডিয়ার। মুরলিধরন ৪ ওভারে ৩২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।
১৩.৩ ওভারে মহম্মদ হাফিজকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইউসুফ পাঠান। মাত্র ২৮ বলেই ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। ১৫ ওভার শেষে ইন্ডিয়া মাহারাজাস ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৪৪ রান। ইউসুফ ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৪ রান করেছেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩২ রান করেছেন মহম্মদ কাইফ। শোয়েব আখতার ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।
১০ ওভার শেষে ইন্ডিয়া মাহারাজাস ৩ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে। ইউসুফ পাঠান ১১ বলে ২৪ রান করেছেন। ২১ বলে ২৩ রান করেছেন মহম্মদ কাইফ।
৬.১ ওভারে নমন ওঝাকে বোল্ড করেন উমর গুল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২০ রান করেন ওঝা। ইন্ডিয়া মহারাজাস ৩৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ইউসুফ পাঠান। প্রথম বলেই তিনি চার মারেন। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলে ফের চার মারেন ইউসুফ। গুলের ওভারে ১৬ রান ওঠে। ৭ ওভারে ইন্ডিয়ার স্কোর ৫০/৩।
৩.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন বদ্রিনাথ। ২ বলে খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইন্ডিয়া ২৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ কাইফ।
২.৬ ওভারে শোয়েব আখতারের বলে থরঙ্গার হাতে ধরা পড়েন স্টুয়ার্ট বিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১০ রান করেন বিনি। ইন্ডিয়া মহারাজাস ১৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বদ্রিনাথ।
ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন স্টুয়ার্ট বিনি ও নমন ওঝা। লায়ন্সের হয়ে বোলিং শুরু করেন শোয়েব আখতার। প্রথম ওভারে ৬ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন কুলশেখরা। ওভারে মাত্র ১ রান ওঠে। ২ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ৭/০।
এশিয়ান লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ইন্ডিয়া মহারাজাসের দরকার ১৭৬ রান। লায়ন্সের হয়ে থরঙ্গা ৬৬, মিসবা ৪৪, আকমল ২৫, হাফিজ ১৬, আজহার মেহমুদ এপরাজিত ৮, দিলশান ৫, উমর গুল ৪ ও মহম্মদ ইউসুফ ১ রান করেন। ইন্ডিয়া মহারাজাসের হয়ে গোনি ৪৫ রানে ৩ উইকেট নেন। ইরফান নিয়েছেন ২২ রানে ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন বিনি ও মুনাফ।
১৬.২ ওভারে মুনাফ প্যাটেলের বলে বেনুগোপালের হাতে ধরা পড়েন উপুল থরঙ্গা। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন তিনি। এশিয়ান লায়ন্স ১৩৩ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আজহার মেহমুদ। ১৭ ওভার শেষে এশিয়ান লায়ন্সের স্কোর ১৪০/৫। মিসবা ২১ রানে ব্যাট করছেন।
১৪.১ ওভারে গোনিকে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উপুল থরঙ্গা। ৩৮ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। আপাতত ১৬ ওভার শেষে এশিয়ান লায়ন্স ৪ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। থরঙ্গা ৬৬ ও মিসবা ১৪ রানে ব্যাট করছেন।
হাফিজকে ফেরানোর পর একই ওভারের মহম্মদ ইউসুফকে ফিরিয়ে দেন ইরফান। ২ বলে ১ রান করে নমন ওঝার দস্তানায় ধরা পড়েন ইউসুফ। ৭৯ রানে ৪ উইকেট হারায় এশিয়ান লায়ন্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিসবা। ১০ ওভারে এশিয়ান লায়ন্সের স্কোর ৮০/৪। থরঙ্গা ২৯ রানে ব্যাট করছেন।
৯.১ ওভারে ইরফান পাঠানের বলে মুনাফ প্যাটেলের হাতে ধরা পড়েন হাফিজ। বল হাতে নিয়েই সাফল্য পেলেন ইরফান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন হাফিজ। ৭৭ রানে ৩ উইকেট হারায় এশিয়ান লায়ন্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ।
৫.২ ওভারে গোনির বলে বাদানির হাতে ধরা পড়েন আকমল। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রান করে ক্রিজ ছাড়েন পাক তারকা। এশিয়ান লায়ন্স ৪৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাফিজ। ৬ ওভারে এশিয়ান লায়ন্সের স্কোর ২ উইকেটে ৫৬ রান।
৫ ওভার শেষে এশিয়ান লায়ন্সের স্কোর ১ উইকেটে ৪১ রান। কামরান আকমল ১৫ বলে ১৯ রান করেছেন। থরঙ্গা করেছেন ১২ বলে ১৬ রান। আকমল ৩টি চার মেরেছেন। থরঙ্গা ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। বিনি ৩ ওভারে ২৮ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। মুনাফ প্যাটেল ২ ওভার বল করে ১৩ রান খরচ করেছেন। কোনও উইকেট নিতে পারেননি তিনি।
প্রথম ওভারের পঞ্চম বলে দিলশানকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়াল স্টুয়ার্ট বিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন দিলশান। ক্রিজে নতুন ব্যাটসম্যান উপুল থরঙ্গা। ১ ওভারে এশিয়ান লেজেন্ডসের স্কোর ১০/১।
এশিয়ান লেজেন্ডসের হয়ে ওপেন করতে নামেন দিলশান ও আকমল। ইন্ডিয়া মহারাজাসের হয়ে বোলিং শুরু করেন স্টুয়ার্ট বিনি। প্রথম বলে বাউন্ডারি মারেন দিলশান। দ্বিতীয় বলে ১ রান নেন। তৃতীয় বলে চার মারেন আকমল। চতুর্থ বলে ১ রান নেন তিনি। ৪ বলে ১০ রান তোলে এশিয়ান লেজেন্ডস।
উপুল থরঙ্গা, তিলকরত্নে দিলশান, কামরান আকমল (উইকেটকিপার), মহম্মদ ইউসুফ, মিসবা উল হক (ক্যাপ্টেন), আজহার মেহমুদ, মহম্মদ হাফিজ, নুয়ান কুলশেখরা, শোয়েব আখতার, মুথাইয়া মুরলিধরন ও উমর গুল।
নমন ওঝা (উইকেটকিপার), এস বদ্রিনাথ, হেমাঙ্গ বাদানি, বেনুগোপাল রাও, মহম্মদ কাইফ (ক্যাপ্টেন), ইউসুফ পাঠান, স্টুয়ার্ট বিনি, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, মনপ্রীত গোনি ও মুনাফ প্যাটেল।
লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে টস জিতলেন ইন্ডিয়া মহারাজাস-এর ক্যাপ্টেন মহম্মদ কাইফ। টস জিতে তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান এশিয়ান লায়ন্সকে। সুতরাং, রান তাড়া করবে ইন্ডিয়া মহারাজাস।