বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket: হরভজনদের বিপদে ফেলে লেজেন্ডস লিগের প্লে-অফে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস

Legends League Cricket: হরভজনদের বিপদে ফেলে লেজেন্ডস লিগের প্লে-অফে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস

প্লে-অফে গম্ভীরের দল। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

India Capitals vs Manipal Tigers: মনিপাল টাইগার্সকে হারিয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে ইন্ডিয়া ক্যাপিটালস। তারা প্রথম দল হিসেবে টুর্নামেন্টের প্লে-অফের যোগ্যতা অর্জন করে।

প্রথম দল হিসেবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে-অফে জায়গা করে নিল ইন্ডিয়া ক্যাপিটালস। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ক্যাপিটালস লিগের দশম ম্যাচে ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দেয় হরভজন সিংয়ের মনিপাল টাইগার্সকে।

কটকে টস জিতে টাইগার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় ক্যাপিটালস। টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন জেসি রাইডার ও মহম্মদ কাইফ।

পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া ক্যাপিটালস ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান তুলে নেয়। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন হ্যামিল্টন মাসাকাদজা।

মনিপাল টাইগার্সের হয়ে ওপেন করতে নেমে জেসি রাইডার ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৫৬ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া মহম্মদ কাইফ করেন ৬৭ রান। ৪৮ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তাইবু ৫, কোরি অ্যান্ডারসন ৪ ও হরভজন ১ রান করেন।

আরও পড়ুন:- পিঠের চোট এড়াতে পারবেন না বুমরাহ, বছরখানেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আখতার, ভাইরাল পুরনো ভিডিয়ো

ক্যাপিটালসের হয়ে লিয়াম প্লাঙ্কেট ও রজত ভাটিয়া ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন মিচেল জনসন।

ক্যাপিটালস জবাবে ব্যাট করতে নামলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন মাসাকাদজা। ৩৯ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া সলোমন মায়ের ২৮, গৌতম গম্ভীর ১৫, রস টেলর ২৯ ও অ্যাশলে নার্স অপরাজিত ২১ রান করেন। ক্রিস মফু, দিলহারা ফার্নান্ডো ও মুরলিধরন ১টি করে উইকেট নেন। উইকেট পাননি ভাজ্জি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মাসাকাদজা।

আরও পড়ুন:- 'গাভাসকর সমর্থন করছেন মানে আমার মধ্যে নিশ্চই কিছু আছে', দাবি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়া ভারতীয় তারকার

এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে যায় ক্যাপিটালস। বিপদ বাড়ে হরভজনদের। ৫ ম্যাচে টাইগার্সের সংগ্রহ ৩ পয়েন্ট। লিগের শেষ ম্যাচে ফের গম্ভীরদের বিরুদ্ধেই মাঠে নামবেন ভাজ্জিরা। সেই ম্যাচ জিতলে নেট রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে টাইগার্সের সামনে। অবশ্য ভিলওয়ারা কিংস ও গুজরাট জায়ান্টসের মধ্যে লিগের ম্যাচটি যদি ভেস্তে যায় এবং দু'দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়, তবে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যেতে হবে হরভজনদের। গুজরাট জায়ান্টস ও ভিলওয়ারা কিংস উভয় দলই ৫টি করে ম্যাচ খেলে ৫ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

বন্ধ করুন