বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket: শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লেজেন্ডস লিগ থেকে ছিটকে গেলেন হরভজনরা

Legends League Cricket: শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লেজেন্ডস লিগ থেকে ছিটকে গেলেন হরভজনরা

লিগের শেষ ম্যাচে হার ইন্ডিয়া ক্যাপিটালসের। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

India Capitals vs Manipal Tigers: লেজেন্ডস লিগ ক্রিকেটের চূড়ান্ত পয়েন্ট টেবিলে চোখ রাখুন, দেখে নিন কারা কবে প্লে-অফ খেলতে নামবে।

চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের শেষ লিগ ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নেয় মনিপাল টাইগার্স। বড় রান তাড়া করে ম্য়াচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় হরভজন সিংদের।

ইন্ডিয়া ক্যাপিটালস আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিল। প্লে-অফে পৌঁছে গিয়েছিল ভিলওয়ারা কিংসও। শবিবার লিগের শেষ ম্যাচে ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারালে নেট রান-রেটের নিরিখে গুজরাট জায়ান্টসকে টপকে প্লে-অফে যাওয়ার সুযোগ ছিল মনিপাল টাইগার্সের সামনে। শেষমেশ হরভজনরা ম্যাচ জিতলেও নেট রান-রেটে গুজরাটের কাছে পিছিয়ে পড়তে হয়।

লিগের শেষ ম্যাচে টস জিতে ক্যাপিটালসকে শুরুতে ব্যাট করতে পাঠান মনিপাল দলনায়ক হরভজন। গৌতম গম্ভীর মাঠে নামেননি। তাঁর বদলে ক্যাপিটালসকে নেতৃত্ব দেন রস টেলর।

প্রথমে ব্যাট করে ইন্ডিয়া ক্যাপিটালস ২ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। হ্যামিল্টন মাসাকাদজা ৩৫ বলে ৬০ রান করেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ১ রান করে অবসৃত হন সলোমন মায়ের। ৫১ বলে ৬৪ রান করে রান-আউট হন দীনেশ রামদিন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩১ বলে ৫১ রান করে নট-আউট থাকেন রস টেলর। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নেন কোরি অ্যান্ডারসন।

আরও পড়ুন:- India Legends vs Sri Lanka: ফের শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস

জবাবে ব্যাট করতে নেমে মনিপাল টাইগার্স একেবারে শেষ বলে চার মেরে ম্যাচ জেতে। তারা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। রিকার্ডো পাওয়েল ৯৬ রান করে আউট হন। ৫২ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৭টি ছক্কা মারেন।

এছাড়া মহম্মদ কাইফ ২৬ ও কোরি অ্যান্ডারসন ৩৯ রান করেন। ২টি করে উইকেট নেন জন মুনি ও প্রবীণ তাম্বে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পাওয়েল।

আরও পড়ুন:- Jasprit Bumrah's Fitness Update: বুমরাহর ফিটনেস নিয়ে আপডেট দিলেন রাহুল দ্রাবিড়, কোচের কথায় রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত

লেজেন্ডস লিগ ক্রিকেটের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
১. ইন্ডিয়া ক্যাপিটালস: ৬ ম্যাচে ৭ পয়েন্ট (+১.০০১)
২. ভিলওয়ারা কিংস: ৬ ম্যাচে ৭ পয়েন্ট (-০.১৪২)
৩. গুজরাট জায়ান্টস: ৬ ম্যাচে ৫ পয়েন্ট (-০.৩৬৬)
৪. মনিপাল টাইগার্স: ৬ ম্যাচে ৫ পয়েন্ট (-০.৪৬৭)

কারা প্লে-অফের যোগ্যতা অর্জন করে:
লিগ টেবিলের প্রথম ৩টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করে। প্রথম ২টি দল ইন্ডিয়া ক্যাপিটালস ও ভিলওয়ারা কিংস রবিবার কোয়ালিফায়ারে মাঠে নামবে। যারা জিতবে, সরাসরি ফাইনালের টিকিট হাতে পাবে। কোয়ালিফায়ারে যারা হারবে, তারা সোমবার পয়েন্ট টেবিলের তিন নম্বর দল গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে মাঠে নামবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.