দ্বিতীয় দিনে দুরন্ত খেললেন পন্ত। বল হাতে চমক দেখালেন শামি,সিরাজ, জাদেজা ও শার্দুল। তবে দ্বিতীয় দিনে ওপেন করতে এলেন না রোহিত। বল করতে দেখা গেল না বুমরাহকে।
ছন্দে রয়েছেন কেএস ভরত
প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দারুণ খেললেন কেএস ভরত। প্রথম ইনিংসে যেখানে খেলা ছেড়ে ছিলেন দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই খেলার শুরু করলেন। এদিন ওপেন করলেন এবং ৫৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেললেন। প্রথম ইনিংসে ভরত ১১১ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন। এখনও ম্যাচে নট আউট রয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষ
ভারতের স্কোর ৮০/১ রান। কেএস ভরত করেছেন ৫৯ বলে ৩১ রান। হনুমা বিহারী করেছেন ১৬ বলে ৯ রান। ভারত ৮২ রানে এগিয়ে রয়েছে।
বুমরাহের জায়গায় কি সাইনি
অনুশীলন ম্যাচের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহকে এখনও পর্যন্ত বল করতে দেখা গেল না। তবে তার জায়গায় নবদ্বীপ সাইনিকে লেস্টারশায়ারের হয়ে ব্যাট করতে দেখা গেল।
তিন নম্বরে নামলেন বিহারী
শুভমন গিল আউট হতে তিন নম্বরে ব্যাট করতে নামলেন হনুমা বিহারী। রোহিত শর্মাকে ব্যাট করতে নামতে দেখা গেল না।
ভারতের প্রথম উইকেটের পতন
শুভমন গিলকে আউট করলেন নবদ্বীপ সাইনি। ৩৪ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ১৩.১ ওভারে ভারতের স্কোর ৬২/১ রান।
ভারতের স্কোর ১১ ওভারে ৫৯/০ রান
৩৪ বলে ২১ রান করে ক্রিজে রয়েছেন কেএস ভরত এবং ৩২ বলে ৩৭ রান করে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভমন গিল। ৬১ রানে এগিয়ে রয়েছে ভারত।
ভারতের স্কোর ৬ ওভারে ৪০/০ রান
ঝড়ের গতিতে রান করছেন কেএস ভরত ও শুভমন গিল। মাত্র ৬ ওভারে ৪০ রান করল টিম ইন্ডিয়া। ৪২ বলে ৪০ রানের পার্টনারশিপ করলেন গিল ও ভরত। ১৮ বলে ২৪ রান করেছেন শুভমন গিল এবং ২৪ বলে ১৫ রান করেছেন কেএস ভরত। একেবারে সাদা বলের ম্যাচ খেলছেন তারা। প্রতি ওভার পিছু প্রায় ৫.৪৫ রান করেছে ভারতের এই দুই ওপেনার।
ভারতেরইনিংসের শুরুতেই ভরত
২ রানে এগিয়ে থেকে ইনিংসের শুরু করল ভারত। তবে রোহিত শর্মার বদলে দ্বিতীয় ইনিংসে গিলের সঙ্গে ব্যাট করতে নামলেন কেএস ভরত।
২৪৪ রানেই শেষ লেস্টারশায়ারের প্রথম ইনিংস
সাকান্দেকে বোল্ড করে লেস্টারশায়ারের প্রথম ইনিংসের সমাপ্তি করেন টিম ইন্ডিয়ার শার্দুল ঠাকুর।
লেস্টারশায়ারের নবম উইকেটের পতন
ম্যাচের দ্বিতীয় দিনে তৃতীয় উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। ন্যাথান বাওলেকে ১৭ রানে আউট করলেন জাদেজা। ৫৬ ওভারে লেস্টারশায়ারের স্কোর ২৩৯/৯ রান। প্রথম ইনিংসে ভারতের থেকে সাত রান পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের দল।
মাত্র ২৫ রানে পিছিয়ে লেস্টারশায়ার
প্রথম ইনিংসে এখনও পর্যন্ত মাত্র ২৫ রানে পিছিয়ে রয়েছে লেস্টারশায়ার। ৪৯ ওভারে শেষে লেস্টারশায়ারের সংগ্রহ ২২১/৭ রান।
আবার বৃষ্টি শুরু হল, খেলা বন্ধ
দ্বিতীয় দিনের ৪৮ ওভার শুরু আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। তখন বল করতে শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময়ে বৃষ্টি আসে, তখনই পিচে ঢেকে দেওয়া হয়। এই মুহূর্তে লেস্টারশায়ারের স্কোর ২১৩/৭ রান। আর মাত্র ৩৩ রান পিছিয়ে রয়েছে তারা।
আউট হলেন ঋষভ পন্ত
৮৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে বড় হিট করতে গিয়ে ক্যাচ আউট হলেন ঋষভ পন্ত। ৪৫.৩ ওভারে জাদেজার শিকার হন পন্ত। লেঙ্কারশায়ারের স্কোর ২০৮/৭
চার মেরে পঞ্চাশ করলেন পন্ত
চার মেরে পঞ্চাশ করলেন ঋষভ পন্ত। ৭৮ বলে তিনি করলেন ৫৭ রান। লেস্টারশায়ারের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি যেন একাই লড়াই করলেন। চল্লিশ ওভার শেষে লেস্টারশায়ারের স্কোর ১৭০/৬ রান।
লেস্টারশায়ারের ষষ্ঠ উইকেটের পতন
ম্যাচে প্রথম উইকেটের শিকার করলেন শার্দুল ঠাকুর। স্যাম ব্যাটেসকে আউট করলেন তিনি। ব্যাক্তিগত আট রান করে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্যাম। লেস্টারশায়ারের স্কোর ১৩৮/৬ রান। ক্রিজে লড়া
ঋষি প্যাটেলকে আউট করলেন শামি
৪৬ বলে ব্যাক্তিগত ৩৪ রান করে হনুমা বিহারীর হাতে ক্যাচ দিয়ে মহম্মদ শামির শিকার হলেন ঋষি প্যাটেল। ১২৯ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হল লেস্টারশায়ারের। এদিন ম্যাচে নিজের তিন নম্বর উইকেটটি তুলে নিলেন শামি। প্রথম ইনিংসে ভারতের থেকে ১১৬ রানে পিছিয়ে রয়েছে লেস্টারশায়ার।
১০০ রান টপকাল লেস্টারশায়ার
ঋষভ পন্ত ও ঋষি প্যাটেলের জুটিতে ১০০ রান ক্রস করল লেস্টারশায়ার। ২৬ ওভারে লেস্টারশায়ারের স্কোর ১০৬/৪ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ব্রেকের পরে আবার শুরু হল খেলা।
২৫ ওভারে লেস্টারশায়ারের স্কোর ৯৭/৪
৭১ রানে চার উইকেট হারান পরে লেস্টারশায়ারের ইনিংস সাবধানে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ পন্ত ও ঋষি প্যাটেল। দুজনেই দারুণ ছন্দে ব্যাটিং করছেন। ৩৬ বলে অপরাজিত ২২ রান করেছেন ঋষভ পন্ত। ২৮ বলে ২০ রান করে ব্যাট করছেন ঋষি প্যাটেল।
দ্বিতীয় উইকেট পেলেন মহম্মদ সিরাজ
জোয়ে এভিনসনকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ২৬ বলে ২২ রান করে আউট হলেন এভিনসন। লেস্টারশায়ারের স্কোর ১৭.৪ ওভারে ৭১/
লেস্টারশায়ারের তৃতীয় উইকেটের পতন
লুইস কিম্বারকে ব্যাক্তিগত ৩১ রানে আউট করলেন মহম্মদ সিরাজ। লেস্টারশায়ারের সংগ্রহ ১৩.১ ওভারে ৪৪/৩ রান। সিরাজের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিম্বার। লেস্টারশায়ারের এই ওপেনার আউট হতে মাঠে নামেন ঋষভ পন্ত।
১০ ওভারে লেস্টারশায়ার স্কোর ৩৪/২
১০ ওভার শেষে ৩৪ রান করে দুই উইকেট হারিয়েছে লেস্টারশায়ার। এখনও পর্যন্ত ভারতের হয়ে দুই উইকেট পেয়েছেন মহম্মদ শামি।
চেতেশ্বর পূজারা শূন্য রানে আউট
মহম্মদ শামির বলে বোল্ড হলেন চেতেশ্বর পূজারা। সতীর্থকে আউট করেই পূজারার ঘাড়ের উপর উঠে সেলিব্রেশন করতে থাকেন মহম্মদ শামি। ৮.২ ওভারে লেস্টারশায়ার স্কোর ২২/২ রান।
রোহিতদের বিরুদ্ধে নামলেন পূজারা
লেস্টারশায়ার দলের ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়। স্যাম এভান্স আউট হতেই লেস্টারশায়ারের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামলেন চেতেশ্বর পূজারা।
লেস্টারশায়ারের প্রথম উইকেটের পতন
লেস্টারশায়ারের অধিনায়ককে আউট করলেন মহম্মদ শামি। মাত্র এক রান করে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন লেস্টারশায়ারের ওপেনার স্যাম এভান্স। লেস্টারশায়ার দলের ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায়।
২ ওভার লেস্টারশায়ার স্কোর ৭ রান
প্রথম ওভারে শামি সাত রান দেওয়ার পরে উমেশ যাদব নিলেন মেডেন ওভার। এখনও ২৩৯ রানে পিছিয়ে রয়েছে
প্রথম ওভারেই ৭ রান দিলেন শামি
দিনের প্রথম ওভারেই সাত রান দিলেন মহম্মদ শামি। লুইস কিম্বার নিলেন ৫ রান ও স্যাম এভান্স করলেন এক রান। একটি অতিরিক্ত রান দিলেন শামি। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন উমেশ যাদব।
২৪৬/৮ রানেই ভারত ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা
ফিল্ডিং করতে নামল রোহিত অ্যান্ড কোম্পানি। ২৪৬ রানেই ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা করল ভারতীয় দল। দ্বিতীয় দিনে নিজের বোলিংকে দেখে নিতে চাইছে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মারা।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
বৃষ্টি নেই। খেলা শুরু হতে কোনও অসুবিধা নেই। ক্রিকেটাররা মাঠে নামছেন।
দেখুন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক
প্রথম দিনে টিম ইন্ডিয়ার হয়ে কেএস ভরত ছাড়া সেভাবে কেউই পারফর্ম করতে পারেননি। অন্যদিকে লেস্টারশায়ারের হয়ে নজর কেড়েছেন রোমান ওয়াকার। দেখে নিন প্রথম দিনের খেলার বিশেষ ঝলক।
৭০ রানে অপরাজিত কেএস ভরত
৬০.২ ওভারে আট উইকেটে ২৪৬ রান করেছে টিম ইন্ডিয়া। রোহিত-কোহলিরা যেখানে বড় রান করতে পারেননি, সেখানে একা ভারতকে টেনে তুলছেন কেএস ভরত। এখন দেখার শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত কত রান করে।