বাংলা নিউজ > ময়দান > উপমহাদেশের বাইরেও টেস্টে স্পিনারদের গুরুত্ব বাড়তে চলেছে, ধারণা কুম্বলের

উপমহাদেশের বাইরেও টেস্টে স্পিনারদের গুরুত্ব বাড়তে চলেছে, ধারণা কুম্বলের

অনিল কুম্বলে। ছবি- গেটি ইমেজেস।

ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী পিচ তৈরি করা যায়। এই সুবিধা অন্য খেলায় নেই বলে মত প্রাক্তন ভারত অধিনায়কের।

লকডাউন পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে বল পালিশের জন্য লালার ব্যবহার বন্ধ হতে চলেছে। স্বাভাবিকভাবেই পেসারদের কাজ অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে চলেছে। তবে প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে মনে করছেন, পরিস্থিতি অনুযায়ী এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরিবেশেও টেস্টে নিয়মিত জোড়া স্পিনার খেলানোর সুযোগ এসেছে।

প্রাক্তন লেগ-স্পিনারের মতে, অন্যান্য খেলার তুলনায় ক্রিকেটে সুবিধা হল, এখানে পরিস্থিতি অনুযায়ী পিচের চরিত্র বদল করা যায়। ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন মতো পিচ তৈরি করা যায়। এই সুযোগ অন্য কোনও খেলায় নেই।

জাম্বো বলেন, 'এবার সময় এসেছে টেস্টে স্পিনারদের ফিরিয়ে আনার। বিশেষ করে উপমহাদেশের বাইরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশে টেস্ট ক্রিকেটে দু'জন স্পিনার খেলানো যাবে। তা সে পিচে ঘাস রাখা হোক অথবা পিচ শুকনোই হোক না কেন‌। ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে বলের পালিশ বজায় রাখার প্রসঙ্গ নিতান্ত গৌণ। তা নিয়ে কারও মাথাব্যথা থাকে না। তবে টেস্টে বল পালিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবসময়। পেসাররা সাহায্য না পেলেও অমসৃণ বলে সুবিধা পেতে পারে স্পিনাররা।'

উল্লেখ্য, কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটিই আইসিসিকে প্রস্তাব দিয়েছে বল পালিশের ক্ষেত্রে লালার ব্যবহার বন্ধ করার। এ-প্রসঙ্গে তিনি জানান, মেডিক্যাল কমিটির পরামর্শ মতো তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, ঘামের তুলনায় লালার মাধ্যমে ভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কা সবথেকে বেশি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.