বাংলা নিউজ > ময়দান > বার্সা থেকে সুয়ারেজের বর্ণহীন বিদায়ে ক্ষুব্ধ মেসি

বার্সা থেকে সুয়ারেজের বর্ণহীন বিদায়ে ক্ষুব্ধ মেসি

সুয়ারেজ ও মেসি। ছবি- রয়টার্স।

মরশুম শুরুর আগে মেসি নিজেও ক্লাব ছাড়তে চেয়েছিলেন।

শুভব্রত মুখার্জি

কিছুদিন আগেই তাঁর দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদান করেছেন উরুগুয়ের জনপ্রিয় স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দীর্ঘদিন বার্সাতে মেসির সতীর্থ ছিলেন তিনি। একাধিক ট্রফিতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন তিনি। রোনাল্ড কোম্যান বার্সার দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর পরিকল্পনায় কোনও জায়গা নেই সুয়ারেজের। ফলে তার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল আগেই।

তবে দীর্ঘদিন বার্সাতে সার্ভিস দেওয়ার পরে তার বিদায় ছিল একেবারে জৌলুসহীন। স্বয়ং সুয়ারেজ শেষ দিনের ট্রেনিংয়ের পরে চোখের জলে ক্লাব ছেড়েছিলেন। সুয়ারেজের এমন বিদায় মেনে নিতে পারেননি তাঁর প্রাক্তন সতীর্থ মেসি। সুয়ারেজের বিদায়ের পর বার্সেলোনা কর্তৃপক্ষের উপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন লিওনেল মেসি। তাঁর বক্তব্য, ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বার্সা থেকে। সদ্য শেষ হওয়া মরশুমে শিরোপাহীন থাকার পর ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি স্বয়ং। মেসির যাওয়া কোনওরকমে আটকেছে বার্সা। চুক্তি অনুযায়ী আরও ১ বছর ক্লাবে থাকতে রাজি হন মেসি।

সুয়ারেজের সঙ্গে ঘটেছে অন্য ঘটনা। ক্লাবের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে একপ্রকার অসম্মান করে জোর করেই ক্লাব থেকে বের করে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। সুয়ারেজ জানিয়েছিলেন, যে কোনও মূল্যে ক্লাবে থাকতে চান তিনি।প্রয়োজনে বেঞ্চে বসতেও রাজি ছিলেন তিনি।

তাঁর ইচ্ছেকে কোনও গুরুত্ব দেয়নি বার্সা। অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদে সুয়ারেজকে বিক্রি করে দেয় বার্সা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি এক আবেগি বার্তায় লিখেছেন 'আমি কল্পনা করা শুরু করেছিলাম দৃশ্যটা কেমন হবে। তার পরও আজ যখন ড্রেসিংরুমে ঢুকলাম, সত্যিই খুব খারাপ লাগছিল। সবকিছু ফাঁকা মনে হচ্ছিল। মাঠ এবং মাঠের বাইরে প্রত্যেকটা দিন তোমাকে ছাড়া কাটানো সত্যিই খুব কঠিন হবে লুইস। খুব বেশি মিস করতে যাচ্ছি। আমরা একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছি, অনেক লাঞ্চ-ডিনার করেছি একসঙ্গে। আমাদের কাটানো প্রতিটি মুহূর্ত, অনেক অনেক মজার স্মৃতি আছে। অন্য জার্সিতে তোমাকে খুব অদ্ভুত দেখাবে এবং তোমার বিপক্ষে খেলা খুব কঠিন হবে। একটা আনুষ্ঠানিক বিদায় তোমার প্রাপ্য। তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, ক্লাবের হয়ে অনেক কিছু জিতেছ। যেভাবে তারা তোমাকে ছুঁড়ে ফেলেছে, সেটি কোনোভাবেই তোমার প্রাপ্য ছিল না। কিন্তু এই পর্যায়ে কোন কিছুই আর আমাকে অবাক করে না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.