বাংলা নিউজ > ময়দান > Lionel Messi: 'সেরা' খেলোয়াড়কে অসম্মান, PSG ছাড়তে চান মেসি, যাবেন CR7-র শত্রু ক্লাবে?

Lionel Messi: 'সেরা' খেলোয়াড়কে অসম্মান, PSG ছাড়তে চান মেসি, যাবেন CR7-র শত্রু ক্লাবে?

লিওনেল মেসি। ছবি- এপি

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। তুলনামূলকভাবে মেসির থেকে নেইমারের বিষয়টি একটু জটিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

শুভব্রত মুখার্জি: ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি। সেই চুক্তি শেষ হতে চলেছে আর কয়েকমাস পরেই। পিএসজির তরফেও প্রথমে জানানো হয়েছিল সেই চুক্তির নবীকরনের উদ্যোগ তারা নেবে। সেইমত কথাবর্তাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেন কোথাও ছন্দপতন ঘটে গিয়েছে। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জিতিয়ে পিএসজির জার্সিতে ফেরার পরেই যেন কোথাও ছন্দপতন ঘটেছে তাঁর। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিল। এবার ঘরোয়া লিগেও তাঁদের পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। শেষ ম্যাচে লিঁওর কাছেও হারতে হয়েছে তাঁদের। আর এই ম্যাচেই দর্শকদের চরম কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। আর তারপরেই নাকি পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণ করতে অরাজি মেসি স্বয়ং। দর্শকদের এই আচরণে বিরক্ত নাকি মেসি পত্নী অ্যান্টোনেলাও!। এই অবস্থায় পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরও দাঁড়িয়েছেন মেসির পাশে।

তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর বরফ নাকি এতেও গলেনি। মেসি নাকি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর চুক্তি নবীকরণ করাবেন না। মেসিকে পেতে আগ্রহী তাঁর প্রাক্তন ক্লাব বার্সেলোনা। পাশাপাশি মেজর লিগ সকারেও তাঁর খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরবের প্রো লিগে যেখানে এই মুহূর্তে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেখানকার বেশ কয়েকটি ক্লাবও নাকি মেসিকে পেতে আগ্রহী। তবে তারকা ফুটবলার নাকি এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি।

তবে মেসি একা নয় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকেও নাকি দলে রাখতে রাজি নয় পিএসজির কাতারি মালিক। নেইমারের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব এবং তাঁর বারংবার চোটের কবলে পড়ার কারণেই নাকি তাঁকে আর দলে রাখতে রাজি নন তাঁরা। ‌বরং ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করেই এবার তাঁরা দল সাজাতে চাইছেন। তারকা নির্ভরতা কমিয়ে দলগত পারফরম্যান্সে জোর দিতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন মরশুমকে সামনে রেখে নতুন করে ভাবনা শুরু করেছে ক্লাব। মেসি-নেইমারের যে কোনও একজনকে বাদ দিয়ে অথবা দুজনকেই ছেড়ে দিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চাইছে পিএসজি বলে খবর এসেছে ফরাসি সংবাদমাধ্যমে।

লা পার্সিয়ান পিএসজি ক্লাবের এক সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদন ছাপিয়েছে। যা প্রকাশিত হয়েছে আর্জেন্তিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসেও। মূলত তরুণদের কাঁধে ভর করেই নতুন শুরু করতে চাইছে পিএসজি। ফলে ৩৫ বছর বয়সি মেসি এবং ৩১ বছর বয়সি নেইমারের ক্লাবে ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ছিটকে গিয়েছে পিএসজি। বর্তমানে লিগা ওয়ানে শীর্ষে রয়েছে তারা। তবে গত দুই ম্যাচে হেরে গিয়েছে তাঁরা। ফলে কর্তৃপক্ষ নতুন করে পুনর্গঠন প্রক্রিয়া শুরুর প্রয়োজন অনুভব করছেন। উয়েফার ফিনান্সিয়াল ‘ফেয়ার প্লে’র জন্য দলের ফুটবলারজের পারিশ্রমিক কমানোর কথাও চিন্তা করছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি ও ক্রীড়া ম্যানেজার লুইস কাম্পোস।

এ ক্ষেত্রে শুরুতেই আসছে মেসির নাম। ২০২১ সালের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন আর্জেন্তিনার এই মহাতারকা। কিন্তু কাতার বিশ্বকাপের পর মেসির সঙ্গে নতুন করে চুক্তির আলোচনাটি মূলত এখন বন্ধই রয়েছে। পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। তুলনামূলকভাবে মেসির থেকে নেইমারের বিষয়টি একটু জটিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ৩১ বছর‌ বয়সির প্রতি বছর পারিশ্রমিক দুই কোটি ৬০ লাখ ইউরো। ফলে এত বেতন‌ দিয়ে তাঁকে নিতে ক্লাবরা আদৌ আগ্রহ দেখাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে নিকট ভবিষ্যতে মেসি, নেইমারহীন পিএসজিকে দেখলেও অবাক হওয়ার কিছু নেই।

বন্ধ করুন