শুভব্রত মুখার্জি: চলতি বর্ষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে তিনি পিএসজিতেই থাকবেন না বার্সেলোনাতে ফেরত যাবেন নাকি তাঁর পরবর্তী গন্তব্য অন্য কোথাও তা নিয়ে জল্পনা অব্যাহত।প্রতিদিন এক একটি করে নতুন কাহিনি সামনে আসছে সকলের। এর মাঝে স্বয়ং লিওনেল মেসি কি তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে দিলেন ইঙ্গিতপূর্ণ খবর! অন্ততপক্ষে তাঁর নয়া ইন্সটাগ্রাম পোস্টকে ঘিরে সেই জল্পনাই দানা বেঁধেছে। অনেকেই এই পোস্ট দেখার পরে মনে করছেন লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে সৌদি আরব!
এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিও মেসি। রোনাল্ডো ইতিমধ্যেই সৌদি আরবে ফুটবলে খেলছেন। লিওনেল মেসি সৌদি আরবের পর্যটন বিষয়ক শুভেচ্ছাদূত। ফলে সৌদি আরবের পর্যটনকে নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে প্রচার চালান। ইনস্টাগ্রামে মেসি সৌদি আরবকে নিয়ে একটি স্পন্সরড পোস্ট করেছেন। তাঁর সর্বশেষ পোস্টে তিনি সৌদি আরবের ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করেছেন। বলা যায় প্রশংসাই করেছেন দেশটির সবুজায়ন নিয়ে। তাঁর প্রশ্ন কেউ ভেবেছিল সৌদি আরবে এত সবুজ রয়েছে!
অনেকেই এই পোস্টকে ঘিরে ভেবেছেন হয়ত সৌদি আরবেই যাওয়ার কথা বলেছেন মেসি! তবে আবার আরেকপক্ষ মনে করছে এটি মেসির হয়তো প্রচারেরই অংশ। উপরে নীল আকাশ এবং নিচে সবুজ ঘাস। একই সঙ্গে রয়েছে সারিবদ্ধ খেজুরগাছ। এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি দেশের অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’ পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এই বছরের জুনে। পিএসজির সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে নতুন কোনও খবর নেই। এর মধ্যে মেসি বার্সেলোনায় ফিরতে পারেন। বলে খবর রটেছে।ইন্টার মিয়ামিও তাঁকে পেতে মরিয়া। এছাড়া তাঁকে সৌদি আরবের ক্লাব আল-হিলালও অফার দিয়েছে। এইসময়ে মেসির এই একটি পোস্ট বাড়িয়ে দিয়েছে তাঁর সৌদি আরবে যাওয়ার জল্পনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।