শুভব্রত মুখার্জি
২০২১ সাল যত গড়াচ্ছে, তত যেন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি। ফলস্বরুপ স্প্যানিশ ঘরোয়া লিগে ভালো জায়গায় উঠে এল বার্সেলোনা।
লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারাল বার্সেলোনা। দলের হয়ে একটি করেন গোল উসমান দেম্বেলে এবং অপরটি করেন লিওনেল মেসি।
শনিবারের লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করে বার্সা। আক্রমনাত্মক খেলা জারি রেখে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে খেলার ২৯তম মিনিটে লিড নেয় তারা।
মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে বলকে গোলের ঠিকানা লিখে দেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। বিরতিতে খেলার ফল ছিল ১-০।
দ্বিতীয়ার্ধে ৮৫তম মিনিটে অবশেষে সাফল্যের দেখা পান মেসি।দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া তার শট ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে বেনোকে কাটিয়ে ফাঁকা গোলে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা অধিনায়ক। এই মুহূর্তে লিগে সর্বোচ্চ গোলদাতা মেসি। তার গোলসংখ্যা দাড়াল ১৯টি।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে ফের দুইয়ে উঠল বার্সা। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।