শুরু থেকে ফাইনাল পর্যন্ত অনবদ্য ধারাবাহিকতা দেখিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ট্রফি হাতে তুলেছে ইন্ডিয়া লেজেন্ডস। ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে ১৪ রানে পরাজিত করেন সচিন তেন্ডুলকররা। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পুরস্কার তালিকা ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে চোখ রাখা যাক।
পুরস্কার তালিকা:-
চ্যাম্পিয়ন: ইন্ডিয়া লেজেন্ডস।
রানার্স: শ্রীলঙ্কা লেজেন্ডস।
ফাইনালের সেরা ক্রিকেটার: ইউসুফ পাঠান।
ক্র্যাকিং প্লেয়ার: যুবরাজ সিং।
সিরিজের সেরা ক্রিকেটার: তিলকরত্নে দিলশান।
দলগত পরিসংখ্যান:-
সর্বোচ্চ দলগত ইনিংস: ইন্ডিয়া লেজেন্ডস- ২১৮/৩।
সর্বনিন্ম দলগত ইনিংস: ইংল্যান্ড লেজেন্ডস- ৭৮/৯।
সবথেকে বড় জয় (রানের নিরিখে): ইন্ডিয়া লেজেন্ডস ৫৬ রানে পরাজিত করে সাউথ আফ্রিকা লেজেন্ডসকে।
সবথেকে বড় জয় (উইকেটের নিরিখে): ইন্ডিয়া লেজেন্ডস ১০ উইকেটে পরাজিত করে বাংলাদেশ লেজেন্ডসকে।
ম্যাচে সবথেকে বেশি রান ওঠে: ৪২৪ (ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস সেমিফাইনালে)।
ব্যাক্তিগত পরিসংখ্যান:-
সবথেকে বেশি রান: তিলকরত্নে দিলশান (২৭১)।
সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস: উপুল থরঙ্গা (অপরাজিত ৯৯)।
সবথেকে বেশি ছক্কা: যুবরাজ সিং (১৭)।
এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা: যুবরাজ সিং (৬)।
সবথেকে বেশি চার: তিলকরত্নে দিলশান (৪৭)।
সবথেকে বেশি উইকেট: তিলকরত্নে দিলশান (১২টি)।
সেরা বোলিং: নুয়ান কুলশেকারা (২৫ রানে ৫ উইকেট)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।