ব্যাট হাতে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছিল। রবিবার সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন। বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদ এবং বর্ষসেরা ক্রিকেটার হলেন লিটন দাস। যে পুরস্কার প্রদান করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ)। তবে সেখানেই থামতে চান না বাংলাদেশ তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটার। বরং লিটন জানিয়েছেন, আগামিদিনে আরও ভালো খেলতে চান। আবারও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিততে চান বলে জানিয়েছেন বাংলাদেশের তারকা। সেইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে ক্রিকেটার বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন, তাঁকে কি আইপিএলে ঠিকভাবে ব্যবহার করতে পারল না কেকেআর? এবারের আইপিএলে কয়েকটি ম্যাচের জন্য পেয়েছিল নাইট ব্রিগেড। তাঁকে মাত্র একটি ম্যাচে খেলানো হয়েছিল। সেই ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারার পরই লিটনকে বাদ দিয়েছিল কেকেআর।
রবিবার সোনারগাঁওয়ের একটি হোটেলের অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার প্রদানের আসর বসে। সেখানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পান। সেইসঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার দৌড়েও ছিলেন লিটন। সঙ্গে লড়াইয়ে ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং তিরন্দাজ নাসরিন আখতার। শেষপর্যন্ত বাজিমাত করেন লিটন। তাঁর নামটা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে অডিটোরিয়াম।
বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পাওয়ার পর লিটনের চোখেমুখে প্রশান্তির ছাপ ছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, লিটন জানান যে এরকম মাপের পুরস্কার পেয়ে আপ্লুত তিনি। দেশের জন্য সবসময় নিজেদের সর্বস্ব উজাড় করে দেন। তারপর যখন এরকম সম্মান প্রদান করা হয়, তখন আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত হয়ে যান। বাড়ে আত্মবিশ্বাস। তাতে ভর করেই চলতি বছর আরও ভালো খেলতে মুখিয়ে আছেন বলে জানান লিটন। যে বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে।
২০২২ সালে লিটনের পারফরম্যান্স
১) ২০২২ সালে চারটি টেস্টে ৩৮৩ রান করেছিলেন লিটন। সর্বোচ্চ ছিল ১৪১ রান। গড় ছিল ৫৪.৫৭।
২) ১৩ টি একদিনের ম্যাচে ৫৭৭ রান করেছিলেন বাংলাদেশের তারকা ওপেনার। গড় ৫২.৪৫। সর্বোচ্চ করেছিলেন ১৩৬ রান। স্ট্রাইক রেট ছিল ৮৩.১৪।
৩) ১৯ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫৪৪ রান করেছিলেন লিটন। স্ট্রাইক রেট ছিল ১৪০.২। গড় ছিল ২৮.৬৩।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)