বাংলা নিউজ > ময়দান > আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন, বাংলাদেশ দলে দুই নতুন মুখ

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন, বাংলাদেশ দলে দুই নতুন মুখ

আফগানিস্তান টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য দলে এসেছেন দুই নতুন মুখ। ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু এবং পেসার মুশফিক হাসান। চট্টগ্রামের ব্যাটসম্যান শাহাদাত এবং রংপুরের পেসার মুশফিক—দু'জনেই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে এসেছেন দুই নতুন মুখ। ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু এবং পেসার মুশফিক হাসান। চট্টগ্রামের ব্যাটসম্যান শাহাদাত এবং রংপুরের পেসার মুশফিক—দু'জনেই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন।

আঙুলের চোটের কারণে আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলা মিরপুর টেস্টে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসান। যে কারণে নেতৃত্ব দেবেন লিটন। লিটনের নেতৃত্বের বিষয়টি যদিও বোর্ডের সিদ্ধান্ত, তবে এই টেস্টে লিটনের অধিনায়কত্বের দক্ষতা দেখার অপেক্ষায় নির্বাচকেরাও।

চোট সারিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং জাকির হাসানও। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা বাংলাদেশের শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান। ১৪ জুন মীরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

আরও পড়ুন: 2023 IPl-এ MI-এর পারফরম্যান্স কলকাতার গরমের মতো, রোদের তাপে পুড়তে হয়েছে নিজেদেরও

শাহাদাত ও মুশফিককে সুযোগ দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। এর পর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। এ দলের হয়ে ওরা যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে।’

‘এ’ দলের হয়ে ফর্মে থাকা ওপেনার সাদমানের জায়গায় মাহমুদুল হাসানকে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘মাঝে ও কিছু দিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসটা সেঞ্চুরির। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি, এ বার ওকে পুরনো ছন্দে পাওয়া যাবে।’

আরও পড়ুন: গম্ভীর-নবীনের দৌলতে ফুটেজ পেল লখনউ, কিন্তু মুখ থুবড়ে পড়ল শেষে

চোট থেকে ফেরা তাসকিন আহমেদের দলে আসাটা একটু চমকের মতোই। ওয়ানডে বিশ্বকাপের জন্য চোটমুক্ত রাখতে তাঁকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলানো হবে না, এমনই শোনা যাচ্ছিল। তবে মিনহাজুলের আশা, পুরোপুরি ফিট থাকলে তাসকিন টেস্টটা খেলতেও পারেন। অতিরিক্ত গরমের কারণে দলে পাঁচ পেসার রাখা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

আফগানিস্তান টেস্টের জন্য বাংলাদেশের দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন দীপু, মুশফিক হাসান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.