বাংলা নিউজ > ময়দান > T20 বিশ্বকাপে ভারতকে প্রায় হারাচ্ছিলেন, সেই লিটনই ODI সিরিজে হলেন বাংলাদেশের নেতা

T20 বিশ্বকাপে ভারতকে প্রায় হারাচ্ছিলেন, সেই লিটনই ODI সিরিজে হলেন বাংলাদেশের নেতা

লিটন দাস (T20 World Cup Twitter)

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই কঠিন সিরিজ খেলতে চলেছে টাইগার বাহিনী। উল্লেখ্য চোটের জন্য দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাঁদের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ড সফর শেষে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল আপাতত রয়েছে বাংলাদেশ সফরে। সেই সফরেই ভারতের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে দায়িত্বভার দেওয়া হয়েছে লিটন দাসকে। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোট থাকার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারকুটে স্বভাবের ডানহাতি এই ওপেনিং ব্যাটার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সদস্য। অস্ট্রেলিয়াতে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে ম্যাচে বেশ আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ম্যাচে রান আউট না হলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে এক স্মরণীয় জয় তিনি উপহার দিতে পারতেন বলেই আশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই কঠিন সিরিজ খেলতে চলেছে টাইগার বাহিনী। উল্লেখ্য চোটের জন্য দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাঁদের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও তিনি অনিশ্চিত। আর সেই কারণেই লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। আজ অর্থাৎ শুক্রবার বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত আগামী ৪ ডিসেম্বর থেকে মীরপুরে শুরু হবে ভারত বনাম বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

উল্লেখ্য গত বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছিল টাইগাররা। আর সেই সময়তেই কুঁচকিতে টান লাগে তামিমের। পরে পরীক্ষা করে দেখা যায় তামিমে পক্ষে এই সিরিজ খেলা সম্ভব নয়। এই সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক তামিম নিশ্চিত হয়ে যাওয়ার পরেই তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় লিটনকে। পাশাপাশি ওপেনিংয়েও বড় দায়িত্ব পালন করতে হবে লিটনকে। উল্লেখ্য এর আগে একবার লিটন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ড সফরে টি-২০'তে তিনি নেতৃত্ব দিয়েছিলেন দলকে।এই মুহূর্তে জাতীয় টেস্ট দলের সহঅধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়েই ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক তাঁর। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তিনি হবেন ১৫তম ওয়ানডে অধিনায়ক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.