ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ডারহ্যামে সম্মিলিত কাউন্টি একাদশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল।
ভারতের বোলিং পারফর্ম্যান্স
উমেশ যাদব ২২ রানে ৩টি, মহম্মদ সিরাজ ৩২ রানে ২টি, জসপ্রীত বুমরাহ ২৯ রানে ১টি, শার্দুল ঠাকুর ৩১ রানে ১টি, রবীন্দ্র জাদেজা ৫৫ রানে ১টি ও অক্ষর প্যাটেল ৪১ রানে ১টি উইকেট নেন।
কাউন্টি একাদশের ব্যাটিং পারফর্ম্যান্স
হাসিব হামিদ ১১২, জ্যাক লিবি ১২, রবার্ট ইয়েটস ১, ওয়াশিংটন সুন্দর ১, উইল রোডস ১১, লিন্ডন জেমস ২৭, জেমস রিউ ২, লিয়াম প্যাটারসন হোয়াইট ৩৩, জ্যাক কারসন ৩ ও ক্রেগ মাইলস অপরাজিত ১ রান করেন।
দ্বিতীয় দিনের খেলা শেষ
কাউন্টি একাদশের ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
কাউন্টি একাদশ অল-আউট
আবেশ খানের চোট থাকায় তিনি ব্যাট করতে পারবেন না। সুতরাং, ভারতের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে কাউন্টি একাদশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২২০ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৯১ রানের বড়সড় লিড পেয়ে যায় ভারত।
প্যাটারসন-হোয়াইট আউট
অক্ষর প্যাটেলের বলে পরপর দু'টি বাউন্ডারি মেরে আউট হলেন প্যাটারসন-হোয়াইট। ৮৩তম ওভারের তৃতীয় বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন লিয়াম। কাউন্টি একাদশ ২২০ রানে ৯ উইকেট হারায়।
৮০ ওভারে কাউন্টি একাদশ ২০৯/৮
৮০ ওভার শেষে কাউন্টি একাদশ ৮ উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলেছে। প্যাটারসন-হোয়াইট ব্যাট করছেন ২৩ রান করে।
কারসন আউট
৮০তম ওভারের চতুর্থ বলে মহম্মদ সিরাজ বোল্ড করেন জ্যাক কারসনকে। ১১ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন তিনি। কাউন্টি একাদশ ২০৮ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রেগ মাইলস।
কাউন্টি একাদশ ২০০
৭৯তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে কাউন্টি একাদশ। তাদের স্কোর ২০৬/৭।
হামিদ আউট
সেঞ্চুরি করা হাসিব হামিদের মূল্যবান উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর। ৭৮তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়ে যান হাসিব। ১৩টি বাউন্ডারির সাহায্যে ২৪৬ বলে ১১২ রান করে ক্রিজ ছাড়েন হামিদ। কাউন্টি একাদশ ১৯৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জ্যাক কারসন।
৭৫ ওভারে কাউন্টি একাদশ ১৮৬/৬
৭৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৬ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তুলেছে। হাসিব ১০৫ রানে ব্যাট করছেন। প্যাটারসন-হোয়াইট ব্যাট করছেন ১৩ রান করে।
৭০ ওভারে কাউন্টি একাদশ ১৭৪/৬
৭০ ওভার শেষে কাউন্টি একাদশ ৬ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। হাসিব ১০০ রানে ব্যাট করছেন। প্যাটারসন-হোয়াইট ব্যাট করছেন ৯ রান করে।
হামিদের সেঞ্চুরি
১২টি বাউন্ডারির সাহায্যে ২২৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করলেন হাসিব হামিদ। ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন হামিদ। এই শতরানর পর নিশ্চিতভাবেই প্রথম একাদশে ঢোকার জোরালো দাবি জানালেন তিনি।
৬৫ ওভারে কাউন্টি একাদশ ১৫৯/৬
৬৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলেছে। হাসিব ৯৪ রানে ব্যাট করছেন।
রিউ আউট
৬৫তম ওভারের পঞ্চম বলে জেমস রিউকে আউট করেন রবীন্দ্র জাদেজা। ৩০ বলে ২ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন রিউ। কাউন্টি একাদশ ১৫৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম প্যাটারসন-হোয়াইট।
কাউন্টি একাদশ ১৫০
৬৩তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে কাউন্টি একাদশ। তাদের স্কোর ১৫২/৫। হাসিব ৮৯ রানে ব্যাট করছেন।
৬০ ওভারে কাউন্টি একাদশ ১৪৬/৫
৬০ ওভার শেষে কাউন্টি একাদশ ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। হাসিব ৮৬ রানে ব্যাট করছেন। রিউ ব্যাট করছেন ব্যক্তিগত ১ রানে।
৫৫ ওভারে কাউন্টি একাদশ ১৩৫/৫
৫৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। হাসিব ৭৬ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি রিউ।
জেমস আউট
৫৪তম ওভারের চতুর্থ বলে জেমসের উইকেট তুলে নেন উমেশ যাদব। ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ২৭ রান করে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন জেমস। কাউন্টি একাদশ ১৩১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমস রিউ। উমেশের এটি তৃতীয় শিকার।
পরপর বাউন্ডারি হাসিবের
৫৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে অক্ষর প্যাটেলকে পরপর তিনটি বাউন্ডারি মারেন হাসিব হামিদ।
৫০ ওভারে কাউন্টি একাদশ ১১৩/৪
৫০ ওভার শেষে কাউন্টি একাদশ ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলেছে। হাসিব ৫৯ রানে ব্যাট করছেন। জেমস ব্যাট করছেন ব্যক্তিগত ২২ রানে।
চায়ের বিরতি
ভারতের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে কাউন্টি একাদশ দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলেছে। তারা সাকুল্যে ৪৯ ওভার ব্যাট করেছে। হাসিব হামিদ ৫৯ ও লিন্ডন জেমস ২২ রানে ব্যাট করছেন।
৪৫ ওভারে কাউন্টি একাদশ ১০৫/৪
৪৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৪ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলেছে। হাসিব ৫৬ রানে ব্যাট করছেন। জেমস ব্যাট করছেন ব্যক্তিগত ১৭ রানে।
কাউন্টি একাদশ ১০০
৪৪তম ওভারে কাউন্টি একাদশ দলগত ১০০ রান পূর্ণ করে।
৪১ ওভারে কাউন্টি একাদশ ৯১/৪
৪১ ওভার শেষে কাউন্টি একাদশ ৪ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। হাসিব ৫১ রানে ব্যাট করছেন। জেমস ব্যাট করছেন ব্যক্তিগত ৯ রানে।
হাসিবের হাফ-সেঞ্চুরি
৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হাসিব হামাদ।
৩৫ ওভারে কাউন্টি একাদশ ৬৯/৪
৩৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৪ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছে। হাসিব ৩৯ রানে ব্যাট করছেন। ২৩ বল খেলেও এখনও কাতা খুলতে পারেননি জেমস।
৩০ ওভারে কাউন্টি একাদশ ৫৮/৪
৩০ ওভার শেষে কাউন্টি একাদশ ৪ উইকেটের বিনিময়ে ৫৮ রান তুলেছে। হাসিব ২৮ রানে ব্যাট করছেন।
রোডস আউট
২৮তম ওভারের পঞ্চম বলে উমেশ যাদব বোল্ড করেন উইল রোডসকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন রোডস। কাউন্টি একাদশ ৫৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিন্ডন জেমস। উমেশের এটি দ্বিতীয় উইকেট।
কাউন্টি একাদশ ৫০
২৬তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল কাউন্টি একাদশ। ভারতের স্কোর ৫২/৩
২৫ ওভারে কাউন্টি একাদশ ৪৯/৩
২৫ ওভার শেষে কাউন্টি একাদশ ৩ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলেছে। হাসিব ২৪ ও রোডস ৭ রানে ব্যাট করছেন।
লাঞ্চের বিরতি
ভারতের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে কাউন্টি একাদশ দ্বিতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৪৪ রান তুলেছে। তারা মোট ২১ ওভার ব্যাট করেছে। হাসিব ২৩ ও রোডস ৩ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে ১টি করে উইকেট তুলে নিয়েছেন উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
২০ ওভারে কাউন্টি একাদশ ৪২/৩
২০ ওভার শেষে কাউন্টি একাদশ ৩ উইকেটের বিনিময়ে ৪২ রান তুলেছে। হাসিব ২২ ও রোডস ৩ রানে ব্যাট করছেন।
১৬ ওভারে কাউন্টি একাদশ ৩১/৩
১৬ ওভার শেষে কাউন্টি একাদশ ৩ উইকেটের বিনিময়ে ৩১ রান তুলেছে। হাসিব ১২ ও রোডস ২ রানে ব্যাট করছেন।
ওয়াশিংটন আউট
১৩তম ওভারের পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ৭ বলে ১ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন কাউন্টি একাদশের হয়ে মাঠে নামা ওয়াশিংটন। কাউন্টি একাদশ দলগত ২৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইল রোডস।
রবার্ট আউট
দশম ওভারের শেষ বলে জসপ্রীত বুমরাহ সাজঘরে ফেরালেন সদ্য ক্রিজে আসা রবার্ট ইয়েটসকে। ৭ বলে ১ রান করে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন তিনি। কাউন্টি একাদশ ২৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। ১০ ওভারে কাউন্টি একাদশ ২৪/২।
লিবি আউট
নবম ওভারের শেষ বলে জ্যাক লিবিকে আউট করেন উমেশ যাদব। ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১২ রান করে বোল্ড হন জ্যাক। কাউন্টি একাদশ দলগত ২০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবার্ট ইয়েটস।
৩ ওভারে কাউন্টি একাদশ ৭/০
৩ ওভার শেষে কাউন্টি একাদশ বিনা উইকেটে ৭ রান তুলেছে। হাসিব ৩ ও লিবি ৪ রানে ব্যাট করছেন।
কাউন্টি একাদশের রান তাড়া করা শুরু
কাউন্টি একাদশের হয়ে ওপেন করতে নামেন হাসিব হামিদ ও জ্যাক লিবি। ভারতের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে ওঠে ১ রান।
ছিটকে গেলেন আবেশ খান
প্রথম দিনে আঙুলে চোট পাওয়া আবেশ খান মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন। ফলে তিনি প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে মাঠে নামবেন না। উল্লেখ্য, আবেশ কাউন্টি একাদশ দলের হয়ে মাঠে নেমেছিলেন। ৯.৫ ওভার বলে ২টি মেডেন-সহ ৪১ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।
কাউন্টি একাদশের বোলিং পারফর্ম্যান্স
ক্রেগ মাইলস ৪টি, লিন্ডন জেমস ২টি, লিয়াম প্যাটারসন-হোয়াইট ২টি ও জ্যাক কারসন ১টি উইকেট নেন।
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
রোহিত ৯, মায়াঙ্ক ২৮, পূজারা ২১, বিহারী ২৪, লোকেশ রাহুল ১০১, জাদেজা ৭৫, শার্দুল ২০, অক্ষর ০, উমেশ ১২, বুমরাহ ৫ ও সিরাজ অপরাজিত ৩ রান করেন।
ভারত প্রথম ইনিংসে অল-আউট
ভারত প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাট করে ৩১১ রানে অল-আউট হয়ে যায়।
বুমরাহ আউট
৯৩তম ওভারের শেষ বলে আউট হন বুমরাহ। ২৩ বলে ৫ রান করে মাইলসের বলে বোল্ড হন জসপ্রীত।
দ্বিতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনের সকালে ব্যাটিং শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বুমরাহ ও সিরাজ। বোলিং শুরু করেন ক্রেগ মাইলস। দিনের প্রথম ওভারে ২ রান ওঠে। ১ রান সংগ্রহ করেন সিরাজ। এক রান আসে লেগ-বাই থেকে।
প্রথম দিনের স্কোর
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৯০ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৬ রান তুলেছে। বুমরাহ ৩ ও সিরাজ ১ রানে অপরাজিত ছিলেন।