পেশাদারি খেলা ছেড়ে দিয়েছেন। তবে এখনও মাঠে নামলে যে পুরনো দিনের কিছু ঝলক দেখাতে পারেন, তা প্রমাণ করলেন কেভিন পিটারসেন। শনিবার লেজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) ফাইনালে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ফিল্ডিং করলেন। তাঁর সৌজন্যেই গুরুত্বপূর্ণ ক্যাচ নেন ড্যারেন স্যামি।
শনিবার ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে ওয়ার্ল্ড জায়েন্টস। রান তাড়া করতে নেমে ভালো শুরু করলেও কিছুটা পরেই খেই হারিয় ফেলে এশিয়া। সেই ধাক্কা সামলে আসগর আফগান একাধিক বড় শট মারতে থাকেন। ১১.৪ ওভারে অ্যালবি মর্কেলের বলে ডিপ কভার বাউন্ডারির দিকে বল তুলে দেন। শটটা দারুণ মারেন প্রাক্তন আফগান তারকা। কিন্তু বাউন্ডারি লাইনে তার থেকেও ভালো ফিল্ডিং করেন পিটারসেন। পিছন দিকে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাউন্ডারি পেরিয়ে যাবেন বুঝতে পেরে বল ঠেলে দেন। তা ধরে নেন ওয়ার্ল্ড জায়েন্টসের অধিনায়ক স্যামি। যা ম্যাচের নিরিখে গুরুত্বপূর্ণ উইকেট ছিল। তখন মারতে শুরু করেছিলেন আসগর।
এমনিতে ফাইনালে এশিয়া লায়ন্সকে ২৫ রান হারিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কোরি অ্যান্ডারসন। ৪৩ বলে অপরাজিত ৯৪ রান করেন তিনি। মূলত তাঁর সৌজন্যেই ২০ ওভারে ২৫৬ রান তোলে ওয়ার্ল্ড জায়েন্টস। পিটারসেন ২২ বলে ৪৮ রান করেন। পিটারসেনদের সেই বড় রানের বোঝায় ডুবে যান এশিয়ার প্রাক্তন তারকারা। শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ ইউসুফ। কিন্তু তাতে কোনও লাভ নেই। শেষ হাসি হেসেছে ওয়ার্ল্ড জায়েন্টস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।