উদ্বোধনী টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে নায়ক হওয়ার সুযোগ ছিল মিসবা উল হকের সামনে। যদিও শেষ ওভারে তাঁর ভুলেই ম্যাচ হারে পাকিস্তান। বিশ্বকাপ ফাইনালে দলকে জেতাতে না পারার আক্ষেপ লেজেন্ডস লিগ ক্রিকেটে মিটিয়ে নিলেন প্রাক্তন পাক তারকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে এশিয়া লায়ন্সকে জয়ের মঞ্চে বসিয়ে দেন মিসবা।
এলএলসি মাস্টার্সের প্রথম ম্যাচে শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্সের মুখোমুখি হয় গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস। গম্ভীরের অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি সত্ত্বেও প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয় মহারাজাসকে।
দোহায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে এশিয়া লায়ন্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। মিসবা দলের হয়ে সব থেকে বেশি ৭৩ রান করে সাজঘরে ফেরেন। ৫০ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া ওপেন করতে নেমে উপুল থরঙ্গা করেন ৪০ রান। ৩৯ বলের ইনিংসে তিনি ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন আফ্রিদি ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১২ রান করে আউট হন। তিলকরত্নে দিলশান ৫, আসগর আফগান ১, থিসারা পেরেরা ৫, আব্দুল রাজ্জাক ৬ ও পরশ খাদকা ৩ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- PSL-এ সব থেকে কম বলে সেঞ্চুরি রিলির, পোলার্ড ঝড়ে রান তাড়া করে সব থেকে বড় জয় মুলতানের
মহারাজাসের হয়ে স্টুয়ার্ট বিনি ও পরবিন্দর আওয়ানা ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেনে ইরফান পাঠান। অশোক দিন্দা ৩ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন।
জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মহারাজাস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে আটকে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া লায়ন্স। গম্ভীর দলের হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। ৩৯ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন।
এছাড়া মুরলি বিজয় করেন ১৯ বলে ২৫ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। মহম্মদ কাইফ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। ১০ বলে ১৪ রান করেন ইউসুফ পাঠান। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১০ বলে ১৯ রানের যোগদান রাখেন ইরফান পাঠান। কাইফ ও ইউসুফের মতো ইরফানও ১টি চার ও ১টি ছক্কা মারেন।
খাতা খুলতে পারেননি রবীন উথাপ্পা। সুরেশ রায়না ৩, স্টুয়ার্ট বিনি ৮, হরভজন সিং ৫ ও পরবিন্দর আওয়ানা ১ রান করেন। সোহেল তনভীর ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা, তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা ও আব্দুল রাজ্জাক। ম্যাচের সেরা হয়েছেন মিসবা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।