চার ম্যাচের ৩টি জিতে লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে ওঠে ওয়ার্ল্ড জায়ান্টস। অন্যদিকে এলিমিনেটরে ইন্ডিয়া মহারাজাসকে হারিয়ে তবেই খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পায় এশিয়া লায়ন্স। সোমবার এলএলসি মাস্টার্সের ফাইনালে সম্মুখসমরে নামে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস ও শাহিদ আফ্রিদির এশিয়া লায়ন্স। শেষমেশ খেতাবি লড়াইয়ে বাজিমাত করেন শাহিদ আফ্রিদিরা।
20 Mar 2023, 11:47:00 PM IST টুর্নামেন্টের সেরা থরঙ্গা
৬ ম্যাচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ২২১ রান সংগ্রহ করা উপুল থরঙ্গা টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি এবারের লেজেন্ডস লিগে ৩টি হাফ-সেঞ্চুরি করেন।
20 Mar 2023, 11:44:56 PM IST ম্যাচের সেরা আবদুর রাজ্জাক
৪ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে ফাইনাল ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আব্দুর রাজ্জাক।
20 Mar 2023, 11:17:09 PM IST লেজেন্ডস লিগ চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স
ওয়ার্ল্ড জায়ান্টসের ৪ উইকেটে ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে এশিয়া লায়ন্স ১৬.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে লেজেন্ড লিগ ক্রিকেটের খেতাব জেতে এশিয়া লায়ন্স। মহম্মদ হাফিজ ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করে নট-আউট থাকেন। মিসবা উল হক ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
20 Mar 2023, 11:05:51 PM IST রাজ্জাককে ফেরালেন পানেসর
১৪.১ ওভারে মন্টি পানেসরের বলে রিকার্ডো পাওয়েলের হাতে ধরা পড়েন আব্দুল রাজ্জাক। ৬ বলে ৩ রান করেন তিনি। এশিয়া লায়ন্স ১৩৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিসবা উল হক। তিনি মাঠে নেমেই চার মেরে খাতা খোলেন। ১৫ ওভার শেষে এশিয়ার স্কোর ৩ উইকেটে ১৪০ রান। জয়ের জন্য ৫ ওভারে ৮ রান দরকার লায়ন্সের।
20 Mar 2023, 11:02:52 PM IST দিলশান আউট
১৩.১ ওভারে সমিত প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিলকরত্নে দিলশান।৪২ বলে ৫৮ রান করেন তিনি। মারেন ৮টি চার। এশিয়া লায়ন্স ১৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব্দুল রাজ্জাক। ১৪ ওভার শেষে এশিয়ার স্কোর ২ উইকেটে ১৩৫ রান। জিততে ৬ ওভারে ১৩ রান দরকার লায়ন্সের।
20 Mar 2023, 10:57:38 PM IST চ্যাম্পিয়ন হতে এশিয়ার দরকার ২৪ রান
১২ ওভার শেষে এশিয়া লায়ন্সের সংগ্রহ ১ উইকেটে ১২৪ রান। সুতরাং, জয়ের জন্য ৮ ওভারে মাত্র ২৪ রান দরকার তাদের। দিলশান ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। হাফিজের ব্যক্তিগত সংগ্রহ ৪ রান।
20 Mar 2023, 10:51:05 PM IST উপুল থরঙ্গা আউট
৯.৬ ওভারে ব্রেট লি-র বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন উপুল থরঙ্গা। ২৮ বলে ৫৭ রান করেন উপুল। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। এশিয়া লায়ন্স ১১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ হাফিজ।
20 Mar 2023, 10:47:59 PM IST হাফ-সেঞ্চুরি দিলশানের
৮টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিলকরত্নে দিলশান। ৯.৪ ওভারে ব্রেট লি-র বলে ১ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
20 Mar 2023, 10:36:20 PM IST ঝোড়ো হাফ-সেঞ্চুরি উপুল থরঙ্গার
৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উপুল থরঙ্গা। ৯ ওভার শেষে এশিয়া লায়ন্সের স্কোর বিনা উইকেটে ১০৫ রান। ২৫ বলে ৫২ রান করেছেন থরঙ্গা। ২৯ বলে ৪৬ রান করেছেন দিলশান। তিনি ৮টি চার মেরেছেন।
20 Mar 2023, 10:32:19 PM IST রানের বন্যা জারি
সপ্তম ওভারে ১৩ রান সংগ্রহ করে এশিয়া লায়ন্স। ৭ ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ৮৫ রান। থরঙ্গা ৪১ ও দিলশান ৩৭ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 10:27:54 PM IST পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ১৫ রান খরচ করেন মফু। ৩টি চার মারেন দিলশান। পাওয়ার প্লে-র ৬ ওভারে এশিয়া লায়ন্স কোনও উইকেট না হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। ১৮ বলে ৩৮ রান করেছেন থরঙ্গা। ১৮ বলে ৩২ রান করেছেন দিলশান।
20 Mar 2023, 10:23:12 PM IST ৫০ টপকাল এশিয়া লায়ন্স
পঞ্চম ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় এশিয়া লায়ন্স। পাওয়েলের ওভারে জোড়া ছক্কা হাঁকান থরঙ্গা। ৫ ওভার শেষে এশিয়ার স্কোর বিনা উইকেটে ৫৭ রান। থরঙ্গা ৩৬ ও দিলশান ১৯ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 10:16:00 PM IST দাপুটে শুরু এশিয়া লায়ন্সের
তৃতীয় ওভারে রিকার্ডো পাওয়েল ৮ রান খরচ করেন। ১টি চার মারেন থরঙ্গা। চতুর্থ ওভারে বল করতে আসেন টিনো বেস্ট। ১টি চার মারেন দিলশান। ৪ ওভার শেষে এশিয়া লায়ন্সের স্কোর বিনা উইকেটে ৪১ রান। দিলশান ১৯ ও থরঙ্গা ২০ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 10:06:07 PM IST ব্রেট লি-কে বাউন্ডারি থরঙ্গার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ব্রেট লি। ওভারের চতুর্থ বলে চার মারেন থরঙ্গা। ২ ওভার শেষে এশিয়া লায়ন্সের স্কোর বিনা উইকেটে ২৩ রান।থরঙ্গা ১২ ও দিলশান ১১ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 10:03:30 PM IST রান তাড়া শুরু এশিয়া লায়ন্সের
উপুল থরঙ্গাকে নিয়ে ওপেন করতে নামেন তিলকরত্নে দিলশান। বোলিং শুরু করেন সমিত প্যাটেল। ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন তিলকরত্নে দিলশান। পঞ্চম বলে ছক্কা মারেন থরঙ্গা। প্রথম ওভারে ১৬ রান ওঠে।
20 Mar 2023, 09:46:27 PM IST দেড়শোর দোরগোড়ায় থামল ওয়ার্ল্ড জায়ান্টস
নির্ধারিত ২০ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টস ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান সংগ্রহ করে। সুতরাং, চ্যাম্পিয়ন হতে এশিয়া লায়ন্সের দরকার ১৪৮ রান। জ্যাক কালিস ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩ বলে ৩ রান করেন সমিত প্যাটেল। উদানা ৪ ওভারে ৩৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। থিসারা পেরেরা ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
20 Mar 2023, 09:40:05 PM IST চোট পেয়ে মাঠ ছাড়লেন কলিংউড
১৯তম ওভারে তনভীরের দ্বিতীয় বলে ছক্কা মারেন জ্যাক কালিস। ওভারের চতুর্থ বলে ২ রান নিতে দিয়ে পায়ে টান অনুভব করেন কলিংউড। তিনি মাঠ ছাড়েন। ব্যাট করতে নামেন সমিত প্যাটেল। ১৯ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। কালিস ৬৭ রানে ব্যাট করছেন। তনভীর ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
20 Mar 2023, 09:33:21 PM IST উদানার ওভারে ৭ রান
১৮তম ওভারে ৭ রান খরচ করেন ইসুরু উদানা। ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১২১ রান। জ্যাক কালিস ৫৬ ও কলিংউড ৫ রানে ব্যাট করছেন। উদানা ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।
20 Mar 2023, 09:25:57 PM IST সাজঘরে ফিরলেন টেলর
১৬.৩ ওভারে থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রস টেলর। ৩৩ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৩টি চার। ওয়ার্ল্ড জায়ান্টস ১১১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পল কলিংউড। ১৭ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১১৪ রান। কালিস ৫২ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 09:23:26 PM IST হাফ-সেঞ্চুরি জ্যাক কালিসের
১৬.১ ওভারে থিসারা পেরেরাকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক কালিস। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন কালিস।
20 Mar 2023, 09:19:43 PM IST ১০০ টপকাল ওয়ার্ল্ড জায়ান্টস
১৬তম ওভারে ইসুরু উদানা ১৪ রান খরচ করেন। ১৬ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। জ্যাক কালিস ৪৪ রানে ব্যাট করছেন। ৩২ রান করেছেন রস টেলর।
20 Mar 2023, 09:13:28 PM IST খরুচে ওভার আফ্রিদির
১৫তম ওভারে ১১ রান খরচ করেন শাহিদ আফ্রিদি। ১টি চার মারেন জ্যাক কালিস। ১টি বাউন্ডারি মারেন রস টেলর। ১৫ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। কালিস ৪২ ও টেলর ২৫ রানে ব্যাট করছেন। আফ্রিদি ৪ ওভারে ৩২ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি।
20 Mar 2023, 09:11:14 PM IST উদানার ওভারে ৭ রান
১৩.৬ ওভারে উদানার বলে চার মারেন রস টেলর। ওভারে ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৭৯ রান। জ্যাক কালিস ৩৬ ও রস টেলর ২০ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 09:06:35 PM IST লড়াই জারি কালিসের
১২.৩ ওভারে থিসারা পেরেরার বলে চার মারেন কালিস। ১৩ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৭২ রান। ২৯ বলে ৩৪ রান করেছেন কালিস। ১৫ রানে ব্যাট করছেন টেলর। আব্দুর রাজ্জাকের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ইসুরু উদানাকে মাঠে নামায় এশিয়া লায়ন্স।
20 Mar 2023, 09:02:21 PM IST আফ্রিদিকে ছক্কা হাঁকালেন কালিস
১১.১ ওভারে শাহিদ আফ্রিদির বলে ছক্কা হাঁকান জ্যাক কালিস। ১২ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৬৫ রান। ২৬ বলে ২৮ রান করেছেন কালিস। ২১ বলে ১৪ রান করেছেন টেলর। আফ্রিদি ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।
20 Mar 2023, 08:57:23 PM IST ৫০ টপকাল ওয়ার্ল্ড জায়ান্টস
১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ওয়ার্ল্ড জায়ান্টস। ১১ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৫৪ রান। কালিস ২০ ও টেলর ১১ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 08:53:48 PM IST অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৪৯ রান। জ্যাক কালিস ২০ বলে ১৭ রান করেছেন। ১৫ বলে ৯ রান করেছেন রস টেলর। আফ্রিদি ২ ওভারে ১০ রান খরচ করেছেন। এখনও উইকেট পাননি তিনি।
20 Mar 2023, 08:50:24 PM IST বোলিং কোটা শেষ আব্দুরের
নবম ওভারে মাত্র ২ রান খরচ করেন আব্দুর রাজ্জাক। ৯ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৪৪ রান। রাজ্জার ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন।
20 Mar 2023, 08:44:45 PM IST কৃপণ ওভার আফ্রিদির
সপ্তম ওভারে বল করতে আসেন মহম্মদ হাফিজ। তাঁর ওভারে মোট ৬ রান ওঠে। অষ্টম ওভারে বল করতে আসেন শাহিদ আফ্রিজি। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৪২ রান। ১২ রানে ব্যাট করছেন কালিস।
20 Mar 2023, 08:31:32 PM IST রান আউট সিমন্স
৫.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন লেন্ডল সিমন্স। ১৬ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ওয়ার্ল্ড জায়ান্টস ১৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রস টেলর। তনভীরের ওভারের চতুর্থ বলে চার মারেন কালিস। পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৩১ রান। কালিস ৭ রানে ব্যাট করছেন।
20 Mar 2023, 08:30:51 PM IST রাজ্জাককে ছক্কা হাঁকালেন সিমন্স
৪.৩ ওভারে আব্দুর রাজ্জাকের বলে ছক্কা মারেন লেন্ডল সিমন্স। ৫ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১৯ রান। সিমন্স ১৭ ও কালিস ২ রানে ব্যাট করছেন। রাজ্জাক ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
20 Mar 2023, 08:24:30 PM IST শুরুতেই চাপে ওয়ার্ল্ড জায়ান্টস
ম্যাচের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে ওয়ার্ল্ড জায়ান্টস। ৪ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১১ রান। ১১ বলে ১০ রান করেছেন লেন্ডল সিমন্স। তিনি ১টি চার মেরেছেন।
20 Mar 2023, 08:23:15 PM IST শেন ওয়াটসন আউট
একই ওভারে জোড়া উইকেট তুললেন আব্দুর রাজ্জাক। ২.৫ ওভারে রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ওয়াটসন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ওয়ার্ল্ড জায়ান্টস ৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জ্যাক কালিস।
20 Mar 2023, 08:17:24 PM IST মর্নি ভ্যান উইক আউট
২.৩ ওভারে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মর্নি ভ্যান উইক। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়ার্ল্ড জায়ান্টস ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শেন ওয়াটসন।
20 Mar 2023, 08:08:17 PM IST ফাইনালের লড়াই শুরু
মর্নি ভ্যান উইককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লেন্ডসল সিমন্স। বোলিং শুরু করেন আব্দুর রাজ্জাক। প্রথম ওভারে ৩ রান সংগ্রহ করে ওয়ার্ল্ড জায়ান্টস।
20 Mar 2023, 07:57:43 PM IST এশিয়া জায়ান্টসের প্রথম একাদশ
শাহিদ আফ্রিদি (ক্যাপ্টেন), উপুল থরঙ্গা (উইকেটকিপার), তিলকরত্নে দিলশান, আসগর আফগান, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, থিসারা পেরেরা, পরশ খাদকা, আব্দুল রাজ্জাক, আব্দুর রাজ্জাক ও সোহেল তনভীর।
20 Mar 2023, 07:55:29 PM IST ওয়ার্ল্ড জায়ান্টসের প্রথম একাদশ
শেন ওয়াটসন (ক্যাপ্টেন), মর্নি ভ্যান উইক (উইকেটকিপার), লেন্ডল সিমন্স, রস টেলর, জ্যাক কালিস, পল কলিংউড, সমিত প্যাটেল, মন্টি পানেসর, ব্রেট লি, টিনো বেস্ট ও ক্রিস্টোফার মফু।
20 Mar 2023, 07:39:12 PM IST টস জিতল ওয়ার্ল্ড জায়ান্টস
এশিয়া লায়ন্সের বিরুদ্ধে লেজেন্ডস লিগের ফাইনালে টস জিতল ওয়ার্ল্ড জায়ান্টস। টস জিতে শেন ওয়াটসন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবেন শাহিদ আফ্রিদিরা। উল্লেখ্য়, অ্যারন ফিঞ্চ ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে ধারাভাষ্য দিতে ব্যস্ত। তাই ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন ওয়াটসন।
20 Mar 2023, 07:23:00 PM IST কোন পথে ফাইনালে এশিয়া লায়ন্স
১. লিগের প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজাসকে ৯ রানে হারিয়ে দেয়।
২. লিগের দ্বিতীয় ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৩৫ রানে হারিয়ে দেয়।
৩. লিগের তৃতীয় ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের কাছে ১০ উইকেটে হারে।
৪. লিগের চতুর্থ ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের কাছে ২০ রানে হেরে যায়।
৫. এলিমিনেটরে ইন্ডিয়া মহারাজাসকে ৮৫ রানে হারিয়ে দেয়।
20 Mar 2023, 07:23:00 PM IST কোন পথে ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টস
১. লিগের প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজাসকে ২ রানে হারিয়ে দেয়।
২. লিগের দ্বিতীয় ম্যাচে এশিয়া লায়ন্সের কাছে ৩৫ রানে হেরে যায়।
৩. লিগের তৃতীয় ম্যাচে ইন্ডিয়া মহারাজাসকে ৩ উইকেটে হারিয়ে দেয়।
৪. লিগের চতুর্থ ম্যাচে এশিয়া লায়ন্সকে ২০ রানে হারিয়ে দেয়।