শুক্রবার শুরু লেজেন্ডস লিগ ক্রিকেটের নতুন মরশুম। এবার কাতারের দোহায় বসছে তিন দলের এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া মহারাজাস দল মাঠে নামছে শাহিদ আফ্রিদির এশিয়া লায়ন্সের বিরুদ্ধে। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস অভিযান শুরু করবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মার্চ। লেজেন্ডস লিগের সব ম্যাচগুলিই খেলা হবে এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়।
এবছর টুর্নামেন্টে অংশ নিচ্ছেন প্রথমসারির প্রাক্তন তারকারা। সুরেশ রানয়া, রবিন উথাপ্পা, অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটারদের দেখা যাবে লেজেন্ডস লিগে। টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক তিন দলের স্কোয়াড ও পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি।
লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি মাস্টার্স) ২০২৩-এর সূচি:-
১০ মার্চ (শুক্রবার): ইন্ডিয়া মহারাজাস বনাম এশিয়া লায়ন্স (রাত ৮টা)।
১১ মার্চ (শনিবার): ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মহারাজাস (রাত ৮টা)।
১৩ মার্চ (সোমবার): এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস (রাত ৮টা)।
১৪ মার্চ (মঙ্গলবার): এশিয়া লায়ন্স বনাম ইন্ডিয়া মহারাজাস (রাত ৮টা)।
১৫ মার্চ (বুধবার): ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস (রাত ৮টা)।
১৬ মার্চ (বৃহস্পতিবার): ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স (রাত ৮টা)।
১৮ মার্চ (শনিবার): এলিমিনেটর (লিগের দুই বনাম তিন নম্বর দল) (রাত ৮টা)।
২০ মার্চ (সোমবার): ফাইনাল (লিগের ১ নম্বর বনাম বনাম এলিমিনেটরের জয়ী দল) (রাত ৮টা)।
ইন্ডিয়া মহারাজস স্কোয়াড:-
গৌতম গম্ভীর (ক্যাপ্টেন), মহম্মদ কাইফ, মুরলি বিজয়, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মানবিন্দর বিসলা, রবিন উথাপ্পা, অশোক দিন্দা, হরভজন সিং, যোগিন্দর শর্মা, পরবিন্দর আওয়ানা, প্রজ্ঞান ওঝা, প্রবীণ কুমার, প্রজ্ঞান ওঝা, প্রবীণ তাম্বে, এস শ্রীসন্ত ও স্টুয়ার্ট বিনি।
এশিয়ান লায়ন্স স্কোয়াড:-
শাহিদ আফ্রিদি (ক্যাপ্টেন), মুথাইয়া মুরলিধরন, আসগর আফগান, মিসবা উল হক, রজিন সালেহ, আব্দুল রাজ্জাক, পরশ খাদকা, থিসারা পেরেরা, তিলকরত্নে দিলশান, উপুল থরঙ্গা, আব্দুর রাজ্জাক, দিলহারা ফার্নান্ডো, শোয়েব আখতার, মহম্মদ হাফিজ, সোহেল তনভীর ও মহম্মদ আমির।
ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াড:-
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্রিস গেইল, হাসিম আমলা, রস টেলর, শেন ওয়াটসন, অ্যালবি মর্কেল, জ্যাক কালিস, কেভিন ও'ব্রায়েন, মর্নি ভ্যান উইক, ব্রেট লি, মন্টি পানেসর, লেন্ডল সিমন্স, পল কলিংউড, মর্নি মর্কেল, রিকার্ডো পাওয়েল ও টিনো বেস্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।