LLC T20 Final: বোঝায় ডুবে গেল শোয়েব-মিসবাহদের এশিয়া, LLC চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড জায়েন্টস
Updated: 30 Jan 2022, 12:00 AM IST- ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কোরি অ্যান্ডারসন। ৪৩ বলে অপরাজিত ৯৪ রান করেন তিনি।
চেষ্টা করেছিলেন এশিয়ার তারকারা। কিন্তু তা সফল হল না। লেজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) ফাইনালে এশিয়ান লায়ন্সকে ২৫ রানে হারিয়ে দিল ওয়ার্ল্ড জায়েন্টস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কোরি অ্যান্ডারসন। ৪৩ বলে অপরাজিত ৯৪ রান করেন তিনি।
কাজে এল না মহম্মদ ইউসুফের। ২৫ রানে হেরে গেল এশিয়া।
তিলকরত্নে দিলশানের দিল স্কুপ।
এক ওভারে ৪৬ রান বাকি আছে এশিয়ার। ১৯ ওভারে এশিয়ার স্কোর দাঁড়িয়েছে সাত উইকেটে ২১১ রান।
১৮ তম ওভারে ২০০ রান তুলল এশিয়া। ২০ বলে মহম্মদ ইউসুফ করেছেন ৩৯ রান। ১২ বলে ৫৭ রান বাকি আছে।
১৫ ওভারে এশিয়ার স্কোর পাঁচ উইকেটে ১৫৪ রান। ক্রিজে আছেন মহম্মদ রফিক এবং মহম্মদ ইউসুফ। ৩০ বলে এশিয়ার চাই ১০৩ রান।
আউট উপুল থারাঙ্গা। ১০.৩ ওভারে এশিয়ার স্কোর ৩ উইকেটে ১১৮ রান। আউট করলেন মন্টি পানেসর। ৫৭ বলে ১৩৯ রান চাই এশিয়ার। ক্রিজে এলেন মিসবাহ-উল-হক।
আট ওভারে এশিয়ার স্কোর দুই উইকেটে ৭৯ রান। ক্রিজে আছেন আসগার আফগান এবং উপুল থরাঙ্গা। আউট হয়ে গিয়েছেন সনত্ জয়সূর্য। ২৩ বলে করেছেন ৩৮ রান।
আউট হয়ে গেলেন দিলশান। ১৬ বলে ২৫ রান করেন। আউট করলেন মর্নি মর্কেল।
চার ওভারে বিনা উইকেটে এশিয়া তুলল ৪৪ রান। সনত্ জয়সূর্য অপরাজিত আছেন ১৯ রানে (১১ বল)। দিলশান করেছেন ১৩ বলে ২৩ রান।
মারকাটারি শুরু এশিয়ার। প্রথম দু'ওভারে উঠল ২৬ রান। কোনও উইকেট পড়েনি।
এশিয়া লায়ন্স: ২.১ ওভারে ৩৩ রান দেন। মুথাইয়া মুরলীধরন চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন চামিন্ডা ব্যাস। তবে চার ওভারে খসিয়েছেন ৪৭ রান। তাঁর থেকে দু'রান কম দিয়েছেন কুলশেখরা। নিয়েছেন তিনটি উইকেট। বেধড়ক মার খেয়েছেন দিলশান। তিন ওভারে দিয়েছেন ৫৩ রান।
বিশাল রান তুলল ওয়ার্ল্ড জায়েন্টস। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৬ রান তুলেছে তারা। ছক্কা মেরে ইনিংস শেষ করেন কোরি অ্যান্ডারসন। তিনি ৪৩ বলে ৯৪ রান করেছেন।
জোড়া ছক্কা খেলেও শেষ হাসি হাসলেন নুয়ান কুলশেখরা। ১৬.৫ ওভারে ড্যারেন স্যামিকে আউট করলেন। ১৭ বলে ৩৮ রান করেন জায়েন্টসদের অধিনায়ক। ১৭ ওভারে জায়েন্টসদের স্কোর পাঁচ উইকেটে ২০১ রান।
১৫ ওভারের শেষে ওয়ার্ল্ড জায়েন্টসের স্কোর চার উইকেটে ১৭২ রান। দুর্ধর্ষ খেলছেন কোরি অ্যান্ডারসন। ইতিমধ্যে অর্ধশতরান পূরণ করেছেন। ২৮ বলে ৫৪ রানে অপরাজিত তিনি। সঙ্গে আছেন অধিনায়ক ড্যারেন সামি। করেছেন ১০ বলে ১৮ রান।
আউট হয়ে গেলেন ব্র্যাড হ্যাডিন। মুথাইয়া মুরলীধরনের বলে আউট হয়ে গেলেন তিনি। ১৬ বলে করেন ৩৭ রান। ১১.২ ওভারে ওয়ার্ল্ড জায়েন্টসের স্কোর চার উইকেটে ১১৯ রান।
১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে জায়েন্টসরা তুলল ৯৪ রান। মাঝের ধাক্কা সামলে ইনিংস টানছেন কোরি অ্যান্ডারসন (১৭) এবং ব্র্যাড হ্যাডিন (১৪)।
আউট কেভিন পিটারসেন। এবার উইকেট পেলেন চামিন্ডা ব্যাস। ২২ বলে ৪৮ রান করলেন প্রাক্তন ইংরেজ তারকা।
আবারও সেই কুলশেখরা। ৫.৫ ওভারে কেভিন ও'ব্রায়ানকে আউট করলেন। তিনি মাত্র দু'রান করেন। ৫.৫ ওভারে জায়েন্টসদের স্কোর দুই উইকেটে ৫৩ রান।
চতুর্থ ওভারের শেষ বলে ফল মাস্টার্ডকে আউট করলেন কুলশেখরা। ৪ ওভারে জায়েন্টসদের স্কোর এক উইকেটে ৫১ রান।
৩.৪ ওভারেই ৫০ রান তুলে ফেললেন পিটারসেনরা। ১৫ বলে ৩৮ রান করে ফেলেছেন।
এশিয়া লায়নসের প্রথম একাদশ: তিলকরত্নে দিলশান, সনত্ জয়সূর্য, উপুল থরঙ্গা, আসগার আফগান, মিসবা-উল-হক, নুয়ান কুলশেখরা, মহম্মদ রফি, চামিন্ডা ব্যাস, শোয়েব আখতার, মুথাইয়া মুরলীধরন, শোয়েব আখতার এবং মহম্মদ।
তিন ওভারের শেষে ওয়ার্ল্ড জায়েন্টসের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। দ্বিতীয় ওভারে ন'রান দেন চামিন্ডা ব্যাস। দুটি চার খান। তৃতীয় ওভারে তো শোয়েবকে পরপর দু'বলে দুটি ছক্কা মারেন পিটারসেন। তারপর আবারও শেষ বলে ছক্কা খান প্রাক্তন পাকিস্তানি তারকা।
শুরু হল খেলা। প্রথম ওভারেই বল করলেন শোয়েব আখতার। শুরুটাই ওয়াইড দিয়ে করেন। প্রথম দুটি বল ওয়াইড হয়েছে। প্রথম ওভারের শেষে ওয়ার্ল্ড জায়েন্টসের স্কোর বিনা উইকেটে আট রান।
ওয়ার্ল্ড জায়েন্টস: কেভিন পিটারসেন, ফিল মাস্টার্ড, কেভিন ও'ব্রায়েন, কোরি অ্যান্ডারস, ব্র্যাড হ্যাডিন, অ্যালবি মর্কেল, ড্যারেন সামি (অধিনায়ক), ব্রেট লি, মর্নি মর্কেল, মন্টি পানেসর, রায়ান সাইডবটম, হার্শেল গিবস, জোনাথন ট্রট, ওয়েসিস শাহ, ইমরান তাহির, ম্যাথু হগার্ড
কারা হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। শনিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস এবং এশিয়ান লায়ন্স।
শনিবার লেজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) ফাইনালে মুখোমুখি হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস এবং এশিয়ান লায়ন্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ার অধিনায়ক মিসবাহ-উল-হক।