বাংলা নিউজ > ময়দান > Legends League Final: ২১ রানে ৪ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন গম্ভীররা
ফাইনালে দুর্দান্ত পারফর্ম্যান্স ক্যাপিটালসের। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

Legends League Final: ২১ রানে ৪ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন গম্ভীররা

India Capitals vs Bhilwara Kings Live Score: লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে ইরফান পাঠানের ভিলওয়ারা কিংসকে বিধ্বস্ত করে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। টুর্নামেন্টে এই নিয়ে তিনবার কিংস হার মানে ক্যাপিটালসের কাছে।

লিগের খেলার শেষে খেতাবের লড়াই থেকে ছিটকে যেতে হয় হরভজন সিংয়ের মনিপাল টাইগার্সকে। এলিমিনেটরে হেরে বিদায় নেয় বীরেন্দ্র সেহওয়াগের গুজরাট জায়ান্টস। এবার প্লে-অফের শেষ ম্যাচ অর্থাৎ লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে সম্মুখসমরে নামে ইন্ডিয়া ক্যাপিটালস ও ভিলওয়ারা কিংস। শেষমেশ ইরফান পাঠানদের হারিয়ে লেজেন্ডস লিগের খেতাব হাতে তোলেন গৌতম গম্ভীররা।

05 Oct 2022, 11:53:54 PM IST

ম্যাচের সেরা টেলর

৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইন্ডিয়া ক্যাপিটালসের রস টেলর।

05 Oct 2022, 11:28:42 PM IST

চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্যাপিটালস

১৮.২ ওভারে রজত ভাটিয়ার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন টিনো বেস্ট। ৫ বলে ২ রান করেন তিনি। ইন্ডিয়া ক্যাপিটালসের ৭ উইকেটে ২১১ রানের জবাবে ভিলওয়ারা কিংস ১০৭ রানে অল-আউট হয়ে যায়। ১০৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে লেজেন্ডস লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া ক্যাপিটালস। শ্রীসন্ত ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে নট-আউট থাকেন। ভাটিয়া ১.২ ওভারে ২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। টুর্নামেন্টে এই নিয়ে মোট তিনবার ভিলওয়ারা কিংসকে পরাজিত করে ইন্ডিয়া ক্যাপিটালস।

05 Oct 2022, 11:26:14 PM IST

ব্রেসনান আউট

১৭.১ ওভারে প্রবীণ তাম্বের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টিম ব্রেসনান। ১৭ বলে ৭ রান করেন তিনি। কিংস ১০৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিনো বেস্ট। ১৮ ওভার শেষে কিংসের স্কোর ৯ উইকেটে ১০৭ রান। তাম্বে ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

05 Oct 2022, 11:22:23 PM IST

ভাটিয়ার ওভারে ২ রান

১৭তম ওভারে বল করতে আসেন রজত ভাটিয়া। তাঁর ওভারে মোটে ৩ রান ওঠে। ১৭ ওভার শেষে কিংসের স্কোর ৮ উইকেটে ১০৪ রান। ১২ রানে ব্যাট করছেন শ্রীসন্ত।

05 Oct 2022, 11:14:44 PM IST

১০০ টপকাল কিংস

১৫.৪ ওভারে প্রবীণ তাম্বেকে ছক্কা মারেন এস শ্রীসন্ত। ওভারে মোট ৯ রান ওঠে। ১৬ ওভার শেষে কিংসের স্কোর ৮ উইকেটে ১০১ রান। শ্রীসন্ত ১১ রানে ব্যাট করছেন। তাম্বে ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য কিংসের দরকার ৪ ওভারে ১১১ রান।

05 Oct 2022, 11:08:32 PM IST

ধামিকা প্রসাদ আউট

১৪.৩ ওভারে পঙ্কজ সিংয়ের বলে রামদিনের দস্তানায় ধরা পড়েন ধামিকা প্রসাদ। ৩ বলে ১ রান করেন তিনি। কিংস ৮৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এস শ্রীসন্ত। ১৫ ওভার শেষে কিংসের স্কোর ৮ উইকেটে ৯২ রান। পঙ্কজ সিং ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 11:02:59 PM IST

রাজেশ বিষ্ণোই আউট

১৩.২ ওভারে রাজেশ বিষ্ণোইকে বোল্ড করেন প্রবীণ তাম্বে। ৬ বলে ১ রান করেন বিষ্ণোই। কিংস ৮৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধামিকা প্রসাদ। ১৪ ওভার শেষে ভিলওয়ারার স্কোর ৭ উইকেটে ৮৬ রান। তাম্বে ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 10:59:40 PM IST

ম্যাচ থেকে দূরে সরছে কিংস

১৩ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ৬ উইকেটে ৮৩ রান। জয়ের জন্য ৭ ওভারে ১২৯ রান দরকার তাদের। প্লাঙ্কেট ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 10:55:13 PM IST

ইরফান আউট

১১.৫ ওভারে পঙ্কজ সিংয়ের বলে প্রবীণ গুপ্তর হাতে ধরা পড়েন ইরফান পাঠান। ৬ বলে ২ রান করেন ইরফান। কিংস ৮১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ব্রেসনান। পঙ্কজ ২ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 10:49:25 PM IST

রান-আউট ওয়াটসন

১০.৬ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন শেন ওয়াটসন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৭ রান করে আউট হন তিনি। ভিলওয়ারা কিংস ৭৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ বিষ্ণোই।

05 Oct 2022, 10:42:59 PM IST

জেসল কারিয়া আউট

১০.২ ওভারে প্লাঙ্কেটের বলে রস টেলরের হাতে ধরা পড়েন জেসল কারিয়া। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২২ রান করে মাঠ ছাড়েন কারিয়া। ভিলওয়ারা কিংস ৭৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইরফান পাঠান।

05 Oct 2022, 10:40:46 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। পঙ্কজ সিংয়ের প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন কারিয়া। তিনি ২২ ও ওয়াটসন ২৫ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 10:36:34 PM IST

প্লাঙ্কেটের ওভারে ৯ রান

নবম ওভারে বল করতে আসেন লিয়াম প্লাঙ্কেট। তাঁর ওভারে ৯ রান ওঠে। ১টি ছক্কা মারেন জেসল কারিয়া। ৯ ওভার শেষে কিংসের স্কোর ৩ উইকেটে ৬৭ রান। ওয়াটসন ২৩ ও কারিয়া ১৮ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 10:28:52 PM IST

পবনের বোলিং কোটা শেষ

একই স্পেলে ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন পবন সূয়ল। তিনি ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৮ ওভার শেষে কিংসের স্কোর ৩ উইকেটে ৫৮ রান।

05 Oct 2022, 10:24:04 PM IST

৫০ টপকাল কিংস

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভিলওয়ারা কিংস। ৭ ওভার শেষে কিংসের স্কোর ৩ উইকেটে ৫২ রান। প্রবীণ তাম্বের প্রথম ওভারে ৪ রান ওঠে। ওয়াটসন ২১ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 10:20:37 PM IST

ইউসুফকে ফেরালেন পবন

৫.৪ ওভারে পবন সূয়লের বলে স্মিথের হাতে ধরা পড়েন ইউসুফ পাঠান। ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ইউসুফ। ভিলওয়ারা কিংস ৪৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসল কারিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেি চার মারেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে কিংসের স্কোর ৩ উইকেটে ৪৮ রান। পবন ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 10:15:41 PM IST

ব্যাট চালাচ্ছেন ওয়াটসন

পঞ্চম ওভারে মিচেল জনসনের শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শেন ওয়াটসন। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ২ উইকেটে ৪০ রান। ৭ বলে ১৮ রান করেছেন ওয়াটসন। জনসন ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 10:09:20 PM IST

পটারফিল্ড আউট

চতুর্থ ওভারে পবন সূয়লের প্রথম ৩টি বলে পরপর ৩টি চার মারেন উইলিয়াম পটারফিল্ড। চতুর্থ বলে রস টেলরের হাতে ধরা পড়েন তিনি। ১১ বলে ১২ রান করে মাঠ ছাড়েন উইলিয়াম। ভিলওয়ারা কিংস ২৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান।

05 Oct 2022, 10:03:22 PM IST

ভ্যান উইক আউট

২.২ ওভারে মিচেল জনসনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মর্নি ভ্যান উইক। ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন মর্নি। কিংস ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শেন ওয়াটসন। তিনি ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর চার মারেন। ৩ ওভার শেষে কিংসের স্কোর ১ উইকেটে ১৬ রান।

05 Oct 2022, 10:01:58 PM IST

পটারফিল্ডকে রান-আউটের সুযোগ হাতছাড়া

দ্বিতীয় ওভারে বল করতে আসেন পবন সূয়ল। তিনি মেডেন ওভার নেন। ওভারের শেষ বলে পাটরফিল্ডকে রান-আউটের সহজ সুযোগ হাতছাড়া করে ইন্ডিয়া ক্যাপিটালস।

05 Oct 2022, 09:46:03 PM IST

রান তাড়া শুরু ভিলওয়ারা কিংসের

উইলিয়াম পটারফিল্ডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মজ্ঞনি ভ্যান উইক। বোলিং শুরু করেন জনসন। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ভ্যান উইকেট। প্রথম ওভারের খেলার মাঝেই একটি টাওয়ারের ফ্লাডলাইট নিভে যায়। ফলে ম্যাচ থমকে যায় সাময়িকভাবে। কিংসের স্কোর তখন বিনা উইকেটে ৪ রান। পুনরায় খেলা শুরু হলে ওভারের পঞ্চম বলে চার মারেন ভ্যান উইক। প্রথম ওভারে ৮ রান ওঠে।

05 Oct 2022, 09:26:13 PM IST

২০০ টপকে কিংসকে বিরাট টার্গেট দিল ক্যাপিটালস

শেষ ওভারে শ্রীসন্তের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন অ্যাশলে নার্স। ওভারে মোট ২০ রান ওঠে। ইন্ডিয়া ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বিনিময়ে ২১১ রান তোলে। নার্স ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪২ রান করে নট-আউট থাকেন। ৪ রান করে অপরাজিত থাকেন প্রবীণ গুপ্ত। শ্রীসন্ত ৪ ওভারে ৫৩ রান খরচ করেন। জয়ের জন্য ভিলওয়ারা কিংসের দরকার ২১২ রান।

05 Oct 2022, 09:20:13 PM IST

টাইট ওভার ব্রেসনানের

১৯তম ওভারে মাত্র ২ রান খরচ করেন টিম ব্রেসনান। ১৯ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৯১ রান। নার্স ২২ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ব্রেসনান।

05 Oct 2022, 09:15:13 PM IST

প্রসাদের ওভারে ১৩ রান

১৮তম ওভারে ধামিকা প্রসাদের বলে ২টি চার মারেন নার্স। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৮৯ রান। নার্স ২২ রানে ব্যাট করছেন। প্রসাদ ৩ ওভারে ৪৬ রান খরচ করেছেন।

05 Oct 2022, 09:07:03 PM IST

লিয়াম প্লাঙ্কেট আউট

১৬.৩ ওভারে রাহুল শর্মার বলে পটারফিল্ডের হাতে ধরা পড়েন লিয়াম প্লাঙ্কেট। ২ বল খেলে খাতা খুলতে পারেননি প্লাঙ্কেট। ক্যাপিটালস ১৭৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রবীণ গুপ্ত। ১৭ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৭৬ রান। ১২ রানে ব্যাট করছেন নার্স। রাহুল শর্মা ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

05 Oct 2022, 09:06:22 PM IST

রস টেলর আউট

১৬.১ ওভারে রাহুল শর্মার বলে ইউসুফ পাঠানের হাতে ধরা পড়েন রস টেলর। ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৮২ রান করে মাঠ ছাড়েন টেলর। ইন্ডিয়া ক্যাপিটালস ১৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম প্লাঙ্কেট।

05 Oct 2022, 09:03:19 PM IST

শ্রীসন্তের ওভারে ২৩ রান

১৬তম ওভারে এস শ্রীসন্তের বলে ২টি ছক্কা মারেন রস টেলর। ২টি চার মারেন অ্যাশলে নার্স। ওভারে মোট ২৩ রান ওঠে। ১৬ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৫ উইকেটে ১৭৪ রান। রস টেলর ৮২ ও নার্স ১১ রানে ব্যাট করছেন। শ্রীসন্ত ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন।

05 Oct 2022, 08:56:43 PM IST

মিচেল জনসন আউট

১৪.২ ওভারে টিম ব্রেসনানকে ছক্কা মারেন মিচেল জনসন। পরের বলে ইরফান পাঠানের হাতে ধরা পড়েন তিনি। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬২ রান করে মাঠ ছাড়েন জনসন। ইন্ডিয়া ক্যাপিটালস ১৪৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলে নার্স। ১৫ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৫ উইকেটে ১৫১ রান। ৬৯ রানে ব্যাট করছেন রস টেলর।

05 Oct 2022, 08:47:35 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি জনসনের

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল জনসন। ১৪তম ওভারে ধামিকা প্রসাদের বলে ২টি ছক্কা ও ২টি চার মারেন জনসন। ওভারে মোট ২১ রান ওঠে। ১৪ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। জনসন ৫৬ ও টেলর ৬৮ রানে ব্যাট করছেন। প্রসাদ ২ ওভারে ৩৩ রান খরচ করেছেন।

05 Oct 2022, 08:44:08 PM IST

জীবন দান পেলেন টেলর

১২.৪ ওভারে রাহুল শর্মার বলে ছক্কা হাঁকান রস টেলর। পরের বলে বাউন্ডারি লাইনে টিনো বেস্ট তাঁর ক্যাচ ছাড়েন। সেই বলে চার রান পেয়ে যান টেলর। ওভারের শেষ বলে ছক্কা মারেন রস। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৩ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ১২০ রান। জনসন ৩৫ ও টেলর ৬৮ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 08:35:33 PM IST

১০০ টপকাল ইন্ডিয়া ক্যাপিটালস

১২তম ওভারে টিনো বেস্টের বলে জোড়া বাউন্ডারি মারেন মিচেল জনসন। ওভারে মোট ১৪ রান ওঠে। ১২ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ১০১ রান। জনসন ৩৩ ও টেলর ৫১ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 08:28:14 PM IST

হাফ-সেঞ্চুরি টলরের

৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রস টেলর। ১১তম ওভারে শ্রীসন্ত ৪ রান খরচ করেন। ১১ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৮৭ রান। টেলর ৫০ ও জনসন ২৩ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 08:24:16 PM IST

১০ ওভারের খেলা শেষ

দশম ওভারে টিনো বেস্ট বল করতে আসেন। মোট ৯ রান ওঠে ওভারে। ১টি চার মারেন জনসন। অর্ধেক ইনিংস শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৮৩ রান। টেলর ৪৮ ও জনসন ২১ রানে ব্যাট করছেন। 

05 Oct 2022, 08:14:31 PM IST

ইউসুফের ওভারে ৩০ রান

নবম ওভারে ইউসুফ পাঠানের বলে ৪টি ছক্কা ও ১টি চার মারেন রস টেলর। ওভারে মোট ৩০ রান ওঠে। ৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। টেলর ২৫ বলে ৪৭ রান করেছেন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। জনসন ১৫ রানে ব্যাট করছেন। পাঠান ২ ওভারে ৩৪ রান খরচ করেছেন।

05 Oct 2022, 08:12:17 PM IST

প্রসাদের ওভারে জোড়া বাউন্ডারি জনসনের

অষ্টম ওভারে বল করতে আসেন ধামিকা প্রসাদ। তাঁর ওভারে জোড়া বাউন্ডারি মারেন মিচেল জনসন। ওভারে মোট ১২ রান ওঠে। ৮ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৪৪ রান।

05 Oct 2022, 08:07:31 PM IST

ইউসুফের প্রথম ওভারে ৪ রান

সপ্তম ওভারে বল করতে আসেন ইউসুফ পাঠান। তাঁর প্রথম ওভারে ৪ রান ওঠে। ৭ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৩২ রান। টেলর ১৬ রানে ব্যাট করছেন।

05 Oct 2022, 08:03:04 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লের ৬ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালস ৪ উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে। রস টেলর ১৬ বলে ১৪ রান করেছেন। জনসন ২ রানে ব্যাট করছেন। শ্রীসন্ত নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেছেন। ওভারের চতুর্থ বলে চার মারেন টেলর।

05 Oct 2022, 07:57:37 PM IST

স্মিথকে ফেরালেন পানেসর

৪.৩ ওভারে পানেসরের বলে বেস্টের হাতে ধরা পড়েন ডোয়েন স্মিথ। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন স্মিথ। ইন্ডিয়া ক্যাপিটালস ২১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল জনসন। ৫ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ২৩২ রান। পানেসর ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ৯ রানে ব্যাট করছেন টেলর।

05 Oct 2022, 07:56:36 PM IST

রাহুলের ওভারে ৮ রান

চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন রাহুল শর্মা। তাঁর ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় বলে চার মারেন রস টেলর। ৪ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ২০ রান। রাহুল ২ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 07:56:01 PM IST

পানেসরের ওভারে ২ রান

তৃতীয় ওভারে মন্টি পানেসর মাত্র ২ রান খরচ করেন। ৩ ওভার শেষে ক্যাপিটালসের সংগ্রহ ৩ উইকেটে ১২ রান। পানেসর ২ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

05 Oct 2022, 07:48:26 PM IST

রামদিন আউট

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে (১.৫ ওভার) রাহুল শর্মা আউট করেন দীনেশ রামদিনকে। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি রামদিন। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। ইন্ডিয়া ক্যাপিটালস ৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রস টেলর। ২ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ১০ রান।

05 Oct 2022, 07:43:29 PM IST

মাসাকাদজা আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন রাহুল শর্মা। তিনি ওভারের তৃতীয় বলে তুলে নেন হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। ৪ বলে ১ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাসাকাদজা। ইন্ডিয়া ক্যাপিটালস ৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ রামদিন।

05 Oct 2022, 07:35:42 PM IST

প্রথম ওভারেই আউট গম্ভীর

ডোয়েন স্মিথকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন গৌতম গম্ভীর। বোলিং শুরু করেন মন্টি পানেসর। ম্যাচের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন গৌতম গম্ভীর। চতুর্থ বলে স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন গৌতম। ইন্ডিয়া ক্যাপিটালস ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা। প্রথম ওভারে ৯ রান ওঠে।

05 Oct 2022, 07:17:03 PM IST

ভিলওয়ারা কিংসের প্রথম একাদশ

উইলিয়াম পটারফিল্ড, মর্নি ভ্যান উইক (উইকেটকিপার), শেন ওয়াটসন, জেসাল কারিয়া, ইরফান পাঠান (ক্যাপ্টেন), ইউসুফ পাঠান, রাহুল শর্মা, মন্টি পানেসর, টিনো বেস্ট, এস শ্রীসন্ত ও ধামিকা প্রসাদ।
পরিবর্ত: রাজেশ বিষ্ণোই, টিম ব্রেসনান, নিক কম্পটন ও তন্ময় শ্রীবাস্তব।

05 Oct 2022, 07:13:57 PM IST

ইন্ডিয়া ক্যাপিটালসের প্রথম একাদশ

গৌতম গম্ভীর (ক্যাপ্টেন), ডোয়েন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, রস টেলর, দীনেশ রামদিন (উইকেটকিপার), অ্যাশলে নার্স, মিচেল জনসন, প্রবীণ গুপ্ত, পঙ্কজ সিং, পবন সূয়ল ও প্রবীণ তাম্বে।
পরিবর্ত: লিয়াম প্লাঙ্কেট, রজত ভাটিয়া, জন মুনি ও দিশান্ত ইয়াগনিক।

05 Oct 2022, 07:08:39 PM IST

টস জিতলেন ইরফান

ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচে টস জিতল ভিলওয়ারা কিংস। টস জিতে ইরফান পাঠান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গৌতম গম্ভীরদের। সুতরাং জয়পুরের খেতাবি ম্যাচে রান তাড়া করবে কিংস।

05 Oct 2022, 06:40:34 PM IST

টুর্নামেন্টে ২ বার ক্যাপিটালসের কাছে হেরেছে কিংস

লিগের প্রথম ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের কাছে ৭৮ রানে পরাজিত হয় ভিলওয়ারা কিংস। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। পরে কোয়ালিফায়ারেও ক্যাপিটালস হারিয়ে দেয় কিংসকে। সুতরাং, টুর্নামেন্টে ইতিমধ্যেই গম্ভীরদের কাছে ২ বার হেরেছেন ইরফানরা। ফাইনালে বদলা নেওয়ার সুযোগ পাঠানদের কাছে।

05 Oct 2022, 06:28:16 PM IST

এলিমিনেটরের ফলাফল

কোয়ালিফায়ারে হেরে এলিমিনেটরে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয় ভিলওয়ারা কিংস। গুজরাটকে ৬ উইকেটে পরাজিত করে কিংস। প্রথমে ব্যাট করে গুজরাট ৯ উইকেটে ১৯৪ রান তোলে। কেভিন ও'ব্রায়েন ৪৫ ও যশপাল সিং ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জেতেন ইরফানরা। পটারফিল্ড ৬০ ও ওয়াটসন ৪৮ রান করেন।

05 Oct 2022, 06:28:16 PM IST

কোয়ালিফায়ারের ফলাফল

কোয়ালিফায়ারে ভিলওয়ারা কিংসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইন্ডিয়া ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ভিলওয়ারা কিংস ৫ উইকেটে ২২৬ রান তোলে। ওয়াটসন ৬৫, পটারফিল্ড ৫৯ ও ইউসুফ ৪৮ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩১ রান তুলে ম্যাচ জিতে যায় ইন্ডিয়া ক্যাপিটালস। রস টেলর ৮৪ ও অ্যাশলে নার্স ৬০ রান করেন।

05 Oct 2022, 06:28:16 PM IST

লিগে দু'দলের অবস্থান

ইন্ডিয়া ক্যাপিটালস ও ভিলওয়ারা কিংস উভয়েই লিগের ৬ ম্যাচের শেষে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে। তবে নেট রান-রেটের নিরিখে এক নম্বরে থাকে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে থেকে লিগ অভিযান শেষ করে ইরফান পাঠানের ভিলওয়ারা কিংস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাতুলের সঙ্গে প্রেম ও বিয়ের কথা ছেলেকে প্রথম কীভাবে বলেছিলেন? অকপট রূপাঞ্জনা ভোটগ্রহণের আগের রাতে কোচবিহারে ঝরল রক্ত, আক্রান্ত তৃণমূল ও বিজেপির ২ বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো যেন সিনেমা! ১৬ মিলিয়ন ডলারের সোনা ও মুদ্রা চুরি, কানাডায় ধৃত ২ ভারতীয় বংশোদ্ভূত রাত থেকেই তপ্ত, কোচবিহারে অগ্নিপরীক্ষা! বিরাট ব্যবস্থা করছে কমিশন পরকীয়া করছে স্বামী, সন্দেহে ঘুমন্ত অবস্থায় গায়ে গরম জল ঢেলে দিল স্ত্রী লাগেজ ছাড়াই দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছল বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা আগামিকাল কামদা একাদশী, আয় বাড়াতে করুন এই সহজ কাজ, বাড়বে রোজগার ব্যবসায় হবে লাভ উফ কী গরম! 'দারুণ অগ্নিবাণে রে' গেয়ে পরিস্থিতি বোঝালেন গার্গী সাগর পাড়ে নুসরত, পাশে চুপটি করে ঈশান! ছেলের পুরো ছবি প্রথমবার দিলেন হট মাম্মা

Latest IPL News

বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.