বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket: রুদ্ধশ্বাস ম্যাচে পাঠানদের হারিয়ে বদলা নিলেন হরভজনরা
পরবর্তী খবর

Legends League Cricket: রুদ্ধশ্বাস ম্যাচে পাঠানদের হারিয়ে বদলা নিলেন হরভজনরা

ফিরতি ম্যাচে পাঠানদের হারালেন ভাজ্জিরা। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

Bhilwara Kings vs Manipal Tigers: চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটে প্রথম জয় পেল ভাজ্জির নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স।

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর প্রথম লেগের ম্যাচে হরভজন সিংয়ের মনিপাল টাইগার্সকে ৩ উইকেটে পরাজিত করে ইরফান পাঠানের নেতৃত্বাধীন ভিলওয়ারা কিংস। এবার ফিরতি ম্যাচে ফের সম্মুখসমরে দু'দল। সুতরাং, বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ হরভজনদের সামনে।

প্রথম লেগের ফলাফল: লখনউয়ে শুরুতে ব্যাট করে মনিপাল টাইগার্স ৭ উইকেটে ১৫৩ রান তোলে। ৭৩ রান করেন মহম্মদ কাইফ। পালটা ব্যাট করতে নেমে ভিলওয়ারা ৭ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৪ রান করেন ইউসুফ পাঠান।

টস জিতল কিংস: ফিরতি ম্যাচে টস জিতল ভিলওয়ারা কিংস। টস জিতে ইরফান পাঠান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভাজ্জির মনিপাল টাইগার্সকে। সুতরাং কটকে টস হেরে প্রথমে ব্যাট করবে মনিপাল।

ভিলওয়ারা কিংসের প্লেয়িং ইলেভেন: উইলিয়াম পটারফিল্ড, মর্নি ভ্যান উইক, তন্ময় শ্রীবাস্তব, ম্যাট প্রায়র, ইরফান পাঠান (ক্যাপ্টেন), ইউসুফ পাঠান, টিম ব্রেসনান, রাজেশ বিষ্ণোই, টিনো বেস্ট, ফিডেল এডওয়ার্ডস ও মন্টি পানেসর।

মনিপাল টাইগার্সের প্লেয়িং ইলেভেন: জেসি রাইডার, তাতেন্দা তাইবু, মহম্মদ কাইফ, রিকার্ডো পাওয়েল, কোরি অ্যান্ডারসন, রীতেন্দর সোধি, প্রদীপ সাহু, হরভজন সিং (ক্যাপ্টেন), পরবিন্দর আওয়ানা, রায়ান সাইডবটম ও দিলহারা ফার্নান্ডো।

রাইডারের বাউন্ডারিতে ইনিংস শুরু মনিপালের: তাইবুকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জেসি রাইডার। বোলিং শুরু করেন ইরফান। চতুর্থ বলে চার মারেন রাইডার। প্রথম ওভারে ৫ রান ওঠে।

আরও পড়ুন:- দু-একবার নয়, লর্ডসে মানকাডিংয়ের আগে ৭২ বার ক্রিজ ছেড়ে বেরিয়েছিলেন চার্লি ডিন, নজর ছিল দীপ্তির, রইল প্রমাণ

আগ্রাসী শুরু মনিপালের: দ্বিতীয় ওভারে এডওয়ার্ডসের বলে ১০ রান ওঠে। ১টি চার মারেন তাইবু। ১টি চার মারেন রাইডার। তৃতীয় ওভারে ইরফান ১২ রান খরচ করেন। তাইবু একটি ছক্কা মারেন। একটি চার মারেন রাইডার। চতুর্থ ওভারে এডওয়ার্ডসের বলে জোড়া বাউন্ডারি মারেন তাইবু। ৪ ওভার শেষে মনিপালের সংগ্রহ বিনা উইকেটে ৩৯ রান। তাইবু ২০ ও রাইডার ১৬ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লে-তেই শক্ত ভিতে মনিপাল: পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে মনিপাল টাইগার্স। জেসি রাইডার ৩০ ও তাইবু ২৭ রান করেছেন। পঞ্চম ওভারে টিনো বেস্টকে ১টি চার মারেন রাইডার। ষষ্ঠ ওভারে ব্রেসনানের বলে জোড়া বাউন্ডারি মারেন রাইডার এবং ১টি ছক্কা মারেন তাইবু।

১০০ টপকাল টাইগার্স: ১০ ওভার শেষে মনিপাল টাইগার্সের স্কোর বিনা উইকেটে ১০৪ রান। রাইডার ৪৭ রান করেছেন। তিনি ৩৩ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

হাফ-সেঞ্চুরি তাইবুর: ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তাইবু।

রাইডার আউট: ১০.৪ ওভারে ইউসুফ পাঠানের বলে ফিডেল এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন জেসি রাইডার। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন। মনিপাল ১০৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কোরি অ্যান্ডারসন।

আরও পড়ুন:- 'সাফাইয়ে মিথ্যা বলার দরকার নেই', মানকাডিং নিয়ে ভারতকে কটাক্ষ ইংল্যান্ডের ক্যাপ্টেনের

তাইবু আউট, জোড়া সাফল্য ইউসুফের: ১১তম ওভারের চতুর্থ বলে রাইডার ও ষষ্ঠ বলে তাইবুর উইকেট তুলে নেন ইউসুফ পাঠান। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৪ রান করে ব্রেসনানের হাতে ধরা পড়েন তাইবু। মনিপাল ১১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রদীপ সাহু। ইউসুফ ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

প্রদীপকে ফেরালেন কারিয়া: ১১.৩ ওভারে জেসাল কারিয়ার বলে শ্রীবাস্তবের হাতে ধরা পড়েন প্রদীপ সাহু। শূন্য রানে আউট হন প্রদীপ। ১২ ওবারে মনিপালের স্কোর ৩ উইকেটে ১১১ রান।

অ্যান্ডারসনকে নিয়ে লড়ছেন কাইফ: ১৫ ওভার শেষে মনিপাল টাইগার্স ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে। কাইফ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৯ রান করেছেন। কোরি অ্যান্ডারসন ৯ বলে ১১ রান করেছেন।

১৮ ওভারে মনিপালের স্কোর ৩ উইকেটে ১৬৮: দু'ওভারের খেলা বাকি। ১৮ ওভার শেষে মনিপাল টাইগার্সের স্কোর ৩ উইকেটে ১৬৮ রান। কাইফ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩১ রান করেছেন। অ্যান্ডারসন ব্যাট করছেন ২৪ রানে।

একই ওভারে তিনটি উইকেট নিলেন বেস্ট: ১৮.১ ওভারে টিনো বেস্টের বলে কারিয়ার হাতে ধরা পড়েন কোরি অ্যান্ডারসন। ২১ বলে ২৪ রান করেন তিনি। ৩টি চার মারেন অ্যান্ডারসন। ব্যাট করতে নামেন রিকার্ডো পাওয়েল। ওভারের পঞ্চম বলে পাওয়েলকে বোল্ড করেন বেস্ট। শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হরভজন সিং। ১৯ ওভারে মনিপালের স্কোর ৬ উইকেটে ১৭০ রান। বেস্ট ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

২০ ওভারে চ্যালেঞ্জিং টোটাল ভাজ্জিদের: নির্ধারিত ২০ ওভারে মনিপাল টাইগার্স ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য ইরফান পাঠানদের দরকার ১৭৬ রান।

আরও পড়ুন:- দীনেশ কার্তিককে নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রোহিত শর্মার, তবে কি T20 বিশ্বকাপে পন্তের কপাল পুড়ল?

শুরুতেই মর্নির উইকেট হারায় কিংস: রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মর্নি ভ্যান উইকের উইকেট হারায় ভিলওয়ারা কিংস। পটারফিল্ডের সঙ্গে ওপেন করতে নামনে মর্নি। প্রথম ওভারে সাইডবটম কোনও রান খরচ করেননি। দ্বিতীয় ওভারে আওয়ানার দ্বিতীয় বলে চার মারেন মর্নি। তৃতীয় বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন তিনি। ব্যাট করতে নামেন ম্যাট প্রায়র। ৪ ওভার শেষে কিংসের স্কোর ১ উইকেটে ২৬ রান। পটারফিল্ড ১৬ রানে ব্যাট করছেন।

পাওয়ার প্লে-র খেলা শেষ: পাওয়ার প্লে-র ৬ ওভারে ভিলওয়ারা কিংস ১ উইকেটে ৪৩ রান তুলেছে। পটারফিল্ড ২৪ ও ম্যাট প্রায়র ১৪ রান করেছেন।

পটারফিল্ডকে ফেরালেন মুরলিধরন: পাওয়ার প্লের পরেই বল করতে আসেন মুরলিধরন। তিনি ৭.৩ ওভারে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান উইলিয়াম পটারফিল্ডকে। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করেন। ভিলওয়ারা কিংস ৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তোলে। ব্যাট করতে নামেন তন্ময় শ্রীবাস্তব।

ম্যাট প্রায়রকে বোল্ড করেলন ভাজ্জি: ৭.৫ ওভারে ম্যাট প্রায়রকে বোল্ড করেন হরভজন সিং। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ২টি চার মারেন প্রায়র। ৫৫ রানে ৩ উইকেট হারায় কিংস। ব্যাট করতে নামেন কারিয়া।

১০ ওভারে ১০৬ রান দরকার কিংসের: জয়ের জন্য শেষ ১০ ওভারে ভিলওয়ারা কিংসের দরকার ১০৬ রান। তারা প্রথম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান সংগ্রহ করেছে।

ভাজ্জির দ্বতীয় শিকার কারিয়া: ১১.২ ওভারে হরভজনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জেসাল কারিয়া। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান। ১২ ওভার শেষে কিংসের স্কোর ৪ উইকেটে ৮৪ রান।

শ্রীবাস্তবকে ফেরালেন ফার্নান্ডো: ১৪.১ ওভারে দিলহারা ফার্নান্ডোর বলে হরভজন সিংয়ের হাতে ধরা পড়েন তন্ময় শ্রীবাস্তব। ২৪ বলে ২৬ রান করেন তিনি। মারেন ২টি চার। ১৫ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ৫ উইকেটে ১১৬ রানে। জয়ের জন্য ৫ ওভারে কিংসের দরকার ৬০ রান। ইউসুফ পাঠান ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২০ রান করেছেন।

সাইডবটমের ওভারে ১৯ রান: ১৭তম ওভারে রায়ান সাইডবটমের বলে ১টি চার মারেন ইউসুফ। ইরফান ২টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৭ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ৫ উইকেটে ১৪০ রান। ইউসুফ ২৮ ও ইরফান ১৭ রানে ব্যাট করছেন।

ইরফানকে ফেরালেন ফার্নান্ডো: ১৮তম ওভারে দিলহারা ফার্নান্ডোর প্রথম বলে ছক্কা মারেন ইউসুফ। চতুর্থ বলে ছক্কা মারেন ইরফান। পঞ্চম বলে শুক্লার হাতে ধরা পড়েন জুনিয়র পাঠান। ১৪ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ইরফান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ব্যাট করতে নামেন রাজেশ বিষ্ণোই। ১৮ ওভার শেষে কিংসের স্কোর ৬ উইকেটে ১৫৪ রান।

ইউসুফকে ফেরালেন আওয়ানা: ১৮.৬ ওভারে পরবিন্দর আওয়ানার বলে মহম্মদ কাইফের হাতে ধরা পড়েন ইউসুফ পাঠান। ২১ বলে ৪২ রান করেন ইউসুফ। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার কিংসের। ব্যাট করতে নামেন টিনো বেস্ট।

আরও পড়ুন:- অত্যন্ত দুশ্চিন্তাজনক ঘটনা, টিম হোটেলের রুম থেকেই চুরি গেল ভারতীয় ক্রিকেটারের ব্যাগ-টাকা-ঘড়ি, খোয়া গেল গয়নাও

শেষ ওভারে জোড়া উইকেট তুলে রুদ্ধশ্বাস ম্যাচ জয় টাইগার্সের: শেষ ওভারে ফার্নান্ডোর প্রথম বলে কাইফের হাতে ধরা পড়েন রাজেশ বিষ্ণোই। দ্বিতীয় বলে ১ রান নেন টিম ব্রেসনান। তৃতীয় বলে ২ রান নেন টিনো বেস্ট। চতুর্থ বলে বেস্টকে বোল্ড করেন ফার্নান্ডো। ২ বলে ৬ রান দরকার কিংসের। হাতে রয়েছে ১টি উইকেট। পঞ্চম বলে ১ রান নেন এডওয়ার্ডস। শেষ বলে ৫ রান দরকার ছিল ভিলওয়ারার। তবে ব্রেসনান ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। মনিপাল টাইগার্সের ৮ উইকেটে ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভিলওয়ারা কিংস ৯ উইকেটে ১৭২ রানে আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে টাইগার্স।

ম্যাচের সেরা ফার্নান্ডো: ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দিলহারা ফার্নান্ডো।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

ঐশ্বর্যর ব্রায়ের হুক বন্ধ করতেই…! সেটেই বচ্চন-বধূর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ববি স্বপ্নে নিজেকে ঘুমোতে দেখছেন? বড় ইঙ্গিত আপনার আগামী দিনের জন্য, কী ঘটবে? টয়ট্রেনের নতুন তিন রুট দার্জিলিংয়ে, পুজোর আগে দেদার মজা! 'পটক পটক কে মারেঙ্গে!' বিজেপির নিশিকান্তের মন্তব্য 'বিভ্রান্তিকর', বললেন ফড়নবিশ শত্রু কুপোকাতের লক্ষ্যে চমক দিচ্ছে DRDOর 'মাউন্টেড গান'!কতটা শক্তি এই অস্ত্রের? পরের টেস্টে বুমরাহ ফিরবে! স্টোকসকে দেখেই প্রশ্ন সাংবাদিকের! বিরক্ত ইংরেজ অধিনায়ক মনে করি ও খেলবে… লর্ডস টেস্টে আর্চারের সম্ভাব্য ফেরা নিয়ে অ্যান্ডারসনের মন্তব্য অগ্নি নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত, হাসপাতাল, স্কুলেও হবে অডিট আরজি কর মেডিক্যাল কলেজে ভুয়ো প্রেসক্রিপশন ঘিরে উদ্বেগ, ফের দুর্নীতির ছায়া? পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, ISI-এর সঙ্গে যোগাযোগ, বর্ধমান থেকে ধৃত ২ যুবক

Latest sports News in Bangla

নোভাক জকোভিচের ম্যাচ দেখতে উইম্বলডনে উপস্থিত বিরাট কোহলি! দেখে জোকার কি বললেন? উইম্বলডনের ম্যাচে দিমিত্রভের কান্না! দেখে মন ভারাক্রান্ত রজার ফেডেরারের আজ রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল! ফ্লুমিনেন্সের সামনে চেলসি ‘আমায় চুরি করে হারিয়ে দেওয়া হল!’ উইম্বলডনের ম্যাচে বিস্ফোরক পাভলিউচেঙ্কোভা ইস্টবেঙ্গলেই থাকছেন সৌভিক চক্রবর্তী, দুই বছরের জন্য চুক্তি নবীকরণ নিজের নামে আয়োজিত এনসি ক্লাসিক ২০২৫-এ ৮৬.১৮ মিটার থ্রো করে জয়ী নীরজ চোপড়া ম্যাগনাসের আধিপত্যের দিন শেষ! গুকেশের উত্থানে কার্লসেনকে খোঁচা গ্যারি কাসপারভের মৃত স্বামীকে চিহ্নিত করতে গিয়ে কার্যত মানসিক ভারসাম্য হারালেন জোটার স্ত্রী! ক্লাব বিশ্বকাপের ম্যাচে দিয়েগো জোটাকে স্মরণ পেদ্রো নেতোর! সেমিফাইনালে উঠল চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপে জোটার জন্য নীরবতা পালন! কান্না আটকাতে পারলেন না নেভেস,জোয়াও

IPL 2025 News in Bangla

আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.