বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: বিশ্বের দু'নম্বর T20 ব্যাটসম্যান লোকেশ রাহুল, কত নম্বরে রয়েছেন কোহলি?

ICC Ranking: বিশ্বের দু'নম্বর T20 ব্যাটসম্যান লোকেশ রাহুল, কত নম্বরে রয়েছেন কোহলি?

লোকেশ রাহুল। ছবি- টুইটার।

বোলারদের প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরেই টিম ইন্ডিয়া ফর্ম্যাট বদলে মাঠে নামবে টি-২০ ক্রিকেটে। সীমিত ওভারের সিরিজ শুরুর আগে আইসিসির টি-২০ ব়্যাঙ্কিং দু'দলের ব্যাটসম্যানদের অবস্থান রীতিমতো মজবুত দেখাচ্ছে।

ব্যাটসম্যানদের তালিকার প্রথম দশে দু'দন ভারতীয় ও দু'জন ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন। যথারীতি বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানের তকমা ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার লোকেশ রাহুল।

ভারত অধিনায়ক বিরাট কোহলি অবস্থান করছেন ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ের ৬ নম্বর। ১০ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান।

বোলারদের তালিকায় অবশ্য ইংল্যান্ড টেক্কা দিচ্ছে ভারতকে। বোলারদের প্রথম দশে দু'জন ব্রিটিশ ক্রিকেটার থাকলেও নেই কোনও ভারতীয়। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ১০ নম্বরে রয়েছেন ক্রিস জর্ডন।

যদিও অল-রাউন্ডারদের তালিকার প্রথম দশে ভারত ও ইংল্যান্ড, কোনও দলেরই কোনও ক্রিকেটার নেই। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ অল-রাউন্ডার হলেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন