বাংলা নিউজ > ময়দান > রেকর্ড গড়ে অলিম্পিক্সে ছাড়পত্র আদায় করে নিলেন লং জাম্পার মুরলী

রেকর্ড গড়ে অলিম্পিক্সে ছাড়পত্র আদায় করে নিলেন লং জাম্পার মুরলী

মুরলী শ্রীশঙ্কর। ছবি: সাই মিডিয়া টুইটার

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। গড়লেন নতুন জাতীয় রেকর্ড। সেই সঙ্গে অলিম্পিক্সে ছাড়পত্রের যোগ্যতার মাপকাঠি পেরিয়ে টোকিয়ো যাওয়ার টিকিট কেটে ফেললেন ভারতের তারকা লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর।

সকলের প্রত্যাশা মতোই লন্ডল অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করে নিলেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। অলিম্পিক্সে ছাড়পত্রের যোগ্যতার মাপকাঠি পেরোনোর পাশাপাশি লং জাম্পে নতুন জাতীয় রেকর্ডও গড়লেন পালাক্কাদের ২১ বছরের তরুণ। মঙ্গলবার ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সের আসরে নিজের পুরনো রেকর্ডই ভাঙলেন মুরলী।

অলিম্পিক্সের ছাড়পত্র আদায়ের মাপকাঠি ছিল ৮.২২ মিটার। মঙ্গলবার ফেডারেশন কাপে পঞ্চম তথা চূড়ান্ত প্রয়াসে ৮.২৬ মিটার লাফিয়ে অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নেন মুরলী। তাঁর করা আগের ৮.২০ মিটারের রেকর্ডটিও এ দিন তিনি ভেঙে দেন। অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে খুশি হলেও আবেগে ভাসতে চান না প্রতিভাবান এই লং জাম্পার। বরং তিনি অনেক বেশি সংযত। বলছিলেন, ‘আমাকে এখনও রান আপের উপর আরও খাটতে হবে। আরও ভাল পারফরম্যান্স করতে হবে।’

এ দিকে সোমবার ফেডারেশন কাপে জ্যাভলিনে সোনা জিতলেও মন খারাপ অনু রানির। কারণ তিনি অলিম্পিক্সে ছাড়পত্রের জন্য যোগ্যতার মাপকাঠি পার করতে পারেননি। জ্যাভলিনের জন্য অলিম্পিক্সের মাপকাঠি ৬৪ মিটার। কিন্তু অনু ছুড়েছেন ৬৩.২ মিটার। এটা অনুর জাতীয় রেকর্ড। এর আগে তাঁর ৬২.৪৩ মিটারের রেকর্ড ছিল। অনু বলেছেন, ‘এটা শুধুমাত্র একটা রেকর্ডই। যেটা আমি খুব শীঘ্রই ভেঙে দেব এবং অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নেব।’ 

বন্ধ করুন