বাংলা নিউজ > ময়দান > Pant's first reaction after accident: 'মাঠে সকলকে দেখতে মুখিয়ে আছি', দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন পন্ত

Pant's first reaction after accident: 'মাঠে সকলকে দেখতে মুখিয়ে আছি', দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন পন্ত

দুর্ঘটনার পর ঋষভ পন্তের গাড়ি। ২০২১ সালে গাব্বা জয়ের পর পন্ত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং এএফপি)

Pant's first reaction after accident: ভয়াবহ দুর্ঘটনার পর যেদিন প্রথমবার মুখ খুললেন, তার ঠিক তিনদিনের মাথায় এক ‘পন্ত স্পেশাল’-র দ্বিতীয় ‘জন্মদিন' উদযাপন করবে ভারত। ২০২১ সালের ১৯ জানুয়ারি পন্তের হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করেছিলেন অজিঙ্কা রাহানেরা।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন ঋষভ পন্ত। ভারতীয় দলের তারকা উইকেটকিপার জানালেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সেরে ওঠার রাস্তায় এগিয়ে চলেছেন। শীঘ্রই মাঠে ফিরে সতীর্থ, সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন বলেও জানান পন্ত।

সোমবার সন্ধ্যায় পন্তের অ্যাকাউন্ট থেকে দুটি টুইট ভেসে আসে। প্রথম টুইটটি করেন সন্ধ্যা ছ'টা ৪২ মিনিটে। সেই টুইটে পন্ত লেখেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রথম টুইটের ঠিক ১৪ মিনিট পর পন্তের অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় টুইট ভেসে আসে। সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটের ওই টুইটে ভারতীয় দলের তারকা উইকেটকিপার এবং ব্যাটার লেখেন, 'অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিয়োদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।'

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্ত। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডকে যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে পন্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। ইতিমধ্যে দুটি ঠিক করা হয়েছে। তৃতীয় লিগামেন্টের ক্ষেত্রে আরও ছয় সপ্তাহ লাগবে।

সেই পরিস্থিতিতে ২০২৩ সালে পন্তের পক্ষে পেশাদারি ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত নেই। আইপিএল খেলার তো সম্ভাবনা নেই। ঘরের মাঠে আগামী অক্টোবর-নভেম্বরে যে একদিনের বিশ্বকাপ হবে, তাতেও সম্ভবত পন্ত খেলতে পারবেন না। একাধিক মহলের বক্তব্য, আপাতত পন্তের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। তাঁর বয়স অনেকটাই কম। সামনে প্রচুর ক্রিকেট পড়ে আছে। তাই একেবারে সুস্থ হয়ে মাঠে ফিরিয়ে আনা হোক।

আরও পড়ুন: Rishabh Pant Health Update: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত

তাৎপর্যপূর্ণভাবে ভয়াবহ দুর্ঘটনার পর যেদিন প্রথমবার মুখ খুললেন, তার ঠিক তিনদিনের মাথায় এক ‘পন্ত স্পেশাল’-র দ্বিতীয় ‘জন্মদিন' উদযাপন করবে ভারত। ২০২১ সালের ১৯ জানুয়ারি পন্তের হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করেছিলেন অজিঙ্কা রাহানেরা। ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ‘দুর্গ’ গাব্বা। চতুর্থ ইনিংসে অপরাজিত ৮৯ রান করে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছিলেন পন্ত। সেদিনের মতোই যাতে পন্ত ফের ক্রিকেট মাঠে ফিরে আসেন, সেই আশায় বুক বেঁধে আছেন আপামর ক্রিকেটভক্ত।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন