বাংলা নিউজ > ময়দান > LPL 2021: এক ওভারে ৫ ছক্কা - লঙ্কা প্রিমিয়ার লিগে উঠল ঝড়, দেখুন পুরো ভিডিয়ো

LPL 2021: এক ওভারে ৫ ছক্কা - লঙ্কা প্রিমিয়ার লিগে উঠল ঝড়, দেখুন পুরো ভিডিয়ো

পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন আবিষ্কা ফার্নান্দো। (ছবি সৌজন্য, ইনস্টাগ্রাম ভিডিয়ো lplt20)

দেখুন ভিডিয়ো।

এক, ছয়, ছয়, ছয়, ছয়, ছয় - এমনই ঘটনার সাক্ষী থাকল লঙ্কা প্রিমিয়ার লিগ। অর্থাৎ সবমিলিয়ে এক ওভারে উঠল ৩১ রান। যা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে সবথেকে দামী ওভারের তকমা পেল।

বুধবার কলম্বোয় জাফনা কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যান্ডি ওয়ারিয়র্স। শুরুটা খুব একটা খারাপ হয়নি অ্যাঞ্জেলো পেরেরার দলের। প্রথম পাঁচ ওভারের মধ্যেই জাফনার দুটি উইকেট তুলে নেয় ক্যান্ডি। তারপরই কলম্বোর মাঠে ঝড় ওঠে। ষষ্ঠ ওভারে তিলকরত্নে সম্পথের প্রথম বলে এক রান নেন থিসারা পেরারা। স্ট্রাইকে আসেন আবিষ্কা ফার্নান্দো। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন।

সেই ষষ্ঠ ওভার থেকেই জাফনার ঝড় শুরু হয়। আবিষ্কা সাতটি ছক্কা মারেন। শেষপর্যন্ত ২৩ বলে ৫৩ রান করে আউট হয়ে যান আবিষ্কা। তবে পিছিয়ে ছিলেন না অধিনায়ক পেরেরা। তিনি মোট ছ'টি ছক্কা মারেন। ২১ বলে ৫৩ রান করেন তিনি। ছক্কার পাশাপাশি দুটি চারও মারেন। তৃতীয় উইকেটে ৩৩ বলে ১০৫ রান যোগ করেন আবিষ্কা এবং পেরেরা। সেই পার্টনারশিপে ১৪ বলে ৫০ রান করেন আবিষ্কা। ১৯ বলে ৫৩ রান করেন পেরেরা।

শেষপর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৪ ওভারে ছয় উইকেটে ১৮১ রান তুলেছে জাফনা। ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। তাছাড়া ১০ বলে ২১ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। তারইমধ্যে ৩১ রানের ওভারের পর সম্পথকে আর বল দেননি ক্যান্ডির অধিনায়ক। বেধড়ক মার খেয়েছেন রোভম্যান পাওয়েল। তিন ওভারে দেন ৫২ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন