বাংলা নিউজ > ময়দান > LPL 2021: ওস্তাদের মার শেষ রাতে, লিগের শেষ ম্যাচে টুর্নামেন্টের সেরা বোলিং করে কলম্বোকে প্লে-অফে তুললেন বন্দরসে

LPL 2021: ওস্তাদের মার শেষ রাতে, লিগের শেষ ম্যাচে টুর্নামেন্টের সেরা বোলিং করে কলম্বোকে প্লে-অফে তুললেন বন্দরসে

প্লে-অফে কলম্বো। ছবি- এলপিএল।

দেখে নিন চলতি LPL-এর প্লে-অফের সূচি।

চলতি লঙ্কা প্রিমিয়র লিগের একমাত্র বোলার হিসেবে ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জেফ্রি বন্দরসে। কুশল পেরারার ঝোড়ো হাফ-সেঞ্চুরি ও বন্দরসের দুরন্ত বোলিংয়ের সুবাদে লঙ্কা প্রিমিয়র লিগের শেষ লিগ ম্যাচে ক্যান্ডি ওয়ারিয়র্সকে ৫৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে কলম্বো স্টার্স। সেই সঙ্গে তারা ক্যান্ডিকে ছিটকে দিয়ে প্লে-অফে জায়গা করে নেয়।

টস জিতে কলম্বোকে শুরুতে ব্যাট করতে পাঠায় ক্যান্ডি। নির্ধারিত ২০ ওভারে কলম্বো ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৮ রান করে আউট হন কুশল পেরেরা। এছাড়া ধনঞ্জয়া ডি'সিলভা ৪০, দীনেশ চণ্ডীমল অপরাজিত ৪৪ ও ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৯ রান করেন। ২৪ রানে ৩ উইকেট নেন নিমেষ বিমুক্তি।

জবাবে ব্যাট করতে নেমে ক্যান্ডি ১৭ ওভারে ১২৪ রানে অল-আউট হয়ে যায়। রবি বোপারা ৪৭ ও কেনার লুইস ২১ রান করেন। জেফ্রি বন্দরসে ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৫ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। চলতি এলপিএলে এটিই এখনও পর্যন্ত সেরা বোলিং পারফর্ম্যান্স। বন্দরসের টি-২০ কেরিয়ারেরও এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বন্দরসে।

জেফ্রি প্রয়োজনের সময় বল হাতে জ্বলে ওঠেন। কেননা এই ম্যাচে কলম্বো হারলে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হতো। নেট রান-রেটের নিরিখে প্লে-অফে চলে যেত ক্যান্ডি। তবে এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এনিমিনেটরে জায়গা করে নেয় কলম্বো। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নেয় ক্যান্ডি।

প্লে-অফের সূচি:-
এলিমিনেটর: কলম্বো স্টার্স বনাম ডাম্বুলা জায়ান্টাস (১৯ ডিসেম্বর)
প্রথম কোয়ালিফায়ার: জাফনা কিংস বনাম গল গ্ল্যাডিয়েটর্স (১৯ ডিসেম্বর)
দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল (২১ ডিসেম্বর)
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী (২৩ ডিসেম্বর)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.