সর্বোচ্চ উইকেটশিকারি, সব থেকে বেশি ক্যাচ, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সেরা বোলিং, সদ্য সমাপ্ত এলপিএলের যাবতীয় তথ্য-পরিসংখ্যানে চোখ রাখুন।
1/7সব থেকে বেশি রান: গল গ্ল্যাডিয়েটর্সের কুশল মেন্ডিস এলপিএল ২০২১-এর ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ৩২৭ রান সংগ্রহ করেন।
2/7সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ডাম্বুলা জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে জাফনা কিংসের আবিষ্কা ফার্নান্ডো ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন। টুর্নামেন্টে এটিই একমাত্র ব্যক্তিগত শতরান। সুতরাং টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই।
3/7সব থেকে বেশিবার ৫০-এর গণ্ডি টপকেছেন: জাফনা কিংসের ওপেনার আবিষ্কা ফার্নান্ডো ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। তিনিই সব থেকে বেশি তিনবার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন।
4/7সব থেকে বেশি ছক্কা: জাফনা কিংসের ব্রিটিশ তারকা টম কোহলার-ক্যাডমোর টুর্নামেন্টের সব থেকে বেশি ২০টি ছক্কা মেরেছেন। এবছর একটি ইনিংসে সবথেকে বেশি ৮টি ছক্কা মারার রেকর্ডও রয়েছে তাঁর দখলে।
5/7সব থেকে বেশি উইকেট: গল গ্ল্যাডিয়েটর্সের সমিত প্যাটেল ও জাফনা কিংসের মাহিশ থিকসানা টুর্নামেন্টে সব থেকে বেশি ১৬টি করে উইকেট নেন।
6/7সেরা বোলিং: ক্যান্ডি ওয়ারিয়র্সের বিরুদ্ধে কলম্বো স্টার্সের জেফ্রি বন্দরসে ২৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন। সেটিই এবার টুর্নামেন্টের সেরা বোলিং পারফর্ম্যান্স।
7/7সব থেকে বেশি ক্যাচ: টুর্নামেন্টে সব থেকে বেশি ৯টি ক্যাচ ধরেছেন জাফনা কিংসের ওয়ানিন্দু হাসারাঙ্গা।